![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাসে যখন ঢুকলাম, দেখি গ্রুপ প্রেজেন্টেশান চলতেছে, খাইসে, আমার তো গ্রুপই করা হয়নাই, গত সপ্তায় ক্লাসও করিনাই, স্যার ডেকে নিয়ে একটা এক্সাম পেপার দিয়ে বসায়ে দিল, বললাম, "স্যার, এক্সাম দিমুনা", বলেই বুজলাম আরেকটা ভুল করসি, ধরে সামনের বেঞ্চে বসায়ে দিল, প্রশ্ন দেখে তো আমি অবাক! এগুলো কোন চ্যাপ্টারের কোন কোনায় ছিল?? না লিখেই জমা দিচ্ছিলাম, স্যার বললেন, "নাম রোল নাম্বার লিখেন! আমি নাম্বার দিতে চাই, সে নিতে চায় না!!"
বুঝিনা, আমার মত ফালতু স্টুডেন্টকে টিচাররা এত স্নেহ কেন করে?? তার আগের ক্লাসে একটা রিপোর্ট জমা দিসিলাম, এটার প্রেজেন্টেশান দিতে হবে শুনে একটু ভয় পাইসিলাম, টপিক যে কি লিখসিলাম তাই ভুলে গেসি, একজন থেকে নোটপ্যাড নিয়ে রিপোর্ট ওপেন করলাম, এর মধ্যেই স্যারের অতর্কিত নাম ঘোষণায় তড়িঘড়ি করে হাতের মোবাইল পায়ে ঠেলে দৌড় দিসিলাম (পড়ে গেসিল), দুই লাইন কওয়ার পর দেখি মাথাটা খাইল্লা খাইল্লা লাগতাসে, স্ট্যাচু অফ লিবার্টির মত খাম্বা হইয়া খাড়ায়া আছিলাম, দুই মিনিট পর স্যার কয়, "শেষ?", আমার এক সহৃদয়বতী ক্লাসমেট আপুমনি আমাকে হেল্পুস করে বলেছিল,"জি স্যার। অনেক বলে ফেলেসে"
রুমন কি বাচ্চি... কইসিলি স্যার কিসসু পড়বো না, সবি পড়সে।
ভাগ্যিস সব ভালভাবে লিখসিলাম!
ইসস!! আমাগো TatkaHD'র প্রেজেন্টেশানের মত ভার্সিটিতেও যদি গর গর কইরা কইতে পারতাম!! তাইলে এক মার্কও কাটতে পারত না,
জাউজ্ঞা, ৯০% তো দিসে? শুকরিয়া !
এবার নেক্সট ক্লাসের প্রেজেন্টেশানের জন্যে রেডি হই...
©somewhere in net ltd.