![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে হারাতে পারি!
সেই ভয়ে পেরোতে চাইনি সীমানা,
যতটুকু হলে ভালবাসা স্বপ্ন হয়ে কাছে থাকে
ঠিক ততটুকু জোছনার আলোয়
ছুঁয়েছি তোমার পথ শুধু,
তোমার গভীরে অস্তিত্বের খোঁজে,
রাতের সাথে একাত্মতায়
ঝুম বরষায় ঘোর অমাবস্যা চোখে নিয়ে
কেটেছে দিন-রাত্রি......
একটু একটু করে গড়ে ওঠা ঝরনার তীব্রতা
কেবলি সাগরে মিশে নদী হয়ে যায়,
আমি ভাবি,
নীল ঘুড়ি হয়ে তোমাকে ছোঁবার স্বপ্নটুকু থাক তৃষ্ণার্তের মতো...।
খুব জানতে ইচ্ছে করে,
তোমাকে হারানোর ভয়ে, সরে যেতে যেতে
যদি একেবারে দূরে চলে যাই.........
খুঁজবে? খুঁজবে কি প্রিয় নামে ডেকে ???
(এটা আমার অনেক প্রিয় একটি কবিতা, আমি তখন ১০ম ক্লাস এ পড়ি, সন ২০০১-২০০২, জনকণ্ঠ পত্রিকায় পড়েছিলাম, অনেক যত্ন করে লিখে রেখেছিলাম, আবার হারিয়েও ফেলেছি, সবটুকু তো আর মনে নেই,মাঝে অনেক টুকুই বাদ পড়ে গেছে, তবু যেটুকু মনের মধ্যে গেঁথে ছিল, লিখলাম আজ, এটা আমার অনেক প্রিয় একটি কবিতা)
©somewhere in net ltd.