![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে অনেক রঙের পুতুল, লাল, নীল, হলদে রঙ্গা...!
হাত বাড়িয়ে ধরতে গেলে বার বার থমকে দাঁড়াই...
মন বলে "এ তোমার নয়, এ তোমার নয়"
আমি এখনো সেই দিনটায় এসে থমকে আছি...
আমার সবচে প্রিয় পুতুলটা যেদিন আমার হাত থেকে কেউ আলতো করে নিয়ে গেলো...
অথচ, কিছু বলার ভাষা ছিলো না, ছিল না চোখ থেকে দু'ফোঁটা অস্রু ঝরানোর শক্তি...
ভুল মানুষকে ভালোবাসার অপরাধে "ভালোবাসা" নামের শব্দটাই হারিয়ে গেলো জীবন থেকে,
আমি এখনো সেই দিনটায় এসে থমকে আছি.................!!
©somewhere in net ltd.