নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ২

২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৪

গতকাল, আমার অজান্তে আমার বিয়ে ঠিক করা হয়েছে, আমার সামনে কাবিন, সাইন করতে হবে! কি অদ্ভুত!! কার সাথে বিয়ে, কোথায় বিয়ে, কিচ্ছু জানিনা, শুধু জানি আমার এখন বিয়ে! একরকম জোর করেই সাইন করালো, কান্না ছাড়া কিসসু করার ছিলনা, কেঁদে কেঁদে চেহারার বিতিকিচ্ছিরি অবস্থা!

অনেকক্ষণ পরে বর আসলো আমাকে নিতে, কোন আয়োজন নেই, কারো কোন প্রতিক্রিয়া নেই, যেন এটাই স্বাভাবিক...

টেনেটুনে আমাকে বরের সামনে নেয়া হলো, দেখতে ভালো, কিন্ত দেখাটাই তো বড় কথা নয়, এ দিয়ে করবটা কি, যদি মানুষ টা হয় ক্যাবলা-কান্ত ! সারাজীবন সব বাছা বাছা প্লে-বয়দের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি, হায় কপাল! তার উপর মাথার চুলের যা অবস্থা, এখন ঠিক আছে, কিন্তু অচিরেই দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় স্টেডিয়ামে পরিনত হবে :(

সে যাই হোক, বিয়ে যখন করেই ফেলেছি, কি আর করা ! যেতে তো হবেই...।

সময়টা সন্ধ্যার মতো,

দেখলাম, জনাব ক্যাবলা-কান্ত একখান মোটরবাইক বের করলো, লেটেষ্ট মডেল হবে হয়তো, কিন্তু মডেল দিয়ে কি হবে! জনাবের চালানো দেখে মনে হল, একটা বাই-সাইকেল হলে দিব্যি একবার ও বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম, যেতে যেতে প্রায় মাঝরাত, কোথায় আসলাম সেটা দ্যাখার আর কোন সুযোগ পেলাম না, কেউ দেখতে কিংবা এগিয়ে নিতেও এলোনা, প্রচণ্ড ঘুম চোখে, ক্যাবলা সাহেবের প্যানপ্যান শুনার টাইম নাই, আমি আমার মতো এক ঘুম দিলাম আর সে নিজের মতো বলেই যাচ্ছে...

ঘুম ভাঙল কাক-ডাকা ভোরে, উঠে চারপাশটা দেখলাম, এটা কোন বাড়ি? এখানে মানুষ থাকে? শুনেছি দোজখও শাস্তির পরিমান অনুযায়ী স্তর হিসেবে সাজানো!!

সবাই মিলে এরকম একটা শাস্তি আমাকে দিতে পারলো?

সেই থেকে চোখ বুজে শুধু কাঁদছি তো কাঁদছি,

তারপর যখন চোখ খুললাম, দেখি, নাহ, এই তো নিজের ঘরেই আছি!

যাহ্‌ বাবা! এটা তাহলে স্বপ্ন ছিলো! কিন্তু চোখদুটো যে সত্যিই ভিজে আছে...!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.