![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কেবলি মনে হচ্ছে আমি একটা গোলকধাঁধার শেষ দরজাটা খুঁজে বেড়াচ্ছি...
এক হাতে ছেঁড়া জুতো হাতে নিয়ে, এ গলি, ও গলি, বিছানা, করিডোর, সিঁড়ি পেরিয়ে শুধু ছুটছি...
মাথাটা ভীষণ রকম ফাঁকা, আর পা দুটো প্রায় অসাড় !!!
নিজেকে অনেক হালকা মনে হচ্ছে, যেন হাঁটছি না, ভেসে বেড়াচ্ছি... ভেসে বেড়াচ্ছি...
পথের যেন শেষ নেই... এটা ঠিক কতো মাইল জায়গা জুড়ে আছে অনুমান করতে পারছিনা...
চাইছিও না,
আজ আমি অসাড়, আমার অনুভূতি এখন হিমাঙ্কের কাছাকাছি!
এই অসুস্থতার রাজ্যে, এতসব ফিসফাস দীর্ঘশ্বাস, হাহাকার, কান্না, আর্তচীৎকার... সব ছাপিয়ে...
আমি শুধু আমার নূপুরের রিনিক ঝিনিক আওয়াজ শুনতে পাচ্ছি...!!!
নিঃশ্বাসের সাথে ভেতরে ঢুকতে থাকা এই মৃত্যুর গন্ধটাকে আজ মোটেই বীভৎস লাগছে না...
অথচ, গত পরশু এই গন্ধটা থেকেই পালিয়ে এসেছিলাম...
কাল সারাদিন ভাবলাম আমি, মা আমার সারাক্ষণ, প্রতিক্ষণ এই গন্ধে বুঁদ হয়ে থাকে...
তাই এই গন্ধটাকে আজ বড়ো আপন মনে হচ্ছে...
সাদা ইউনিফর্ম পরা নার্সদের মাঝে মাকে খুঁজতে ইচ্ছে হচ্ছিলো...
আমার সাথে বিচ্ছু-বাহিনীর সদস্যরা...সবাই খুব সিরিয়াস! আমি ছাড়া!!!
আমি হাঁটছি, ছুটছি, আর দেখছি লিয়া আর প্রিথিলের অস্থিরতা, দৃষ্টিতে চিন্তার খেলা!!!
যত দেখছি তত অবাক হচ্ছি...
যদি কখনো আমাকে আরেকটা জীবন উপহার দেয়া হয়, আমি নিশ্চিতভাবে এদের মা হয়ে আসতে চাই...
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩
দিলরুবা মুন বলেছেন: হুম... আমি সম্ভবত সেই
২| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৫০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩
দিলরুবা মুন বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ রাত ১:০২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার! ফেসবুকের একটা কনফেশন পেইজে আপনাকে প্রায়ই বিচরণ করতে দেখি। আপনি কি সেইজন?