![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব মনোযোগের সাথে নান খাচ্ছি চায়ে ভিজিয়ে, রুমন খুব চিন্তিত...
তার অনেক কাজ, চিন্তা থাকাই স্বাভাবিক...
আমি খাই আর আপন মনে বক বক করি, আমার কথার কি আর শেষ আছে?
অনেকক্ষন পর সে কথা বলে উঠলো...
রুমনঃ দোস্তো!
আমিঃ বল দোস্তো!
রুমনঃ চিন্তা করতেসি... ঢাকা শহরটা নিয়া আমার অনেক চিন্তা...
আমিঃ হুম, ঐযে বাড্ডা, উত্তরা আর মোহাম্মাদপুরের পিছন দিয়া বড়ো করে রাস্তা বানানোর প্লান টা????
রুমনঃ নাহ! সেটা তো পুরনো হয়ে গেসে...
আমিঃ তাইলে এবার কি?
রুমনঃ নিয়ম অনুযায়ী ঢাকা শহরের ৫০ ভাগ জায়গা গাছ আর রাস্তার জন্য থাকার কথা...
মনে কর, চারটা বিল্ডিঙে যেটুকু জায়গা লাগে, ওই টুকুতে যদি আমরা একটা বিল্ডিং বানাই???
আমিঃ বুজলাম না :-&
রুমনঃ আচ্ছা দেখ, একটা বিল্ডিঙে ছয়তলা করে হলে মোট ২৪ তলা, আর ২টা করে ফ্ল্যাট হলে মোট ৪৮ টা ফ্ল্যাট...
আমিঃ (হিসাব করে দেখলাম) হুম, তো?
রুমনঃ মনে কর, চারটা বিল্ডিঙের জায়গায় যদি আসে পাশে রাস্তা আর গাছের জন্য ছেড়ে দিয়ে একটা বিল্ডিং করি, তাহলে, গাছও থাকলো, ফ্ল্যাট ও কমবে না...
আমিঃ ২৪তলা বিল্ডিং??
রুমনঃ আরে না! বিল্ডিং হবে ১২তলা... একেকটা ফ্লোরে চারটা ফ্ল্যাট হলে কতোগুলা ফ্ল্যাট হয়?
আমিঃ (মাথা চুলকে) ৪৮টা
রুমনঃ হুম, এবার বল প্লানটা কেমন?
আমিঃ ফ্ল্যাটগুলা ছোট হয়ে যাবে না?
রুমনঃ চারটা বিল্ডিঙের মাঝে যেই গ্যাপটা থাকে, ওইটা রাস্তার দিকে ছেড়ে দিয়ে হিসাব কর, ওপাশের চারটা বিল্ডিং থেকেও তো ছাড়া হবে, পুরোটাই তো আর একটা বিল্ডিং থেকে দিচ্ছে না!
আমিঃ তাই তো! দারুন আইডিয়া দোস্তো, কিন্তু আমি ভাবতেসি, এটা করতে হলে তো পুরা ঢাকা ভাইঙ্গা আবার নতুন করে বানাইতে হবে
রুমনঃ হুম, (মোগলাইয়ের একটা টুকরায় ছোট্ট কামড় বসিয়ে) এক সাইড থেকে ভাঙ্গা সুরু করলেই হয়...
আমিঃ
রুমনঃ (নির্বিকার ভঙ্গিতে) ভেবে দেখলাম, আমার মাথায় যেসব আইডিয়া আসে, এসব শুধু একজন প্রধানমন্ত্রীর মাথায় আসা উচিৎ!
আমি প্রায় ভিম্রি খাইতে গিয়া আশেপাশে তাকায়ে চুপচাপ চায়ে চুমুক দিলাম... মাথা ঘুরতেসে, রুমনের কথা গুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে মনে হল... দূরে যেতে যেতেই যেন শুনলাম, "ভাবছি, নির্বাচনে দাঁড়াবো, আমি ছাড়া তো আর যোগ্য কাউকে দেখছিনা..."
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
ইখতামিন বলেছেন:
আপনার বন্ধুর আইডিয়াগুলো দারুণ তো...