নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

“বেঈমান”

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

একটা খড়কুটোর মত খুব তুচ্ছ বন্ধুও খুব খুব খুব কাছের বন্ধু হয়, তখন, যখন হাতের কাছে ধরার মতো কোন খুঁটি না থাকে...



হাতে যখন খুঁটি আসে, তখন বেমালুম ভুলে যায় সেই নির্ঘুম রাতের কথা, যখন অপারেশানের বেডে অচেতন মানুষটাকে আগলে রেখেছিলো একটা তুচ্ছ মানুষ,

যখন একটা গুরু-অপরাধের শাস্তি স্বরূপ পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল...

ভুলে গেছে পরীক্ষায় সময় বাজারে এবং বন্ধুদের কাছে বই না পেয়ে এই তুচ্ছ মানুষটাকে বই সুদ্ধ ঘরে নিয়ে এসেছিলো, তার কারনে হোস্টেল থেকে বহিষ্কৃত হয়েছিলাম...

কিন্তু তার কাছেই কিছুদিনের আশ্রয় চেয়ে পাইনি...



যার ভালবাসায় বুঁদ হয়ে স্বামীকে হেলাফেলা করেছিলো, সেই প্রেমিকের চোখে স্রেফ করুনা দেখেছি আমি, সরাসরি সে স্বীকারোক্তিও দিয়েছিলো...

অন্যরা(বেষ্ট ফ্রেন্ড বলে যার সাথে পরিচয় করিয়ে দিলো) যখন একই সঙ্গে বহু-পুরুষের বাহু আঁকড়ে ধরা নিয়ে কানাঘুষা করে, সেখানে শুধুই বোঝার চেষ্টা করেছিলাম, একটা মানুষ কতটা নিরুপায় হতে পারে...



আজ সে অনেক বড়ো, তাই তুচ্ছ মানুষটাকে দেখে তার ছোটলোক, কিংবা আরও কোন বাজে গালি আসে মুখে...

অন্যদের কাছে লেজে পা দিয়ে এই তুচ্ছ মানুষটা কতটা তুচ্ছ সেটা চেনাতে যায়,



আমার সৌভাগ্য আমার প্রচণ্ড মনখারাপের সময়টাতেই তার সেবা করার সুযোগটা পেয়েছিলাম, আমার একটা তাৎক্ষণিক প্রয়োজনে একটা ভিন্ন পরিবেশ পেয়েছিলাম... যদিও বিনিময়ে অনেক কর্কশ ভালোবাসা পেয়েছিলাম তাৎক্ষণিকই...

সেদিক থেকে কোন দেনা-পাওনা নেই তার সাথে, সেবায় সেবায় কাটাকাটি,



অনেক কিছুর সাক্ষী, তবু মাঝে মাঝেই ভুলে যাই, তারে চিনতাম... নাহ! এখনো চিনিনা... অনেক সেলিব্রিটিকেই চিনি-জানি, এরকম দু-চারজনকে না চিনলে কি যায় আসে...



প্রার্থনা করি, "এভাবেই সেলিব্রিটি হয়ে থাকো, মিস ইউনিভার্স(!) হয়ে থাকো... আমার মতো আর কোন তুচ্ছ মানুষ যাতে দাঁত খিচিয়ে “বেঈমান” না বলে..."

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
গল্পটা ডিফারেন্ট লাগল +

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

বেঈমান আমি. বলেছেন: আমি কি করলাম? :(

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭

যাযাব৮৪ বলেছেন: ভাল লিখছেন পিলাস নেন ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.