![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাংক থেকে টাকা আনতে গিয়ে দেখি টাকার সাথে একটা লটারির টিকেট। দশটাকা ভেবে ভুল করে দেয়নি তো? আমি বল্লাম একটা তো লটারির টিকেট? ক্যাশিয়ার বলল এটা আপনাকে দিলাম। আমি ভেবেছিলাম সোনালী ব্যাংক মনে হয় তার গ্রাহকে বছর একটা লটারির টিকিট গিফ্ট করে। কিন্তু টাকা হিসেব করে দেখি দশ টাকা কম?
নাহ। ফ্রি দেয় নাই। ক্যাশিয়ার চেনা বলে আমার অনুমোতি নেয়ার প্রয়োজন মনে করে নাই। সময়টা খুবই টানাটানি( কোন কিছু লিখতে গেলেই নিজের পরিস্থিতির কথা চলে আসে, ভাবছি এই নিয়ে ছোট্ট করে একটা পোষ্ট দেব) করে চলছে তবু দশটাকায় ধনী হওয়ার বাসনা নাই। টিকেট কিনলেই তো আর ধনী হয়ে যাচ্ছেন না? কপালও ভাল থাকতে হয়।
আমি জানি আমার কপাল ভাল(আগের চেয়ে কপালে ভ্রুনের পরিমান কমেছে)। ভাগ্য বিশ্বাসি নই। তবু টিকেটটা নেড়ে চেড়ে দেখলাম। কি আর করা যাবে। আবার কাঁচের ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে লটারির টিকেটটা দিলাম। ক্যাশিয়ার : কি ব্যপার ফিরিয়ে দিচ্ছেন কেন? আমি সহাস্যে বল্লাম ফিরিয়ে দিচ্ছি না আপনাকে গিফ্ট করছি। আমার জীবনে তো আর এমন সময় আসবে না। তাই সুযোগ মতো ২৫লাখ টাকাই আপনাকে দিয়ে দিলাম।
লটারি নিয়ে একটা জোক্স আছে।
এক ব্যক্তি আল্লার কাছে প্রতিদিন নামাজ পড়ে দোয়া করে আল্লা আমারে ধনী বানিয়ে দাও, ধনী বানিয়ে দাও। কিন্তু কোন কাজ হয়না। কিন্তু লোকটাও হাল ছাড়েনা। আল্লা আমারে একটা লটারি পাইয়ে দাও। এইবার সুযোগ বুঝে সবে-কদরের রাতে আল্লার কাছে কেঁদে কুটে চাইল। আল্লা আমাকে ধনী বানিয়ে দাও। আমাকে একটা লটারি পাইয়ে দাও ।আল্লা আমাকে একটা সুযোগ দাও। অন্তত একটা সুযোগ দাও। আল্লা আমাকে কম করে একটা সুযোগ দাও।
হঠাৎ আকাশ বাতাশ কাপিয়ে গায়েবি আওয়াজ আসলো। আল্লা বল্ল শুন তুমিও আমাকে একটা সুযোগ দাও। অন্তত একটা লটারি কিন।
আমার রুমের নিচেই রাতের এগারটা পর্যন্ত লটারি বিক্রি করে। প্রাইভেট কারে হলুদ একটা ভেনার লাগিয়ে। ক্যাসেটে আধ্যাতিক গান বাজে। মনির খান গায়" টাকা সঙ্গে যাবে না ,পয়সা সঙ্গে যাবে না।" এন্ডুকিশোরে কন্ঠে একটা গান বাঁজে" বড়াই করিস নারে মানুষ বড়াই করিস না,এই দুনিয়া........ এমন একটা গান"
আমি ভেবে পেলাম না কেন এই আধ্যাতিক গান গুলো বাজে? টাকা পয়সা যদি সঙ্গেই না যাবে তবে লটারির ২৫ লক্ষ টাকা পেয়ে কি হবে? কেনইবা ২৫ লক্ষটাকার জন্য লটারি কিনতে যাবে?
কিন্তু আমার সকল আসংঙ্কা বাতিল করে দিয়ে মানুষ লাইন দিয়ে লটারি কিনছে। দশটাকয় ধনী হয়ে যাওয়ার জন্য সবাই উন্মোখ।
মরার পরে যেহেতু কোন কিছুই থাকবেনা তাই টাকা জমিয়ে কি হবে, অতএব লটারি কিন। কথার ধরনে মনে হয় টাকা পয়সা কবরে না গেলেও লটারি কিন্তু ঠিকই যাবে। তাই কোন সঞ্চয় না করে লটারির টিকেট কিনে ফেলাই বুদ্ধিমানের কাজ।
ধর্মের সুবিধাটা এখানেই, যে কাজই হোক, যেমন কাজই হোক তাতে ধর্ম ব্যবহার করে ধার্মিকদের কাছ থেকে ফায়দালোটা সম্ভব।
প্রতিটি লটারির ফলাফল ঘোষনার পরের দিন পত্রকার একটা চাহিদা থাকে। সবাই তার ভাগ্যটা যাচাই করতে যায়। আমি এখনো পর্যন্ত এমন একজনের সাথে পরিচিত হতে পারলাম না যে লটারির টাকা জিতেছে। লক্ষ টাকার পুরস্কারটা কারা পায় আমার কাছে এটা এক রহস্য। এটা আমার জানার ব্যর্থতাও হতে পারে।
আমার আরো কিছু জানার ব্যর্থতা আছে লটারির যে সংস্থা থেকে ছাড়া হয়, ক্রিড়া উন্নয়ন তহবিল, ক্যন্সার হাসপাতা, চক্ষু হাসপাতা, ইত্যাদি। লটারির পরে আসলেই কি উক্ত প্রতিষ্ঠান গুলো তৈরি হয়?
আরো একটা ব্যপার জানার আগ্রহ আছে। এই লটারি পদ্ধতিটা অর্থনৈতিক ভাবে কি প্রাভাব ফেলবে? এই যে জনগণের কাছ থেকে দশ টাকা করে নেয়া হচ্ছে, কিছু লোক তা একটা কমিশনের বিনিময়ে বিক্রি করছে, আবার কিছু টাকা পুরস্কার হিসেবে জনগনের কাছে ফিরিয়ে দিচ্ছে। তার পরেও নিশ্চয় লাভ হচ্ছে। লাভ না হলে লটারি ছাড়বে কেন? লাভ যেহেতু হচ্ছে তাই এটা একটা লাভ জনক ব্যবসা বলা যেতে পারে। যদিও এর পেছনে জনকল্যানের একটা উদ্দেশ্য দেখানো হচ্ছে।
এই প্রক্রিয়াটা যদি ভাল হয় তবে পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের কাছে ঋণ না চেয়ে লটারি বিক্রি করলেই তোহয়। এক বছরে না হোক পাঁচ বছর, পাঁচ বছর না হলে দশবছর। যদি এক বিলিয়ন টাকা জেতার লোভ লেখানো হয় আমার ধারনা তবে এই গরিব দেশ থেকেও এই টাকাটা ওঠানো সম্ভব।
১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৬
ডাইনোসর বলেছেন: হা হা হা..................
পড়ার জন্য ধন্যবাদ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫০
বেঈমান আমি বলেছেন: এই প্রক্রিয়াটা যদি ভাল হয় তবে পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের কাছে ঋণ না চেয়ে লটারি বিক্রি করলেই তোহয়। এক বছরে না হোক পাঁচ বছর, পাঁচ বছর না হলে দশবছর। যদি এক বিলিয়ন টাকা জেতার লোভ লেখানো হয় আমার ধারনা তবে এই গরিব দেশ থেকেও এই টাকাটা ওঠানো সম্ভব।
সহমত।
১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৮
ডাইনোসর বলেছেন: কোন একজন বিশেষজ্ঞের আশায় আছি। যিনি অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে ব্যপারটা ব্যাখ্যা করবেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৯
জ্যোস্নার ফুল বলেছেন: ভাই, আমি অর্থনিতির ইশটুডেন্ট। কিন্তু আপনার লেখা পইড়া হাসতে হাসতে সব ভুল খাইছি। এইজন্য আপাতত আপনারে হেল্পাইতে পারলাম না।
চরম লিখছেন।
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৮
ডাইনোসর বলেছেন: আমার প্রশ্নটা কিন্তু সিরিয়াসলী ছিল। সময় করে জানালে খুশি হবো।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩০
দুঃখ বিলাসি বলেছেন: এই প্রক্রিয়াটা যদি ভাল হয় তবে পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের কাছে ঋণ না চেয়ে লটারি বিক্রি করলেই তোহয়। এক বছরে না হোক পাঁচ বছর, পাঁচ বছর না হলে দশবছর। যদি এক বিলিয়ন টাকা জেতার লোভ লেখানো হয় আমার ধারনা তবে এই গরিব দেশ থেকেও এই টাকাটা ওঠানো সম্ভব।
সহমত।
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৭
ডাইনোসর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২
মহসিন আহমেদ বলেছেন: ভালো পোস্ট
++++
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৮
ডাইনোসর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৫
ব্লগার ইমরান বলেছেন: হে হে চরম লাগলো লেখা পড়ে।
৩ কোটি লোক যদি তার ভাগ্য যাচাইয়ের ন্য লটারী কিনে ( অনেকে কয়েকটি করে কিনে। আবার সচেতন লোকেরাও " দেখি একটা কিনে " টাইপের চিন্তা-ভাবনা থেকেও কিনে )। ধরলাম ৩ কোটিই সেল হয়। ৩ পূরন ১০ = ৩০ কোটি টাকা। পুরষ্কার-কমিশন-ঘুষ মিলিয়ে ৫-১০ কোটি নাই। হাতে ২০ কোটি । এবার বলেন প্রতিবছর ২০ কোটি করে কামালে কতোগুলো প্রাইভেট কোম্পানী বানানো যায় । আর কোটিপতি-বিলিওনিয়ার হতে কদিন লাগে।
তবে লটারী সিস্টেম পুরোটাই হারাম।
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৯
ডাইনোসর বলেছেন: আপনার হিসেবটাও সুন্দর।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৯
সিলেটি জামান বলেছেন: এই জীবনে একজন লটারি বিজেতা মানুষের সাক্ষাত পেলাম না, যদিও মাঝে মধ্যে বাধ্য হইয়া দুই একখান লটারি কিনতে হয়।
লাভ জনক ব্যবসা বটে।
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৯
ডাইনোসর বলেছেন: অবশ্যই কিনবেন। আমার অবস্থা বেগতিক দেখলে লটারি বিক্রি শুরো করুম ভাবছি।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১:০৯
সাকিন উল আলম ইভান বলেছেন: লাইফে লটারি একবার ই একজন কে জিততে দেখেছিলাম বাংলা সিনেমায় রিক্সা চালক ইলিয়াস কাঞ্চন কে , আর বাংলাদেশ ব্যাংক এর প্রাইজ বন্ড কিনুন সেটা র কিন্তু প্রাইজ আছে । আমরা একবার পেয়েছি ১০০০০ টাকা।
দারুন লাগল লেখাটা ।
১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৩
ডাইনোসর বলেছেন: সিনেমার নামটা কি?
হা হা হা......................
৯| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৮
পুংটা বলেছেন: জানা মতে আমার মামাতো ভাই লটারীতে ৪০ লক্ষ টাকা পেয়েছিল। তবে সে টিকিটটি তার এলজিইডির একজুকিউটিভ ইঞ্জিনিয়ার চাচার কাছে ৫০ লক্ষ টাকায় বিক্রি করেছিল। সেই ইঞ্জিনিয়ার লটারী নিজে পেয়েছে বলে প্রচার করে কালোটাকা সাদা করেছিল।
প্রশ্ন হলো : ইঞ্জিনিয়ার সম্পর্কে আমার কি হয়?
১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৬
ডাইনোসর বলেছেন: ৪০ লাখ টাকার লটারি ৫০লাখ টাকায় বিক্রি?
আপনার মামা কি আরো লটারি কিনবে? জানাবেন।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৯
ভুলো মন বলেছেন: যাদের বাসায় অনেকদিন থেকে T&T-র (বর্তমানে BTCL) টেলিফোন আছে, তারা নিশ্চই জানেন যে, সেইসময় দীর্ঘদিন যাবৎ টেলিফোন ব্যবহারের বিলের সঙ্গে তার ৫% (বা ১৫%, আমার মনে পড়ছে না) যোগ করে গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল যমুনা ব্রীজ (বঙ্গবন্ধু সেতু বলতে ইচ্ছা করে না) তৈরির ফান্ড সংগ্রহের জন্য। এই পদ্ধতিটি মনেহয় এখন আর কাজে দিবে না!
১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৬
ডাইনোসর বলেছেন: আমিও শুনেছি এই পদ্ধতিতে টেক্স সংগ্রহের কথা।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:১১
শেখ সাব্বির আহমেদ বলেছেন: পুংটার মামা চুর
১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৬
ডাইনোসর বলেছেন:
কোটিপতি মামার ভাইগ্নাওতো কোটিপতি হওয়ার কথা।
১২| ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৩
মাহমুদা সোনিয়া বলেছেন: hahahaha
১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫
ডাইনোসর বলেছেন: হি হি হি..............
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৯
পুংটা বলেছেন: পুংটার একটা চুর মামা আছে
১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫১
ডাইনোসর বলেছেন: পুংটার একটা চুর মামা আছে
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪
সাব্বির সবার জন্য বলেছেন: আপনার কথাগুলোর ধারাবাহিক সংযুক্তি অনেক ভালো লাগলো।