নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশি দিন বাকি নাই

শেষ বারের মতো সতর্ক করছি...

ডাইনোসর

অস্তিত্বহীন ভাবেই বেঁচে আছি।

ডাইনোসর › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

কার রাজনীতিতে ভুল নেই?

কে সেই জন যে ভুল করেন না?

কিন্তু সবার পরিনতি তো আর শেখমুজিবের মতো হয়না!

কে সিদ্ধান্ত নিতে ভুল করেন না?

ভুলের মাঝে বিচরন নেই কার?

কিন্তু সবাই পরিনতি চার নেতার মতো হয়না !

কার অস্ত্র নিশানা ভ্রষ্ট হয়না?

কার বুলেট ভুল পথে বিধেঁনি?

তবু সবার পরিনতি সিরাজ শিকদার হয়না।

কার চিন্তায় ভুল সন্ধি করেনি?

কার তিক্ষ্ণতায় ত্রুটি ছিল না?

কিন্তু কর্নেল তাহেরকে ঝুলতে হয় ফাঁসিতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

আসাদুজ্জামান আসাদ বলেছেন: এবং আমাদের হতে হয় তার বলি!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

ডাইনোসর বলেছেন:
কিন্তু কেউ তো ভুলের উর্ধ্ধে নয়।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

আহসান২০২০ বলেছেন: ভাইজান আপনার নিক তো দেখি আমার জন্মেরও আগের। সামুতে ডাইনোসর নামে আমি প্রথম একখান নিক খুলেছিলাম। সেটি এখনও আলোর মুখ দেখেনি। দুই টা নিক এক নামে সামু দিল কেমনে?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

ডাইনোসর বলেছেন: নিক নেয়ার আগে একটু গুগোল করে দেখে নিলে ভাল।
একই নামে হওয়ার কথানা। নিশ্চয় ছোট একটা পার্থক্য আছে।

তবে একই নামে দুটি নিক হলে ভুল বোঝাবোঝির সম্ভাবনা থাকে। বাকিটা আপনার বিবেচনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.