![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই তোমরা ইউ এস জি র রিপোর্ট খুঁজে খুঁজে
আমার বোনের শ্বাসরোধ করে দাও বুঝে সুঝে
যতই তোমরা আমার বোনের অনাদর কর ঘরে ঘরে
যতই তাকে ক্রীড়ণক কর পুরুষ ইচ্ছের অনুসারে
যতই তোমরা তার শরীরের শুধু যৌন রূপটি বাড়াও
ইজ্জত সম্মান কথার কথা নিজেদের মত সাজাও
শুধু শরীরের দিকে তাকিয়ে যৌন রূপটি বাড়াও।
সম্পর্ক গড়ে নিয়ে যাও আর করো শুধু অত্যাচার
যতই তোমরা নষ্টমূলে জীবনের মেটাও আবদার।
আমি ঠিক আমার বাড়ানো হাতে
বোনের রাখি পরবো এই পূর্ণিমাতে।
তোমাদের এইসব যত যতি চিহ্ন
সম্পর্কের নির্মল গহীনে হবে নিশ্চিহ্ন
রক্ষা জীবনের পারস্পরিক মর্যাদা
আমরা ভাই বোন থাকব সর্বদা।
©somewhere in net ltd.