![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলা শুরু করে ছিল
আমি জানতাম ও হ্যাঁ বলবে
কতক্ষণ আর বটগাছের পাতার মত
মুখের ভেতরে মুখ লুকিয়ে রাখবে।
সাহসী যুক্তি তক্ক
বহুক্ষণ বাতাসের মত খেলা করে
পরস্পরের হাতে হাত মিলিয়ে
আজকালকার প্রাণবন্ত যাওয়া আসা।
এক কোণে কিনারা হয়ে বসে থাকা
মাঝে মাঝে মনের ক্ষোভে
বিরক্তির হাসছে।
রোজ আমার ক্লান্তি মুছে দেয়
এই সব বাস ট্রেন জীবন কথা।
আমি তাই কান খোলা রাখি
চোখ মেলে দেখি।
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: আমি তাই কান খোলা রাখি
চোখ মেলে দেখি - বেশ! দেখে শুনে পথ চলাই শ্রেয়ঃ।
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন
৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০
প্রামানিক বলেছেন: আপনি ফিডব্যাকে ইমেইল পাঠান। তাহলে হয়তো প্রথম পাতায় অনুমতি পাবে।
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
দীপঙ্কর বেরা বলেছেন: ফিডব্যাক করেছি। লাভ হয় নি। যদিও বলছে সেফ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।