![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁধন ছাড়া উড়ছে পাখি
সেও ফেরে তার বাসায়
বুদ্ধি বলে প্রতিটি মানুষ
স্বাধীন শুধুই পোষ মানায়,
স্বাধীন থাকার মত বিনিময়
প্রভু হয়ে বসতে চায়
একবার শুধু ভোট দখলে
পায়ের বেড়ি খুলে যায়।
নিজের সীমায় প্রতিটি জীব
স্বাচ্ছন্দ্যে করে বাস
এক পা দুই পা যেই বাইরে
চলে আসে সর্বনাশ।
স্বাধীন তুমি, বাঁচার নিয়ম
অন্যের জগৎ মিলিয়ে
ঘুড়ির মত তুমিও ওড়ো,
যেও না লাটাই ছাড়িয়ে।
©somewhere in net ltd.