![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর জন্য আলেয়া ছড়িয়ে ফেলে দিগন্ত
পথের ভুলে ভুলভুলাইয়া হারিয়ে দেয় অনন্ত
অন্ধকারের আবছা আলো চিনতে শেখা পথিক
আবেগ দিয়ে অনুভবে বুঝতে পারে সঠিক
আঘাত করা আদিম পথে লক্ষ্য ভুলের মালা
তোমার বোধ ঝুলিয়ে দিচ্ছে নির্বোধের তালা
এতই যদি আলো আলো স্পর্শ করো হৃদয়
তবেই তুমি জীবনকুল দিশারী দেখা সমন্বয়।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শেষের লাইনটা আড়ষ্ট লাগে।
নিক নামটা কি আপনার প্রকৃত নাম? দয়া করে জানাবেন?
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।