![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে কর আমি আর আমি নয় অন্য কেউ
জীবনের সাথে বোঝা পড়ায় তুলছি ঢেউ
তুমিও আর তুমি নও ওপাড়ার সিনি বেরা
এগিয়ে চলা দুনিয়ার মতলবে তুমিই সেরা,
অজানা আমাদের রেখেছি কত কি অজানা
বোকার হদ্দ বোকা বানায় নিজের সেয়ানা
গড়িয়ে চলা সময়রেখায় আমিও যেমন
নম্র ব্যথায় হৃদয়ের আঁকিবুকি তুমিও তেমন।
এভাবে আমাদের মনে করা পেয়েছে প্রশয়
ওঠা পড়া হাতছানিতে আমরাই অনন্তময়
বাঁচিয়ে রেখেছি দূরত্বের রূপক কত ছলনা
দিগন্তের অসীমে তাই বাজে সম্ভব মূর্ছনা।
তুমি আমি পাশাপাশি গাই হাতধরা গান
মনে কর আমি পৃথিবী তুমি করে সম্মান।
২| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
দীপঙ্কর বেরা বলেছেন: কম্পিউটারে somewhereblog কোন keyboard কাজ করছে। যা কিছু মোবাইলে করতে হয। আমার smartphone নেই। এ ব্যাপারে কারো সমাধান জানা থাকলে জানাবেন প্লিজ।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! ভালো লাগলো কবিতাটা।