নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!

I always tell the truth. Even whn I lie.

দিপ

এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !

দিপ › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সেরা ৫ টা হিন্দি ফিল্ম

২০ শে মে, ২০১১ সকাল ১১:৫৭

হিন্দি মুভি খুব কম দেখি। যাও দেখি তাও আবার খুব বাচবিচার করে দেখি। বন্ধুদের কাছ থেকে, গার্ল ফের্ন্ডের থেকে যথেষ্ঠ পরিমান ধারনা নিয়ে মুভিগুলো দেখা হয়েছে। কথাগুলো বলার কারন, আমার টপ ফাইভ দেখে হয়তো বলবেন যে>>>> মিয়া এই মুভি দেইখা এই অবস্থাতো এইডা দেখলে কি হইতো্‌,



তাই এই কথা বলিলাম>>>>>

নাম্বার<<<< ০১ >>>>> Swades (2004)

আমার রেটিং .।.।.। ৮.৮



শাহরুখ খান অভিনিত এই মুভিটির পরিচালক আশুতোশ গৈড়িকর। এই মহাজন অসম্ভব বিদ্বান। পরিচালনার দিকে এতোটা নজর ইন্ডিয়ার কেউ দেয় বলে মনে হয়না। যাহোক গ্রামো পরিবেশ খানিকটা আবেগি করে দেয়। এ এর রেহমানের গান মুভিটিকে আরো পরিস্ফুটো করেছে। শরুক খান মুভিটিকে আরো ফুটিয়ে তুলেছেন।। অসম্ভব ভালোলেগেছে মুভিটা।

নাম্বার<<<< ০২ >>>>> Lagaan (2001)

আমার রেটিংঃ ৮.৭





আমির খান হলো খান সম্রাজের রাজা। শুধু তাই নয় আমির কাছ থেকে যথেষ্ট অভিনয় শেখার আছে বলউডের অনেকের।উচিত। লাগান হলো ক্রিকেট নিয়ে কাহিনি। ব্রিটিশদের নিয়ে এই খেলে জমাতে এখানে ছিক ডিরেক্টর আশুতোশ গৈড়িকর আর মিউজিকে এ,আর রেহমান। মাথানষ্ট মুভি।

নাম্বার<<<< ০৩ >>>>> Kaminey (2009)



আমার রেটিংঃ ৮.৩



শাহেদ কাপুর অভিনিত এই মুভিটি আমাকে চমকে দিয়েছে। না শাহেদের সিক্সপ্যাক বডি দেখে না। অভিনয়।পিয়াঙ্কা চোপরাকে দেখে একবারো মনে হয়নি যে এ বলিঊড অভিনেত্রি। বস্তি বস্তি একটা ভাব বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলেছে নিজের ভিতরে। ভিশাল ভারোদ্বাজ নিজেই ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর।



নাম্বার<<<< ০৪ >>>>> Dev D (2009)

আমার রেটিংঃ ৭.৮



আধুনিক দেবদাসকে নিয়ে গড়ে উঠেছে এই কাহিনি। খুব চমকপ্রদ। আছে অভয় দেওল। শুরু থেকে তার অভিনয় আমার বেশ ভালো লাগে। এখানে সে তার যোগ্য প্রমান দিয়েছে.।



নাম্বার<<<< ০৫ >>>>> Dil Chahta Hai (2001)

আমার রেটিংঃ ৭.৮





এটাতেও আমির খান। সাথে রয়েছে খান্না ও সাইফ।তরুন ও প্রথম পরিচালক ফারহান আক্তার। মুভিটিকে যে শৈলী দিয়েছেন তা প্রশংসারযোগ্য।





প্রথম প্রকাশ এখানে

মুভি বিষয়ক আরো ১০টা পোষ্ট

মন্তব্য ৫৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১১ দুপুর ১২:১৩

নিশম বলেছেন: tare zameen par
3 IDIOTS
Raang De basanti

২০ শে মে, ২০১১ দুপুর ১:০৭

দিপ বলেছেন: tare zameen par এটা নকল।
3 IDIOTS কমেডি ছাড়া আর কিছুই মনে হয়নি।
Raang De basanti দেখেছিলাম, কিন্তু হল প্রিন্ট তাই হয়তো ভালো লাগেনি।
অরিজিনাল্কটা ডাউনলোদ দিলাম।

২| ২০ শে মে, ২০১১ দুপুর ১২:৪৬

শুভ রাত্রি বলেছেন: Raang De basanti
Raang De basanti
Raang De basanti
Raang De basanti
Raang De basanti

২০ শে মে, ২০১১ দুপুর ১:০৪

দিপ বলেছেন: Raang De basanti দেখেছিলাম, কিন্তু হল প্রিন্ট তাই হয়তো ভালো লাগেনি।
অরিজিনাল্কটা ডাউনলোদ দিলাম।

৩| ২০ শে মে, ২০১১ দুপুর ১২:৪৯

বীর_যোদ্ধা বলেছেন: :( বুঝলাম আপ্নে খুব একটা মুভি দেখেন না

২০ শে মে, ২০১১ দুপুর ১:০৩

দিপ বলেছেন: জি, হিন্দি মুভি বেশি দেখিনা।

তা আপনার লিস্টটা দেখি,
তাহলে নাহয় সেগুলো দেখে নিব

৪| ২০ শে মে, ২০১১ দুপুর ১:২৩

টিনটিন` বলেছেন: আমার কাছে এক নম্বর আসবে

১) কাভি হা কাভি না।

২) থ্রী ইডিয়টস।

৩) ডার।

২০ শে মে, ২০১১ দুপুর ১:৫৪

দিপ বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে মে, ২০১১ দুপুর ১:৩৫

তারিকুল ঐক্য বলেছেন: swades খুবই চমৎকার একটা ছবি। 'ইয়ে যো দেস হ্যায় তেরা..' গানটা শুনলে আমার এখনও মন খারাপ হয়ে যায়।


আমার কাছে অভিষেক এর guru খুব ভাল লেগেছে।

২০ শে মে, ২০১১ দুপুর ১:৫৬

দিপ বলেছেন: সহমত।
অবিষেকে এলার্জি আছে

৬| ২০ শে মে, ২০১১ দুপুর ১:৩৮

কবির চৌধুরী বলেছেন: ১. :-P
২. :-P
৩. :-P
৪. :-P
৫. :-P

২০ শে মে, ২০১১ দুপুর ১:৫৬

দিপ বলেছেন: মিয়াও

৭| ২০ শে মে, ২০১১ দুপুর ১:৪১

ফেলুদার চারমিনার বলেছেন: হিন্দী সিনেমা একদমই দেখি না।বছরে ২ টা কি ৩ টা। তবে আমার কাছে Raang De basanti বেস্ট লেগেছে।এরপরে যথাক্রমে Swades,Black, Dil Chahta Hai এবং Andaz Apna Apna।

২০ শে মে, ২০১১ দুপুর ১:৫৮

দিপ বলেছেন: Schindlers.List.1993 দারুচিনিতে আপলোড করেন

৮| ২০ শে মে, ২০১১ দুপুর ১:৫২

রাফি মাহমুদ বলেছেন: Dev D ছাড়া বাকি মুভিগুলো চমৎকার :)

২০ শে মে, ২০১১ দুপুর ১:৫৯

দিপ বলেছেন: তেরা ইমোশোনাল

৯| ২০ শে মে, ২০১১ দুপুর ২:০৪

মশিউর মামা বলেছেন: Jhankar Bits তাও দেখতে পারেন |

২০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৫

দিপ বলেছেন: সময় পেলে দেখে নিব

১০| ২০ শে মে, ২০১১ দুপুর ২:১৬

মশিউর মামা বলেছেন: তেরা ইমোশনাল অত্যাচার এর একটা adult ভার্সন আছে |

http://www.youtube.com/watch?v=kN7u0065ZgQ

ভালো না লাগলে কমেন্ট মুইছা দিয়েন |

২০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৪

দিপ বলেছেন: adult হয়ে তারপর দেখবো

১১| ২০ শে মে, ২০১১ বিকাল ৩:৪৪

অ্যাডলফ বলেছেন: আমির খানের সব মুভি ভাল পাই। হিন্দি মুভি শুধু ওর জন্যই দেখি।

২০ শে মে, ২০১১ বিকাল ৫:২৯

দিপ বলেছেন: পিক তো দিছেন একখান

১২| ২০ শে মে, ২০১১ বিকাল ৪:০৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: Dil Chahta Hai
Dil Chahta Hai
Dil Chahta Hai
Dil Chahta Hai
Dil Chahta Hai
Dil Chahta Hai
Dil Chahta Hai

.........আমার ফেবারিট............!!! :D :D :D :D

২০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৩

দিপ বলেছেন: Dil Chahta Ha

.........আমার ফেবারিট............!!! :D :D :D :D

১৩| ২০ শে মে, ২০১১ বিকাল ৫:১০

খাইছি ধরা বলেছেন: Rang De Basanti ১৯৪৮ সালের একটা মুভি All My Sons এর নকল

২০ শে মে, ২০১১ বিকাল ৫:২৭

দিপ বলেছেন: ধরাতো খাইলেননা খাওয়াই দিলেন

১৪| ২০ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:২১

নষ্ট কবি বলেছেন: :-B

১৫| ২০ শে মে, ২০১১ রাত ৯:৪৮

ছোট ভাই বলেছেন: থ্রি ইডিয়টস মুভিটা কেবল কমেডি মুভিই নয়। এটা শিক্ষামূলক মুভিও। আমি কখনও কমেডি মুভির মাঝে বাস্তবতা কিংবা শিক্ষা পাইনি যেটা থ্রি ইডিয়টস এ পেয়েছি।
স্বদেশ মুভিটা আমারও প্রিয়। কিন্তু এটা নাকি হিট খায় নি। কেন হিট করল না বুঝলাম না।
ডিল চাহতা হ্যায় মুভিটাও অনেক সুন্দর। :)

২০ শে মে, ২০১১ রাত ১০:১০

দিপ বলেছেন: আজবতো >>>>


থ্রি ইডিয়টস দিয়ে কি এমন শিখলেন????

থ্রি ইডিয়টসে পড়াশুনার স্টাইল, মন দিয়ে পড়া,বুঝে পড়া,টেনশন ছাড়া পড়া ,বন্ধুর পাশে দাঁড়ানো এসব কি মুভি দেখে শিখতে হবে?????

কথা হলো যারা বোঝার চেষ্টা করে তাদের অল্পতেই বোঝানো যায়। কিন্তু যারা বোঝার কোনো চেষ্টাটে কাজ হয়না। কিছুক্ষন পর তাল গাছসহ গ্রামটাই ছেড়ে দিতে হয়>>>>>>>


এগুলো যদি মুভি দেখে শিখতে হয় তাহলে বল্বো শাকিব খানের মুভিতেও অনেক কিছু শেখার আছে.।

বাই দ্যা ওয়ে আপনার কথার পরিপেক্ষিতে কথা বলেছি।।

উত্তর আশা করছি, ধারনাগত অমিল থাকতে পারে<<<

আলোচনা হিসেবে নিয়ে উত্তর দিবেন

১৬| ২০ শে মে, ২০১১ রাত ১০:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সাওয়াদেশ, লাগান, মুন্নাভাই, হেরাফেরী, দিল চাহতাহে, আরো অনেক.....................

২২ শে মে, ২০১১ রাত ১:২৩

দিপ বলেছেন: হিন্দি কম দেখি

১৭| ২০ শে মে, ২০১১ রাত ১০:২৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ওহ ওয়ান্টেড এর কথা বলতে ভুলে গেলাম।

২২ শে মে, ২০১১ রাত ১:২৫

দিপ বলেছেন: ওয়ান্টেড জালবা

১৮| ২০ শে মে, ২০১১ রাত ১১:১৮

অস্থির পোলাপাইন বলেছেন: ১। রান্গ দে বাসন্তি ২০০৬
২। ডেভ ডি ২০০৯
৩। উদান/ উড়ান ২০১০
৪। জানে তু ইয়া জানে না ২০০৮

২২ শে মে, ২০১১ রাত ১:৩৩

দিপ বলেছেন: উদান/ উড়ান ২০১০ ৮ নং এ আছে

১৯| ২২ শে মে, ২০১১ রাত ১২:৫০

ছোট ভাই বলেছেন: আচ্ছা ঠিক আছে, থ্রি ইডিয়টস নিয়ে পরে কথা বলা যাবে। এবার আসল কথায় আসি। আমার রেজাল্টও কয়েকদিন আগে বের হল। সুতরাং আমরা সমবয়সী। এখন কি আমরা ব্লগের বন্ধু হতে পারি? উত্তরের অপেক্ষায় রইলাম....... :) :)

২২ শে মে, ২০১১ রাত ১:৩৮

দিপ বলেছেন: হ্যা কেন নয়। এই ব্লগের অনেকে আমার ফ্রেন্ড।

ফেসবুক
Click This Link

২০| ২২ শে মে, ২০১১ রাত ১:৫২

ছোট ভাই বলেছেন: অনেক ধন্যবাদ :) :) :)

২২ শে মে, ২০১১ রাত ১:৫৬

দিপ বলেছেন: আপনাকেও

২১| ২২ শে মে, ২০১১ রাত ৩:৩২

ছোট ভাই বলেছেন: আবার আপনি করে বললা কেন? বন্ধুরা কি বন্ধুদেরকে আপনি করে বলে নাকি? :)

২২ শে মে, ২০১১ সকাল ১০:১৫

দিপ বলেছেন: কিরে শালা ফেসবুকে আয়। ব্লগ এই কাজ করলে ফয়সাল ভাই ঝাড়ি দিব

২২| ২২ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:০৯

ছোট ভাই বলেছেন: কেন ব্লগে কি সমস্যা? আর ফয়সাল ভাইকে তো চিনলাম না? :)

২৩| ২৪ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:১৪

মনুমনু বলেছেন: বড়া মুশকিল সে আয়া এ এটিটুট। আপ আপকা নকরি কাখিয়ে, মেয় মেরা এটিটুট রাখতা হু।

এই ডায়ালগ কে আমি অতি শিক্ষামুলক মনে করি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০১

দিপ বলেছেন: হা হাহ

২৪| ৩১ শে মে, ২০১১ সকাল ৭:২০

একলা চাঁদ বলেছেন: ৩ ইডিয়টস থেকে শেখার অনেক কিছু আছে । অনেক কিছু আমরা আগে জানতাম তবে ওই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউসন ছিল । ৩ ইডিয়টস দেখে তার একটা ভিজুয়াল ধারণা পেলাম । মনুমনু উপরে যা বললেন তাও একটা জিনিস । আরেকটা বলি " কামিয়াব হনে কে লিয়ে নেহি , কাবিল হনে কি লিয়ে পড়ো । আগার কাবিল হ গেয়া তো কামিয়াবি তো তুমহারা পিছে পিছে ভাগেগি " । এই কথা আর জেই হোক আমি আগে জানতাম নাহ । আর নিজের প্যাশন কেই নিজের পেশা করা উচিত এই কথা আমাকে কেও এত ভাল করে ভাবায় নি যেতটুকু এই ছবিটা ভাবিয়েছে । আর টেনশন দূর করার পদ্ধতিটা তো একদম ফার্স্ট ক্লাস , সব সময় কাজে দেয় " আল ইজ উয়েল " B-) B-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৭

দিপ বলেছেন: যাই হোক একলা চাঁদ, এটা যদি না জান ভাই তাইলেতো কিছু করার নাই।

ফরেষ্ট গাম্প দেখছো।

এন এডুকেশন।

সিনেমা অফ পারাদিশো।


যাই হোক এসবের সাথে যদিও ৩ ইডিয়টস তুলনা নেই তার পরেও বলিছি একটা কথা এটা খারাপ আমি কিন্তু তা বলিনি বলেছি আমার ভালো লাগেনি। যেহেতু থিমটা এমন সেখানে টেনে হেচরে এমন কমেডি বা আন সিরিয়াস করে ফেলাটা ভালো লাগেনি।

এরকম হাজার মুভি আছে যেগুলো সমাজ ও শিক্ষাকে হিট করে বের হয়েছে। বাট তারা পয়েন্ট টু পয়েন্ট হিট করেছে। এটা কিন্তু তা করেনি। অভিজিতের ৫.১ মাইলস পড়লে বুঝতে পারবা মুভিটি কতটা যঘন্ন ভাবে তৈরী করা হয়েছে।
পুরা মুভির স্ক্রিন প্লেতে যে চেঞ্জ আনা হয়েছে, তা অতিরিক্ত রকমের বারাবারি ছাড়া আর কিছু নয়।

যদিও আমি অভিজিতের ৫.১ মাইলস টা পড়িনি।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৬

মোস্তাক হাসান বলেছেন: দিপ ভাই, maximum comments এ আপনি বললেন যে হিন্দি movie কম দেখেন। তাইলে ৩ ইডিয়টস নিয়া এত ফাআল পারেন কান। ৩ ইডিয়টস movie বিষয় আপনার comments ই বইলা দেয় আপনার মুভি বিষয় experience.৩ ইডিয়টস feel করেন তারপর কতা কইতে আসেন। FYI, যেকোন record বিবাছনা করেন না কেন ৩ ইডিয়টস কিন্তু হিট ফিল্ম। এত মানুষ হুদাই একটা ফিল্ম দেকবে ভাল না হোলে। আপনাকে ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১১

দিপ বলেছেন: ধন্যবাদ মোস্তাক ভাই।
@@ maximum comments এ আপনি বললেন যে হিন্দি movie কম দেখেন। তাইলে ৩ ইডিয়টস নিয়া এত ফাআল পারেন কান@@@


হিন্দি মুভি কম দেখি বলে যে আমির খানের মুভি দেখি না এটা তো না। তার অভিনয় আমার বেশ ভালো লাগে। এবং বন্ধুদের চাপে এই মুভিটা দেখা।

@@@৩ ইডিয়টস movie বিষয় আপনার comments ই বইলা দেয় আপনার মুভি বিষয় experience.@@@

বেশ ভালো কথা।

@@@ ৩ ইডিয়টস feel করেন তারপর কতা কইতে আসেন। @@@

পরাশুনা আমরাও করি, সমাজকে আমরাও থাকি, আমি ভিনগ্রহি না। ফিল করাকরির কি আছে। আপনার কি আমাকে অন্ধ মনে হয়।

@@@FYI, যেকোন record বিবাছনা করেন না কেন ৩ ইডিয়টস কিন্তু হিট ফিল্ম। এত মানুষ হুদাই একটা ফিল্ম দেকবে ভাল না হোলে।@@

দেখা যাক record কি বলে, ৩ ইডিয়টস এর থেকে ডাবাং বেশি অর্থ উপার্জন করছে, এবং তিস মার খান খুব জোরে এগোলেও ক্রস করতে পারেনি, ৩ ইডিয়টস এর কাছাকাছি ছিল। ইন্ড্যার সব থেকে হিট হলো দিল ওয়ালে দুলহানিয়া।

বাংলাদেশে মনপুরার থেকে ও ডিপজনের চাচ্চু সব থেকে হিট, টানা দেড় বছর সিনেমা হলে একচেটিয়া ব্যাবসা করছে।

হিটের সাথে মুভি ভালো হবার কোনো কারন দেখি না।

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৯

হাসান মাহবুব বলেছেন: হিন্দি মুভি একেবারেই দেখা হয়না। দুই বছর আগে লাস্ট দেখসিলাম a Wednesday. দারুণ একটা থ্রিলার। দেখতে পারেন। বোম্বে বয়েজ নামক একটা রেয়ার মুভি আছে। অনেকটা ব্ল্যাক কমেডি টাইপ। অন্যরকম। খুব ভালো লাগসিলো। রকফোর্ড আর ইকবাল ভালো লাগসিলো তারে জমিন পার ও ভালো।

থ্রি ইডিয়টস অর্ধেক দেখে আর উৎসাহ পাইনাই দেখার। আপনার সাথে একমত।

ওহ, মুন্না ভাই সিরিজের ছবিগুলো ভালো লাগসে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৮

দিপ বলেছেন: ধন্যবাদ আপনাকে। a Wednesday. অসাধারন ফিল্ম ,। নাসিরুদ্দিন ছিলো দেখার মতো।

বর্ন সিরিজের কাছাকাছি পর্যায়ের থ্রিলিং পেয়েছি।

বোম্বে বয়েজ দেখিনি দেখতে হবে।

ইকবাল ও বেশ ভালো লেগেছে। বেশী ভালো ছিল লাগান।

তারে জমিন পার জামিন পারো বেশ ভালো।


মুন্না ভাই সিরিজের কার্যপদ্ধিতিটা ভালো লেগেছে।

থ্রি ইডিয়টস এর ক্ষেত্রে একমত না হয়ে উপায় আছে।

২৭| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪১

রোদঁশী বলেছেন: page 3 দেখেন ভালো লাগবে।
আর rang de bashanti নকল হোক আর যাই হোক মুভিটা সত্যিই জোস।
dor (২০০৬ এর মুভি) ও বেশ ভালো।

২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫১

দিপ বলেছেন: rang de bashanti জোশ আমার কাছেও।

কিন্তু সেরা ৫ এ আসছে না।

আসলে আগে অরিজিনালটা দেখলে পরে যত ভালই হোক না কেন তা আর ভালো লাগেনা

২৮| ১৯ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৫

বায়স বলেছেন: water দেখেছেন ভাইয়া ? আমি পুরো দেখতে পারি নি । সেই সময় মেয়েদের জন আব্রাহাম ক্রেজ এ মেজাজ খারাপ হতো । এই ছবিতে অভিনয়ের চেষ্টা করার জন্য তার নাম গুডবুকে লিখেছি । লিসা রে এক কথায় অসাধারণ - বেচারীর ক্যান্সার ওর অভিনয় প্রতিভার অবিচার করলো । শাবানা আজমী এবং কাহিনী চিত্রনাট্যের ব্যাপারে আমার কিছু বলা মানায় না । অথচ এই ছবি টা তৈরী করার জন্য এত বড় ভারতের মাটিতে ঠাঁই হয়নি এদের ! শ্রীলঙ্কা যেতে হয়েছে । :-&
আর সর্বশেষ েখে াথায় গেঁথে গিয়েছে C kompany আর Aloo chat . দু'টোই ওদের গ্রেডিং এ c class . কিন্তু আলু চাটের মূল ভাবনা টা বেশ ভাল লেগেছে । বলিউডের এতো নকলের ভী ড়ে - এই গুলো অথেনটিক কী না - বুঝতে পারছি না

১৯ শে জুলাই, ২০১২ রাত ৯:৪০

দিপ বলেছেন: এই পোষ্ট দেবার অনেক পরে দেখেছি। অসাধারন ফিল্ম

২৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

ডানামনি বলেছেন: পোস্ট যদিও অনেক আগের তাও লিখছি।

Special 26 টা দেখতে পারেন। নকল কিনা জানিনা। নতুন মুভি। অনেক ফাক আছে , হিন্দি মুভির চিরাচরিত দোষ ও আছে। তারপরও ভাল লেগেছে।

আরেকটা Uddan.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.