নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!

I always tell the truth. Even whn I lie.

দিপ

এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !

দিপ › বিস্তারিত পোস্টঃ

শাকিব খান- জীবন বিত্তান্ত, আজকের নায়ক ও তার প্রোফাইল। মাষ্ট সি

১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৭

[ পোষ্টটা অবশ্যই বিতর্কিত একটা পোষ্ট। সবাইকে বলছি এই পোষ্ট পড়ার আগে বা পরে সতজিত রায়ের নায়ক মুভিটা দেখবেন ]





আমার এক কথা ইন্ড্রাটি কার ?



আপনার ?



আমার ?



না... আমাদের কারো না।



ইন্ড্রাটি তাদের যারা নিয়মিত হলে যান। যাদের এক টাকা বেশি দিতে গিয়ে আমরা থাপ্পর মারি। যারা পাডেলের পর পাডেল মেরে সেই টাকা দিয়ে ইন্ড্রাটি টিকিয়ে রেখেছে। যেহেতু তারা সংখ্যায় বেশি এবং আপনার আমার থেকে তাদের অভিজ্ঞতা বেশি সেহেতু তারাই ইন্ড্রাটি । আর তারা যা বলবে সেটাই হবে কথা। কথার কথা না। সত্য কথা।



রায়ের নায়ক মুভিটা দেখলেই বুঝবেন একজন নায়ক কেন ইচ্ছা করলেই অনেক সিধান্ত নিতে পারেননা। তাদের একটা লাইফ আছে। এটুকু মনে রাখা ভাল সাকিব আছে তাই ইন্ড্রাটি আছে। আর ইন্ড্রাটি বা সাকিব কেউ যদি না থাকতো তাহলে মনপুরা, গেরিলার সৃষ্টি অধরাতেই থেকে যেত।



নুন্যতম কিছু সম্মান আমরা যেমন পেতে চাইবো। তেমন দিতেও শিখবো আশাকরি









শাকিব খানএকজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। শাকিব খান ঢালিউডে পদার্পণ করেন রফিকুল ইসলামের 'সবাই তো সুখী হতে চায়' ছবির মাধ্যমে। তিনি তিনি শাকিব খান নামে আবির্ভূত হন সোহানুর রহমান সোহানের 'অনন্ত ভালোবাসা' ছবির মাধ্যমে।



শাকিব খান জন্ম গ্রহণ করেন ঢাকায় একটি মুসলিম পরিবারে । তাঁর বাবা ছিলেন একজন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং মাতা একজন গৃহিণী। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা হলেন একমাত্ বোন মণি । শাকিব খান এর ইচ্ছে প্রসঙ্গে বলেন, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। কারণ আমি সাইন্সের ছাত্র ছিলাম। সব সময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও। কিন্তু এইচএসসি পরীৰা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল। বলা চলে মনের অজানত্মেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে।



নাম তার মাসুদ রানা। নামের প্রভাবেই কী না কে জানে, ক্লাস নাইনে থাকতে মার্শাল আর্টের ভক্ত হয়ে পরে ছেলেটি। নারায়ণগঞ্জে বাড়ির পাশে কেল্লার মাঠে মার্শাল আর্টে ভর্তিও হয়ে যায়। সরকারি চাকুরে বাবা মায়ের একমাত্র আদুরে সন্তানের চলে স্বপ্নের মত যাত্রা। কিন্তু এসএসসির পর কিছু বন্ধুকে ভালো নাচতে দেখে নিজেও উৎসাহী হন নাচে। ভাগ্যদেবী তখন থেকেই যেন হাসতে শুরু করেন। খুঁজতে খুঁজতে নাচের ক্লাস। শিক্ষক আজিজ রেজা। তার আদর স্নেহ। একদিন এফডিসি। গেট থেকে ঝর্ণা স্পট পর্যন্ত যেতেই একজন আলোকচিত্রী বলেন, আপনি ফিল্ম করবেন? আপনার কিছু ছবি তুলি। ছবি তোলা হয়। এরই মাঝে সুদর্শন তরুণটির দিকে নজর পড়ে একজন পরিচালকের। এমনি করেই ঢালিউডের বর্তমান সুপারস্টার শাকিব খানের চলচ্চিত্র জীবনের বীজ বপন হয়ে যায়। আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম ছবি ‘সবাইতো সুখি হতে চায়’। এ ছবির শুটিং শেষ না হতেই তার সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচাললক প্রযোজকদের মাঝে। সবাই বলাবলি করে, ছেলেটি ভালো ফাইট করে। নাচে দুর্দান্ত, দেখতে সুন্দর আর দেখিয়ে দিলো ভালো অভিনয় করে। এটা ১৯৯৯ সালের কথা। শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ ছবির মাধ্যমে।[৩] ছবিতে তার নাম ছিল ‘মশাল’। ছবি হিসেবে ‘অনন্ত ভালবাসা’ খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। আজ শাকিব খান চলচ্চিত্রের ওয়ান এন্ড অনলি নায়ক। পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন ক্যারিশমায়। দেখতে দেখতে তিনি ২৮শে মে ২০১১ সালে অভিনয়ের একযুগ পূর্ণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন চলচ্চিত্র 'শিল্পী সমিতির' নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে।



শাকিব খান একমাত্র অভিনেতা, যার আয়কে আন্তর্জাতিক মানে বিচার করা যায়। ছবিপ্রতি তিনি সম্মানী নেন ৩৫ লাখ টাকার বেশি। সে হিসাবে তার প্রতিদিন গড় আয় ১ লাখ ৪৬ হাজার টাকার বেশি। অর্থাত্ খান সাহেবের প্রতি সেকেন্ডের মূল্য এখন ১ টাকা ৭০ পয়সার অধিক। সিনেমার নায়ক হতে চটি ক্ষয় করার যে প্রবাদ প্রচলিত রয়েছে-তা শাকিব খানের ক্ষেত্রে কাহিনী নয়, বাস্তব। অভিনেতার ভাষায়, ‘অনেক কষ্ট করে আজ আমি এ অবস্থানে এসেছি।



শাকিব খানের পুরষ্কারসমুহঃ



মেরিল প্রথম আলো পুরষ্কার



মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৬

বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৭

বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৮

মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৯

বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০১০



সি জে এফ বি পুরষ্কার



বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৮

বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৯



ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড



বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০১১



লাক্স চ্যানেল আই পারফর্মেন্স পূরস্কার



মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৬ (সমালোচক)

মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৬

বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৮

বি সি আর এ পুরষ্কার



বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৯



বিশেষ পুরষ্কার



বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৮



একতা পুরস্কার



মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৫



ঢালিউড চলচ্চিত্র ও সঙ্গীত পূরস্কার



বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৯



বিনোদন বিচিত্রা পুরস্কার



বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০১০



তার উল্লেখযোগ্য কিছু সিনেমাঃ



অনন্ত ভালোবাসা

সবাইতো সুখি হতে চায়

স্বপ্নের বাসর

আমার স্বপ্ন তুমি

চাচ্চু

কোটি টাকার কাবিন

দাদীমা

বাধা

সুভা

পিতার আসন

আমার প্রানের স্বামী

প্রিয়া আমার প্রিয়া

ডাক্তার বাড়ি

আমার জান আমার প্রাণ

তুমি স্বপ্ন তুমি সাধনা

১ টাকার বউ

মনে প্রাণে আছ তুমি

তুই যদি আমার হইতিরে

মনে বড় কষ্ট

আমার প্রাণের প্রিয়া

ভালোবাসার লাল গোলাপ

জান আমার জান

সবার উপরে তুমি

সাহেব নামের গোলাম

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না

প্রেমে পড়েছি

নাম্বার ওয়ান শাকিব খান

নিঃশ্বাস আমার তুমি

চাচ্চু আমার চাচ্চু

টপ হিরো

বলোনা তুমি আমার

পরান যায় জ্বলিয়া রে

হায় প্রেম হায় ভালোবাসা

প্রেম মানে না বাধা

মনের জ্বালা

মাটির ঠিকানা

কোটি টাকার প্রেম

তোর কারণে বেঁচে আছি

টাইগার নাম্বার ওয়ান

দেবদাস

এইতো প্রেম

কিং খান

ডন

বস নাম্বার ওয়ান





ফেসবুকে আলাপন নামের একটা ফেসবুক গ্রুপ খুলেছি।



গান,কবিতা,সাহিত্যের আলোচনার জন্য। দলে দলে যোগ দাও।





আলাপন_ ফেসবুক



মন্তব্য ১৪১ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৪১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৫

দিপ বলেছেন: চরম একটা পোষ্ট দিলাম।

তাইনা সকলের জানা উচিত

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৫

দিপ বলেছেন: ভালো করছো।

এবার রেডি হয় !!!!!


মাথা খাটিয়ে কমেন্ট করবা।

কেউ রেগে গেলে তাকে তেল দিবা।

আসন্ন বিপদ সামনে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৬

উণ্মাদ তন্ময় বলেছেন: লাম্বার উয়ান, চাকিব কান =p~ =p~ =p~

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৩

দিপ বলেছেন: সে তার প্রতিভা দেখায় অভিনয়ে। আপনি দেখেন সার্চ ইঞ্জিন কাজে লাগিয়ে।

২ জনকেই সম্মান

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৭

হতভাগার পথ বলেছেন: শাকিব খান...একটা...হিজড়া....!!কেমনে না্য়ক হইসে আল্লাহই জানে!!!

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৪

দিপ বলেছেন: আল্লাহ সব জানে

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০

নাঈম আহমেদ বলেছেন:

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৪

দিপ বলেছেন: আপনি ফটোশপে উন্নতি করুন !!!!!!!!!

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২২

ডাইস বলেছেন: তার লিঙ্গ কি? উই মাস্ট নো

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৯

দিপ বলেছেন: ধুত মিয়া,

খালি আপনি জানেন, আমরা কেউ জানিনা।

কোথাও জানিনা, কোন ফিল্মে শাকিবের চেন খোলা ছিল।

তাইলে আপনে কেমনে দেখলেন ?

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২২

নাঈম আহমেদ বলেছেন:

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৮

দিপ বলেছেন: No. Shakib Khan
কথাটা বাংলায় লেখুন। বাংলা ফিল্ম দেখুন

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪

আহমাদ জাদীদ বলেছেন: পুরো পোস্টটা পড়ে মন্তব্য করুন

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৯

দিপ বলেছেন: পরে করুম

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪

একাকী বালক বলেছেন: হতভাগার পথ বলেছেন: শাকিব খান...একটা...হিজড়া....!!কেমনে না্য়ক হইসে আল্লাহই জানে!!!


>>> ভাইজান আপনে এত বড় সুপুরুষ, আপনি একটু নায়ক হন। আমরা আম জনতা তালিয়া বাজাই।


সাকিব খান হোক আর আমাদের যেই নায়কই হোক ব্লগে সবাই এমন ফাল পাড়ে তারে নিয়া যানি তারা সব হলিউডের নায়ক টম ত্রুজ।

এই ইস্যু নিয়া সবসময় মেজাজ খারাপ হয়। এই বেচারা তাও আমাদের গর্মেন্টস শ্রমিকদের বিনোদন দিতেছে। কয়েকদিন পর শাখরুখদের ছবি আইলে তো এখন যারা ফাল পাড়তেছে তারাই গিয়া হেগো দেখব।

আমাদের সবসময়ই কেন যেন নিজেগো কিছু বাদ দিয়া অন্যগো জিনিস চরম ভাল লাগে, হোক সে নায়ক কি গায়ক।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৪

দিপ বলেছেন: পুরোপুরি একমত।

শাহরুখ " শালা " বললে সেটা হচ্ছে সম্মান প্রদর্শন।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৫

দস্যু রত্নাকর বলেছেন: পোস্ট স্টিকি করা হোক । নাম্বার ওয়ান হিজড়াকে সবার সামনে তুলে ধরা উচিত

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৬

দিপ বলেছেন: জি, জি।। আবেদন করুন

আমি ইংলিশে কাচা।

পারলে কেউ ইংলিশে অনুবাদ করুন।

পরে টাইমস এ প্রকাশ করুন।

সামুতে স্টিকি করুন।

আমাদের ইন্ড্রাস্ট্রি কয়েকজন চিনুক।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭

ব্লুম্যাজিক বলেছেন: GanDu The Loser---->Sakib The King Of Hijra! ডাইস বলেছেন: তার লিঙ্গ কি? উই মাস্ট নো..

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৬

দিপ বলেছেন: ধুত মিয়া,

খালি আপনি জানেন, আমরা কেউ জানিনা।

কোথাও জানিনা, কোন ফিল্মে শাকিবের চেন খোলা ছিল।

তাইলে আপনে কেমনে দেখলেন ?

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩১

একাকী বালক বলেছেন: পোষ্ট প্লাস। সাকিব খানকে স্যালুট।

আমাদের খেটে খাওয়া রিকশাওয়ালা, আমাদের গার্মেন্টস শ্রমিক সেলাই দিদিমনিদের ( যাদের কামাই করা বিদেশী অর্থের জোড়ে হতভাগার পথ এর মত ভাইরা গাড়িতে উইঠা ফটু তোলে ) জন্য অনন্ত কিছু বিনোদন দেওয়া। এদের হলে গিয়ে ছবি দেখা ছাড়া আর কোন বিনোদন নাই।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৮

দিপ বলেছেন: একমত।

বিনোদন খুব দরকার।

বিনোদন থাকলে মন ভালো থাকে।

যখন মানুষ বিনোদন না পায়, তখন ছুটে যায়, ছাদের নিচে। বেড়ে যায় যৌনতা, বেড়ে যায় ড্রাগ।

বিনোদন খুব দরকার।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

সপ্নভুক বলেছেন: আজকে এক সিনেমা হলে কলকাতার বাংলা ছবি "জোর " পোস্টার দেখলাম। এইসব কলকাতার ছবির সাথে আমাদের দেশের ছবি টিকাতে হলে সাকিব খানের ছবি দেখতে হবে। নাইলে দুই দিন পরে আমাদের বাংলা ছবি হারিয়ে যাবে।সাকিবের ছবি বিরক্তিকর হলেও দেশের জন্য তার ছবির টিকিট কাটতে হবে।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৯

দিপ বলেছেন: আমাদের মত শিক্ষিত মানুষ ফিল্ম দেখলে ফিল্মের স্টাইল এমনিতেই ভালো হবে।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

আমি তুমি আমরা বলেছেন: লাম্বার উয়ান, চাকিব কান =p~ =p~ =p~

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৭

মাসুদ০১৯১ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক :-B :D :D :D :D :P

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৯

দিপ বলেছেন: জি, জি।। আবেদন করুন

আমি ইংলিশে কাচা।

পারলে কেউ ইংলিশে অনুবাদ করুন।

পরে টাইমস এ প্রকাশ করুন।

সামুতে স্টিকি করুন।

আমাদের ইন্ড্রাস্ট্রি কয়েকজন চিনুক।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪১

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++

জয় এফডিসি, জয় শাকিব খান।

দারুন পোস্ট দিয়েছেন দীপ।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩০

দিপ বলেছেন: ধন্যবাদ

আপনার রক্তের গ্রুপ কি ?

বি পজেটিভ

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪২

অনিক আহসান বলেছেন: undefined মাসুদ০১৯১ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩০

দিপ বলেছেন: জি, জি।। আবেদন করুন

আমি ইংলিশে কাচা।

পারলে কেউ ইংলিশে অনুবাদ করুন।

পরে টাইমস এ প্রকাশ করুন।

সামুতে স্টিকি করুন।

আমাদের ইন্ড্রাস্ট্রি কয়েকজন চিনুক।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

অণুজীব বলেছেন: পোস্ট স্টিকি করা হোক । নাম্বার ওয়ান হিজড়াকে সবার সামনে তুলে ধরা উচিত

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩০

দিপ বলেছেন: জি, জি।। আবেদন করুন

আমি ইংলিশে কাচা।

পারলে কেউ ইংলিশে অনুবাদ করুন।

পরে টাইমস এ প্রকাশ করুন।

সামুতে স্টিকি করুন।

আমাদের ইন্ড্রাস্ট্রি কয়েকজন চিনুক।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২

রাজসোহান বলেছেন: কিন্তু অপু বিশ্বাসের কাছে শাকিব খানের রেপ হওয়াটা বড় পীড়া দেয় :(

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩০

দিপ বলেছেন: রাজসোহান ভাই !!!!!!!!!!!!!!!

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২

বৈকুন্ঠ বলেছেন: এইডা আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানিনা তবে হাচা কতা হৈল এই যে জুনাব শাকিব খানের কোন ফিল্মই আমি দেখিনাই। ফিলিম জগতের বাতচিত নিয়া যেইসব পত্রপত্রিকা বাইরয় আমি সেইগুলাও পড়িনা। আমগো দেশে যে শাকিব খান নামে একজন অভিনেতা আছে হেইডা জান্বার পার্ছি এই সামু মার্ফত। ফডু দেইখ্যাতো লোক্টারে হিজরা বৈলা মনে হয়না, তারপরেও বেডারে হিজরা ডাকতাসে ক্যান সবাই হেইডা যারা ডাকতাসে তারাই জানে। আমার ধারনা - বাংলাদেশের পুলাপাইন ইট্টু ভদ্রগোছের শান্তশিষ্ট টাইপ কেউরে পাইলেই হিজরা বা হাফলেডিস ডাকা শুরু করে। পুলাপাইনের মনেকরে, ঠ্যাং চ্যাগায়া শার্টের বুতাম খুইল্যা, মাইয়াগো ইশকুলের সামনে খাড়ায়া বিড়ি ফুকতে ফুকতে খিস্তি খেউড় করাডাই পুরুষত্বের লক্ষন। ব্যাপারডা জানতে পাইরাই মনে হয় বলিউডের শাররুক্ষান আমগো দেশে আহনের আগেই বাংলা গালিগালাজ শিখ্যা লৈসে। হে যেমতে সবাইরে শালা ডাকলো আর মাইনষেরে লাত্থিগুতা দিল তা দেইখ্যা ইতর বাংগালী শার্রুখের দিকে সসম্ভ্রমে তাকাইল, আর কৈল, বেডার চাক্কা এক্কান!!! কথায় বলে, যেমুন কুত্তা তেমুন পাত্থর

মুদ্দা কথা ---- শাকিব তুমি শার্রুখরে কাছ থেইকা শিখ

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩

দিপ বলেছেন: এইডা আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানিনা তবে হাচা কতা হৈল এই যে জুনাব শাকিব খানের কোন ফিল্মই আমি দেখিনাই।



শাকিব তুমি শার্রুখরে কাছ থেইকা শিখ

কেমনে মা মা মা মা দা দা দা দ র চো চো চো

চোর আইছে কইতে হয় !!!!

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

বিরোধী দল বলেছেন: অণুজীব বলেছেন: পোস্ট স্টিকি করা হোক । নাম্বার ওয়ান হিজড়াকে সবার সামনে তুলে ধরা উচিত

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩

দিপ বলেছেন: জি, জি।। আবেদন করুন

আমি ইংলিশে কাচা।

পারলে কেউ ইংলিশে অনুবাদ করুন।

পরে টাইমস এ প্রকাশ করুন।

সামুতে স্টিকি করুন।

আমাদের ইন্ড্রাস্ট্রি কয়েকজন চিনুক।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৪

হাসান মাহবুব বলেছেন: শাকিব খানের পুরোনো কথা জেনে ভালো লাগলো। নাইস পোস্ট দিপ।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৪

দিপ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

কষ্ট করছে বেডায়।

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০

মোঃ আব্দুস সালাম বলেছেন: যদিওবা আমি বানিজ্যিক বাংলা ছবি দেখিনা (মানে দেখতে ভাল লাগেনা আরকি। একই কাহিনীতো।) তারপও আমি মনে করি যে শাকিব খান অবশ্যই ভাল। তা আমার ভাল লাগুক বা না লাগুক। কারন মানুষ তাকে হিজরা বললেও সেই বর্তমানে একমাত্র নায়ক। তার উপর নির্ভর করেই বর্তমানে সব হল শ্রমিকের জীবন চলে। আমাদের খেটে খাওয়া মানুষদের বিনোদনের একমাত্র মাধ্যমও একমাত্র তিনি। তাকে বাদ দিয়ে বর্তমান বাংলা চলচিত্র কল্পনা করা যায়না। তাই যারা তাকে হিজরা বলেন, তাদেরকে বলছি শাকিব খানকে আপনার ভাল নাও লাগতে পারে কিন্তু তাকে হিজরা বলার অধিকার আপনার নেই সে যা করেছে আপনি যদি তার থেকে ভাল কিছু করতে পারেন তারপর তাকে বলতে পারেন। কিন্তু নিজে কিছু করতে না পেরে অন্যকে গালাগাল করে নিজের দুর্বলতা ঢাকার চেষ্ঠা করার কোন মানে হয়না।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৫

দিপ বলেছেন: ভাবেন তো গত ৫ বছরে সাকিব খানের ১২৪ টা মুভি রিলিজ না করে যদি আলেকজেন্ডার বো, অমিত হাসানের মুভি রিলিজ করতো, তাইলে ঘটনা কি হইতো।

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০

মেহদী১০ বলেছেন: ছাবিক পোস্ট মানেই হিট ।
যাই হোক পোলাটার সব কিছুতে বেশি বেশির কারনে হিজরা উপাধি পাইছে ।
তবে তার ইনকাম শুনে একটু আশ্চার্য হলাম বৈকি ।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৬

দিপ বলেছেন: এটা আগের ডাটা।

বর্তমান্টার রেফারেন্স নাই তাই বললাম না

শুনেছি এই ঈদে ৬০ লাখ নিচ্ছে এক ফিল্মে

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

নিশাচর ভবঘুরে বলেছেন: স্টিকি করা হোক।
জানার আছে অনেক কিছু।

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৬

নাজমুল হক রাসেল বলেছেন: হিজড়া হোক আর লেডি বয় হোক আর মহিলাই হোক এই এক লোক একাই বাংলা ছিনেমার এক্মাত্র নায়ক। পুরা ইন্ডাস্ট্রি টাঞ্ছে গত কয়েক বছর। সেলাম পাইবার যোগ্য।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৬

দিপ বলেছেন: ধন্যবাদ।

আপনার রক্তের গ্রুপ ও বি পজেটিভ/

তাই না ?

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩১

আশিকুর রহমান অমিত বলেছেন: শাকিব খান কে আরও জানতে হলে আমার এই পোষ্ট পড়তে পারেন শাকিব খান কাহিনী

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৮

দিপ বলেছেন: অমিত এটা রজনীকান্ত কে নিয়ে লেখা একটা পোষ্টের বাংলা করন।

ভাই রজনিকান্তের জায়গায় সাকিব লাগাইলেন।

রজনীকান্তকে সম্মান দিলেন।

সাকিব কে কেন নয় ?

জানতে পারি কি ?

২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

রেজোওয়ানা বলেছেন: ভাল পোস্ট :)

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৯

দিপ বলেছেন: আপনিও দেখি বি পজেটিভ

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

শিপু ভাই বলেছেন: ++++++++

জয় এফডিসি, জয় শাকিব খান।

দারুন পোস্ট দিয়েছেন দীপ।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪০

দিপ বলেছেন: আপনিও বি পজেটিভ

যাহ বুকে একটু সাহস বাড়ছে।

সোহান ভাই ছাড়া আমার সব প্রিয় ব্লগাররা বি পজেটিভ।

যদিও সোহান ভাইইয়ের কমেন্ট রহস্যে ভরা

২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

সাকিন উল আলম ইভান বলেছেন: পোষ্ট তো ভালোই হইসে , প্লাস দিলাম :D

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪০

দিপ বলেছেন: তুমিও পজেটিভ

৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫০

আলো চাই বলেছেন: Bhaire, eto somalochona korchhen kn? Desh k valobeshe desher film dekhben.Film industry bachiye rakhben. Hizra na bole 1ta film kore dekhan.Bangali sovab khali somalochona.

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪১

দিপ বলেছেন: াপনিও ।।

যেটা সব থেকে সত্যি কথা তা হলো আমাদের মনে কিছু আলো চাই

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

দারাশিকো বলেছেন: দীপ - সত্যি বলতে কি এই পোস্টা দিয়ে আপনি যে কি দারুন একটা কাজ করেছেন আমি ভাষা খুজে পাচ্ছি না। দুরুদুরু বুকে ঢুকেছিলাম - ভেবেছিলাম ফান কিছু করবেন। ভাগ্যিস, আপনাকে না-বোধক কথা বলতে কষ্ট লাগতো।

শাকিব খান-কে হিজড়া বলে কি পরিমান নাক কুচকানো হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। একাকী বালকের কমেন্টগুলোর প্রতি শ্রদ্ধা।

এই একটা মানুষ কি পরিমান জায়গা দখল করে আছে তার সিনেমার দর্শকদের তার কিছু আইডিয়া আমি পেয়েছি কথা বলে। যে মানুষগুলোর কাছে শাকিব কান হিজড়া সেই মানুষগুলো তাদের পুরুষালি চেহাড়া আর কাজকর্ম নিয়ে এসে দাড়াক, দেখা যাক সিনেমা ইন্ডাস্ট্রিতে কি ভূমিকা রাখতে পারে। এদের এক্সপেক্টেশন দেখলে হাসি পায় :(

শেয়ার দিলাম এই পোস্টা - স্যালুট শাকিব খান, স্যালুট দিপ :)

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২

দিপ বলেছেন: ধন্যবাদ।

আপনি আমার মুভি অভিজ্ঞতার একমাত্র শিক্ষক।

আপনি বি পজেটিভ, জেনে খুব ভালো লাগছে।

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৯

গোধূলী বেলায়.. বলেছেন: আমরা পারি শুধু অন্যের দোষ বের করতে।হলিউড-বলিউড এর দর্শক বাংলাদেশে কত শতাংশ ??কত জনই বা বিনোদনের জন্য ফেইস বুক বা ব্লগে আসেন ,সবই ত ওই খেটে খাওয়া শ্রমিক ,ভদ্রলোকের !! ভাষায় আনসিভিলাইজড ।এদের কে নিরবিচ্ছিন্ন ভাবে আনন্দ দিয়ে যাওয়ার জন্য শাকিব কি সাধুবাদ দেওয়া যায় না??

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২

দিপ বলেছেন: অবশ্যই।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৯

ঘুমরাজ বলেছেন: ++++++++++

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২

দিপ বলেছেন: বি পজেটিভ

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:১০

নাজিম রেজা বলেছেন: রাজসোহান বলেছেন: কিন্তু অপু বিশ্বাসের কাছে শাকিব খানের রেপ হওয়াটা বড় পীড়া দেয়

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩

দিপ বলেছেন:
সোহান ভাই ছাড়া আমার সব প্রিয় ব্লগাররা বি পজেটিভ।

যদিও সোহান ভাইইয়ের কমেন্ট রহস্যে ভরা

৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২২

জাতির নানা বলেছেন: তাইনের কি শাদি হইছে ???

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৪

দিপ বলেছেন: না।

৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৮

বিতর্কিত বিতার্কিক বলেছেন:
সিনেমার দর্শক হিসেবে মধ্যবিত্তরা হলে অনুপস্থিত ৯০ এর দশক থেকে ।
আর সেই অনুপস্থিতি দীর্ঘায়িত করার জন্য প্রযোজক , পরিচালকদের পাশাপাশি কোন অভিনেতার কৃতিত্ব থাকে সে শাকিব খান ।
শাকিব খানএর নিজস্ব কিছু দর্শক অবশ্যই আছে যার কারনে সিনেমা হিট হয়, কিন্তু এর বাইরে সে আর কাওকে যে স্পর্শ করতে পারেনাই এই পোস্টের অনেক কমেন্ট তাই প্রমান করে ।
ব্যক্তিগত ভাবে আমি খান সাহেব কে পছন্দ করিনা ।
খান সাহেবের এই ইউ টিউব ভিডিও দেখে আমার হাসি থামাতে পারি না ।
কেও হাসতে চাইলে ক্লিক করুন

পোস্ট ভালো হয়েছে ।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৪

দিপ বলেছেন: আপনি এ বি পজেটিভ

৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৯

কাউসার রুশো বলেছেন: কোপাকোপি পোস্ট!!!!!!!!!!!!!!
+++++++++++++++++++

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৪

দিপ বলেছেন: বি পজেটিভ

৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:০০

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোষ্ট++++++ এবং ভাল লাগা


বাংলার সিনেমা শিল্পকে টিকিয়ে রেখেছে যে তাকে আমার স্যালুট !!

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৫

দিপ বলেছেন: আবার বি পজেটিভ।

আমি গড় করবো ...।

বাংলার সিনেমা শিল্পকে টিকিয়ে রেখেছে যে তাকে আমার স্যালুট !!

একটা শিল্প টিকিয়ে রাখা যে কি জিনিষ, তা মনে হয় আর কেউই জানবে না কর্তা ছাড়া

৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৯

নষ্ট কবি বলেছেন: বেশ কিছু দিন আগে গুলশানের একটা বাসা থেকে সাকিব খান কে বের করে দেয়া হয়। কারন ছিল নায়িকা দের কে নিয়ে ভাড়া করা এপার্টমেন্টে নাচ গান ফুর্তি করা।

নায়িকারা অর পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে- বিছানা পর্যন্ত এই লাইন চলে যায়।

আমার কথা না- সাকিব এর পাশের ফ্লাটের একজন বাসিন্দার কথা।


এই সব নায়ক দের কিনবা নায়িকা দের কিছু বলার নাই- সব শালা নষ্ট X( X(

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৭

দিপ বলেছেন: রাজিব ভাই আপনি আমার বাসার পাশে এসে প্রতিবেশিকে জিজ্ঞেস করেন, আমার সম্নধে,

দেখেন কি বলে ????

আমার দুইটা সমবয়সী কাজিন আমার সাথে থাকে ?

বুঝতে পারছেন কি বলবে ?

কিন্তু ভিতরের খবর আমি জানি ...

৪০| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৯

সিলেটি জামান বলেছেন: আমরা যারা বড় বড় কথা বলি তারা বেশীর ভাগ লোকই ইংলিশ এবং হিন্দি ফিল্ম দেখি। তারপর ব্লগে এসে হিন্দি ফিল্ম এর বিরুদ্ধে কথা বলি এবং দেশী নায়ককে হিন্দি বা ইংলিশ ফিল্ম এর নায়ক এর সাথে তুলনা করি।

এই মুহুর্তে বাংলাদেশের ফিল্ম ইন্ড্রাস্টির জন্য সাকিব খানের কোন বিকল্প নেই। সাকিব খান এর যারা ফ্যান তারা ঠিকই সাকিব খান এর ছবি ইনজয় করতেছে। তার অনেক কিছুই আমাদের ভালো না লাগতে পারে। কিন্তু বিকল্প কি???

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৮

দিপ বলেছেন: অপেক্ষা।

ভিউটা পজেটিভ করতে হবে।

আমরা গার্মেন্টেসের মেয়েটার দিকে তাকাই নেগেটিভ ভিউতে, যার ফলাফলে মুখে মুখে সে হয়ে যায় বে... ।

ভিউ বদলাতে হবে

৪১| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৭

পুশকিন বলেছেন: শত হোক নিজ দেশের নায়ক।।।

৪২| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩

Observer বলেছেন:

লাম্বার ওয়ান চাকিব কান!!!






অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য...অসাধারণ... পড়তে পড়তে চোখে পানি এসে গেল। শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত।





লেখককে স্টিকি করা হোক....

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫২

দিপ বলেছেন: রবীন্দ্র পরর্বর্তি সময়ে বেশ প্লেগ দেখা দিয়েছিল।

আপনি কি অসুস্থ ?

রবীন্দ্রনাথতো পরেছেন, বানান টা ভালোভাবে লিখেন !!

শাকিব খান।

ধন্যবাদ

Observer [ হায়রে এটাও ইংলিশে ]

৪৩| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৭

রাজসোহান বলেছেন: আমার কমেন্ট রহস্যে ভরা না, আসলে আমিও বি পজেটিভ, কিন্তু অভিনয় করার সময় অভিনেতার নিজস্ব রুচিবোধের পরিচয় দেবার অধিকার আছে, আমি জানি না, অপু বিশ্বাসের কাছে রেপ হবার সিনটা দেখেছেন কিনা, শুধু এটুকু বলবো এ ধরনের ফালতু দৃশ্যে একজন সচেতন নায়ক কখনই অভিনয় করতে চাইবেন না, তিনি অবশ্যই আপত্তি তুলতে পার্তেন কিন্তু সেটা করেননি, আমার মনে হয় সাকিব শুধু অভিনয়ই করে, কি অভিনয় করছে না করছে এসব খেয়াল করে না, যা তার রুচিজ্ঞানহীনতার পরিচয় দেয়।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১২

দিপ বলেছেন: ধন্যবাদ।

না বস রেফ সিনটা দেখি নি।

আমি দ্বিধানিত ছিলাম ওটা ফিল্মের সিন নাকি গুজব !!!

যাই হোক ধন্যবাদ আপনাকে

৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৯

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কবি ভাই যাটা বলল সেটা নিয়ে বলব, মিডিয়াতে কম বেশি এসব চলে, সেখানে তো চরিত্র নিয়ে চললে হবে না :|

৪৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৫

বিপ্লবী স্বপ্ন বলেছেন: আমি কিছু কইতে চাই না রে ভাই। নিজের একটা ৫ মিনিটের শর্টফিল্ম বানানোর পর থেকে আমি যেকোন সিনেমা বা অভিনেতার সমালোচনা করা বাদ দিছি। এখন বস্তাপচা মুভি (যদিও দেখা হয় না তেমন) হইলেও চুপ কইরা থাকি। কোনদিন ঐ বস্তাপচার চেয়ে ভাল কিছু বানাইতে পারলে পরে ঐডারে বস্তাপচা কমু, তার আগে না।

সমালোচনা করাটা অনেক সহজ, কিন্তু ঐটুকু করে দেখানোটা অনেক কঠিন। পোষ্টের জন্য ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৭

দিপ বলেছেন: বিপ্লবী স্বপ্ন কথাটা চরম কইছেন

আপনিতো তাও বানানোর চেষ্টা করছেন।

আমি তো বানাইতেই পারি নাই।

৪৬| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৬

রাজসোহান বলেছেন: বলেনকি, এতো টপ হিট হট ভিড্যু দেখেন নাই? :P :P

ফেসবুকে পাইলাম ভিডিওটা

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৮

দিপ বলেছেন: খাড়ান, দেখিক্ষা লই

৪৭| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৫

আশিকুর রহমান অমিত বলেছেন: ভাই লেখার ধরন টা রজনীকান্তের সাথে কিছু যে পয়েন্টগুলো বানিয়েছি সেগুলো আমার নিজস্ব আইডিয়া :) :)
ঐ খানে রজনীকান্ত কে সম্মান দেওয়ার কোন ব্যাপার নাই।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩২

দিপ বলেছেন: তাইলে তাই।।

একদা ফেসবুকে একজন রজনীকান্ত কে কাট মাইরা খালি সাইব খান বসাইছে।

এটা মোটেও ভালো কথা না

৪৮| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৬

কুন্তল_এ বলেছেন: শাকিব যেমনই অভিনয় করুন তিনি এ মুহুর্তে আমাদের দেশের প্রধান নায়ক।
পোস্টে +++।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩২

দিপ বলেছেন: কথা সত্য...।

৪৯| ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৩

রাতুল_শাহ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++

+ দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই।

৫০| ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৯

রাইসুল জুহালা বলেছেন: ওরে বাপরে!! শাকিব খানকে নিয়ে একটা পোস্ট আপনি দিপ লিখবেন, সেটা একদমই কল্পনাতীত ছিল। ভাল।

শাকিব খানকে নিয়ে আমার ভাবনা বলতে চাইলে একটা দীর্ঘ মন্তব্য লিখতে হবে, কিন্তু এই মুহুর্তে একদম সময় নাই। দেখি, পরে আবার ফিরে আসা যায় কিনা!

১৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৯

দিপ বলেছেন: যায় কিনা বললে হবে না,


লিখতেই হবে

৫১| ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:০৯

লিংকন১১৫ বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৫২| ১৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৮

ডাঃ মাহবুব গাউস বলেছেন: সফল হতে হলে সবাইকেই একটা কঠিন দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।কারো অর্জন কে তুচ্ছ করে দেখা উচিৎ না। সবার ভালো না লাগলেও যোগ্যতার কারনেই শাকিব খান বাংলাদেশের বর্তমান সেরা নায়ক।

পোস্টে প্লাস :)

১৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩০

দিপ বলেছেন: এক্কেরে মনে কথা, সাকিবকে যে টপকাবে আমতা তার গুঙ্গান করবো। তাকে যে টপকাবে আমরা তার গুনগান করবো।

শালমান শাহের আমলে বল্গ থাকলে তাকে না জানি পোলাপাইন কি বলতো

৫৩| ১৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৬

এলোমেলো রকস বলেছেন: কে কোন ধরনের বা কার সিনেমা দেখবেন তা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। সাকিব খান তার একটা নিজস্ব দশর্ক সৃম্টি করেছেন।
এ কারনে সে সাধুবাদ পাওয়ার যোগ্য।

আমিএ রিয়েল বি পজিটিভ এবং মানসিকতায়ও পজিটিভ

১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৬

দিপ বলেছেন: Be Positive

৫৪| ১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৪

Observer বলেছেন: লেখক বলেছেন:

Observer [ হায়রে এটাও ইংলিশে ]




কেন? ইংলিশ নামে নিক বানানোতে কি রাস্ট্রদ্রোহীতার অপরাধ করে ফেলেছি? (ওরে আমার এখন কি হবে রে :(( )

জনাব কি উর্দুতে লিখলে খুশী হতেন? ;)


অপ্রয়োজনে ব্যবহার করলে উর্দুকে আর হিন্দিকে পোন্দাই
বাংলা ভাষাকে ভালবাসি এবং সম্মান করি
আন্ততর্জাতিক ভাষা হিসেবে ইংলিশকে সাদরে গ্রহন করি।

কোন সমস্যা??????

১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৮

দিপ বলেছেন: আপনি জড় না জীব পোন্দান সেটা আপনার ইচ্ছা।

বলছিলাম শাকিব খান

চাকিব কান না।

মনে হলো বাংলা ভাষা জানেনা, তাই আর কি বললাম।

৫৫| ১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৯

একজন অপদার্থ বলেছেন: খান সাহেবের প্রতি সেকেন্ডের মূল্য এখন ১ টাকা ৭০ পয়সার অধিক। :D

৫৬| ১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৭

দূর্যোধন বলেছেন: শাকিব খান রক্স ! শাকিব খান রুলজ ! m/ B-))

৫৭| ১৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০৮

মুনতা বলেছেন: ভাল পোস্ট,দিপ।
আমি একটা জিনিস ঠিক বুঝতে পারি না,সেটা হল ইন্ডাস্ট্রি সাকিব একাই শাসন করছে কেন?অন্যান্য নায়কদের জনপ্রিয়তা হঠাৎ করেই বা কমে যাওয়ার কারণটা কি?বিশেষত রিয়াজ-ফেরদৌস....??

১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০০

দিপ বলেছেন: আসলে শাকিন ফর্মে এই কয়েকদিন।

আমাদের ইন্ড্রাস্টড়িতে ধস নামে ২০০১-২০০৫ অব্দি।

এই সময়ে গড়ে ৯০ % ফিল্মে পর্ন দেখানো হতো।

আলেকজেন্ডার,মেহেদি,অমিত হাসান ইত্যাদি অনেকে মিলে এই হাল করেছিল।

ওই সময়ে মান্না, মোটামুটি কিছু ভাল চলচিত্র দিচ্ছিল। মান্নার সাথে সাইড নায়ক হিসেবে অধিকাংশ ফিল্মে ছিল শাকিবের উপস্থিতি। যেমন, আমার মা, সিটি টেরর ইত্যাদি ফিল্মে।

অশ্লীন চলচিত্রের এই হালে রিয়াজ, ফেরদৌস কে ডাকবে না এই স্বাভাবিক।

এই সময়টাতে সাকিবের টার্নিং পয়েন্ট কোটি টাকার কাবিন ধরা হলেও আমি মনে করি অর টার্নিং পয়েন্ট হলো খুনি শিকদার। এটা এরশাদ শিকদারের উপরে নির্মিত মুভি। গল্পটা পরিপুর্ন নয়, কিন্তু দেখার মত। অশ্লীনতা নাই। আমি তখন খুলনা, বাগেরহাট। চায়ের দোকানে আড্ডামারাকালীন সময়ে এই ফিল্মেগুলো বেশ দেখা হতো।

পরে বের হলো, সাকিবের জন্ম, বানিজ্যিক হলে ফিল্মটা আমার কাছে এত ভালো লেগেছে যে এখন পর্যন্ত ১০ বার দেখেছি।

যাই হোক, অশ্লীন ওই সময়টা থেকে আজকেই এই ১১ এর মিডিয়া পুরোটাই সাকিবের দান।

যাই হোক, বাংলা ভাষায় আমার বরাবরি দুর্বলা আছে, বাংলা ফিল্ম যতই বাজে হোকনা কে আমার দেখতে খারাপ লাগেনা।

বাংলা কয়েকখানা ফিল্ম বানানোর ইচ্ছা কিনা মনে।

৫৮| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৬

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ব্যাতিক্রমি পোস্ট। :|

৫৯| ২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৬

তানভীরসজিব বলেছেন: অবশ্যই ব্যতিক্রমি পোস্ট....আপনার সাহসের তারিফ.....অবশ্যই আমাদের বাংলা মুভি দেখা উচিত । একেবারে এটাকে ছেরে দিলে এর উন্নয়ন হবেনা কখোনো।

৬০| ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২০

চাটিকিয়াং রুমান বলেছেন: ভালো পোষ্ট।

+++

৬১| ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১২

মো: লুৎফর রহমান সরকার বলেছেন: শাকিব খানের ছবি যে দেখিনাই তা না। কিন্তু আপনি যে তালিকা দিছেন এর মধ্যে একটাও দেখি নাই। একটা ছবির কথাই এই মুহুর্তে মনে পড়তেছে- জানের জান।

প্রথম দিকে সব নায়কের সম্ভাবনা থাকে। পরে ছাগলামি শুরু করে। যেমন শাকিব।

দু:খের বিষয় একটাই ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি প্যাডেল ওয়ালাদের জন্য সিনেমা বানাতে সফল হলেও গেরিলা, মনপুরা টাইপ দর্শকদের জন্য ছবি বানাতে তারা চরম ব্যর্থ। অথচ এখানে সফল হলে আমরা যে কোন সময় বলিউডকে টেক্কা দিতে পারি। দুনিয়াটা এখন আর ছোট না। বস্তাপচা ছবি, ছারপোকা ওয়ালা সিট, আর দুর্গন্ধযুক্ত সিনেমা হলে বসে দেখার দিন কি এখন আর আছে? ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে কেমনে? মেধাবী আর গুণী মানুষ বাংলাদেশেও আছে।

বিতর্ক থাকলেও মোস্তফা সারোয়ার ফারুকী, তারেক মাসুদরা আমাদের অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন। জহির রায়হান কিংবা তারেক মাসুদরা বেচে থাকলে আমাদের ইতিহাস হয়তো অন্যরকমই হতো। এটা আমাদের দুর্ভাগ্য।

:: ফালতু কমেন্ট করার জন্য দু:খ প্রকাশ করছি।::

২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৩

দিপ বলেছেন: ফালতু হবে কেন ?

সমালোচনা করতেই পারেন।

আপনার ব্যবহার ঠিক। তাই সব ঠিক।

আচ্ছা আপনি বলুন আমার মা যদি আমাকে ঘরে না রেখে,একটা জংগলে রেখে আসতো আমার ভিতরে কি কোনো সামাজিকতা থাকতো ?

আমাদের ওদের বোঝাতে হবে আমরা কি চাই।

মুখে বললে কিংবা ব্লগে কাজ হবেনা।

আমাদের বলতে হবে আলোচনায়।

৬২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৬

মুদ্রা সংগ্রাহক বলেছেন: ব্যতিক্রমি লেখার জন্য শুধু সাহস থাকলেই চলে না, অন্য সকলে মত চিন্তা না করে ব্যতিক্রমি চিন্তাও করা লাগে....

আপনার সাহস এবং ব্যতিক্রমি চিন্তাভাবনার জন্য সাধুবাদ জানাই,

পোস্টে +++++++++++++++++

২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫৮

দিপ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার নামটা খুব রহস্যময়

৬৩| ২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৪

ধূসরধ্রুব বলেছেন: আমিও সাকিব খানের সিনেমা কম দেখি না । তবে অবশ্যই বাসায় টিভিতে । ব্যাফুক কমেডি লাগে

পোস্ট ভালা হইছে , তবে উইকিপিডিয়া থেকে উল্লেখ করলে ভাল হত , অধিকাংশ লাইন সেখান থেকে কিনা ;) ;) ;)

২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৪

দিপ বলেছেন: কেন ভাবছেন না। উইকিও কোথাও না কোথাও থেকে নিয়েছে।

একটা নাম দিপ।

এখন কি উল্লেখ করতে হব এটা মোঃ আনায়ার হোসেন এই নাম রেখেছেন।

কিছু কিছু জিনিষ উল্লেখ করা প্রয়োজন হয় না।

৬৪| ২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫২

নীল কষ্ট বলেছেন: দেইখ্যা গেলাম শুধু

২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৩

দিপ বলেছেন: কিছু কইবেন না !!! ?? !!!

৬৫| ২৮ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৫

মেমনন বলেছেন: ভাল পোস্ট।

যারা শাকিবকে ভার্চুয়ালি হেনস্থা (হিউমারহীন তাচ্ছিল্য ও ঘৃনা প্রদর্শন) করে বেড়ায় ব্লগে-ফেসবুকে, এরা হুজুগে মাতাল বলে আমার ধারণা। বাংলা ছবি দেখার কোন ইচ্ছা বা বাংলা সিনেমাশিল্প নিয়ে এদের চিন্তা আছে বলে আমার মনে হয় না।

০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৩

দিপ বলেছেন: একমত

৬৬| ০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৩

সিদ্দিক আহমেদ বলেছেন: আমাগো ডিপজল ভাই থাকতে সাকিবের গুষ্টি নামাজ পড়াই






(রক্তের গ্রুপ B+ )

০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪

দিপ বলেছেন: Be Posetive

৬৭| ০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৯

টিনটিন` বলেছেন: অনেকেই বলছেন, এই লায়ক বাংলা মুভি জগৎ কে টিকিয়ে রেখেছে। আমি বলবো, ইনি ফাকা মাঠে গোল দিচ্ছেন।

দিপ @ পোষ্ট অবশ্যই ভালো হয়েছে বাট এই লায়ক নামের জিনিষটাকে সহ্য করা আমার পক্ষে অসম্ভব।

০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫

দিপ বলেছেন: সহ্য করার অনুরোধ করবো না। তার হাব ভাব আমারও সহ্য হয় না।

কিন্তু নিশ্চই আমার অসহ্য দিয়ে আরেকজনকে বেধে ফেলার চেষতা আমি করতে পারি না।

বা আরেকজন দেখছে বলে তাকে বাধা দিতে পারিনা।

তাও তো তুমি তার হাব ভাব দেখে বলছো।

তার মানে তার দু চারটা ফিল্ম তুমি দেখেছ।

সেইটেই অনেক ভালো।

অন্তত্য তাকে অবহেলা করা উচিত না।

সমালোচনা এক জিনিষ আর অপমান বা অবহেলা এক জিনিষ।

৬৮| ২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪

বস শাকিল বলেছেন: গোধূলী বেলায়.. বলেছেন: আমরা পারি শুধু অন্যের দোষ বের করতে।হলিউড-বলিউড এর দর্শক বাংলাদেশে কত শতাংশ ??কত জনই বা বিনোদনের জন্য ফেইস বুক বা ব্লগে আসেন ,সবই ত ওই খেটে খাওয়া শ্রমিক ,ভদ্রলোকের !! ভাষায় আনসিভিলাইজড ।এদের কে নিরবিচ্ছিন্ন ভাবে আনন্দ দিয়ে যাওয়ার জন্য শাকিব কি সাধুবাদ দেওয়া যায় না?? আমরা পারি শুধু অন্যের দোষ বের করতে।হলিউড-বলিউড এর দর্শক বাংলাদেশে কত শতাংশ ??কত জনই বা বিনোদনের জন্য ফেইস বুক বা ব্লগে আসেন ,সবই ত ওই খেটে খাওয়া শ্রমিক ,ভদ্রলোকের !! ভাষায় আনসিভিলাইজড ।এদের কে নিরবিচ্ছিন্ন ভাবে আনন্দ দিয়ে যাওয়ার জন্য শাকিব কি সাধুবাদ দেওয়া যায় না??

২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪

দিপ বলেছেন: সত্য কথা বলছে

৬৯| ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

গুহাবাসি বলেছেন: টিনটিনের সাথে সহমত...

৭০| ০২ রা জুলাই, ২০১২ ভোর ৬:০৮

সাব্বির শাহরিয়ার বলেছেন: আপনার এই লিখা দেখে অনেক ভালো লাগলো। আমি মাঝে মাঝে ভাবতাম এমন ভাবেই সাকিব খান কে নিয়ে একটা লিখা লিখবো, কিন্তু কোনদিন হয়ে উঠেনি। আমি সাকিব খানের কোন ভক্ত না।, কিন্তু বাংলা সিনেমা এখনো যে হলে চলে তার কারণটাও যে সাকিব খান এটা আমি মানি।
সবাই শুধু সাকিব খান কে গালি দেয়। তাই আমি একদিন জনে জনে জিজ্ঞেস করা শুরু করলাম, "সাকিব খানের সিনেমা কয়টা দেখেছেন?"
আমি অবাক হয়ে খেয়াল করলাম যে, যারাই সাকিব খান কে হিজড়া বলে বা অন্য কিছু বলে গালি দেয়, তারা কেউ কোনদিন হলে গিয়ে সাকিব খানের সিনেমা দেখেনি :O হয়তো কখনো কখনো টেলিভিষনে সাকিব খান কে ১ থেকে ২ মিনিটের জন্যে দেখেছে, তাও আবার চ্যানেল চেঞ্জ করতে গিয়ে।
তারা যে গালিটা দেয় তার কারন হচ্ছে, তারা অন্য লোকেদের কাছে শুনেছে যে সাকিব খান নাকি হাস্যকর অভিনয় করে আর সে নাকি মেয়েদের মত মেকাপ করে। হা হা হা
আরে ব্যাটা, তুই সিনেমা না দেখেই ক্যামনে শিয়োর হইলো যে সাকিব খান ভালো অভিনয় করে নাকি করে না X(
আর অভিনয়ের সময় কোন নায়ক মেকাপ ব্যবহার করে না? X(


তবে আমি মনে করি, যারা বাংলা সিনেমা কে গালি দেয় তাদের উচিত FDC তে একদিনের জন্যে সারাদিন সময় কাটানো। আমি মনে প্রানে বিশ্বাস করি, যারা একদিন FDC তে কাটাবেন তারা আর বাংলা সিনেমা কে আর যাই হোক গালি দিতে পারবেন না।

ধন্যবাদ

০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:৪৭

দিপ বলেছেন: সাকিব এমন বিখ্যাত মানুষ,এমন একটা দেশে যে দেশের শতকতা ৬০-৭০ জন মানুষ তাকে চেনে এবং তার একটা সিনেমার নাম বলতে পারে।

আর সেই একই দেশে মাত্র ১৩-১৫% মানুষ দেশের রাষ্টপ্রতির নাম জানে।

৭১| ০২ রা জুলাই, ২০১২ ভোর ৬:৪০

একজন ঘূণপোকা বলেছেন: সেলুট আপনাকে কারন আপনার কাছে বাংলা সিনেমা ভাসুরের নাম না।

০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:৪৭

দিপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭২| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৩:০৫

আমিতপু বলেছেন: সাহসী লেখা।

আজকের পুলাপাইনের কাছে (ফেসবুকে দেখি) যারা বাংলা ফিল্ম দেখেন না, তাদের কাছে শাকিব খান একটা জোকারের নাম। কিন্তু এটা সত্যি যে, এই দুর্দিনে শাকিব খানই পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন ক্যারিশমায়।


তার একটা মিনি ইন্টারভিউ জুড়ে দিলে মন্দ হইত না! এট লিস্ট তার ভিশনটা বোঝা যেত।

০২ রা জুলাই, ২০১২ বিকাল ৩:১০

দিপ বলেছেন: ইউটিউবে কিছু আছে। একটা আছে চ্যনেল আইয়ের আমার আমিতে।

সেখানে কিছু ইংরেজি বলে সাকিব খান বেশ সমালোচনায় পরেছেন। ফেসবুকে তাকে বেশ পচানো হয়েছে। তাই দেই নাই।

করছোস,খাইছোস এর থেইক্কা এইটা আমার কাছে ভালো মনে হয়

৭৩| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৩:১৮

নট ডিফাইন বলেছেন: যে বনে বাঘ নাই সেখানে শিয়াল রাজা :-* :-* :-*

০২ রা জুলাই, ২০১২ বিকাল ৩:২৫

দিপ বলেছেন: রাজা বলে কথা।

৭৪| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৩:৫২

জাহিদ১১মে বলেছেন: সাকিব খানের একটাই প্রব্লেম আর সেইটা হ্ল কিছু কিছু জায়গায় ওভার একটিং করে।আর ধরেন যদি কোন টিভি অনুস্টানে , অথবা স্টেজশু তে সে এমন ভাব করে যা চোখে পরার মত।অথচ ফেরদৌস, রিয়াজ এরা খুব স্বাভাবিক আচরণ করে।

অভিনয় খারাপ না।তবে আরেকটা বিরক্তিকর মুভমেন্ট হল ,গানের সময় ক্যমেরার দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করা।থাবরাইতে ইচ্ছা করে তখন। আর কোন নায়কের গানে এই জিনিস টা দেখবেন না।এক কথায় রুমান্টিক অভিনয় বা নাছ গানের সময় তার মধ্যে মেয়েলি ভাব চলে আসে।

আমি কিন্তু বাংলা ছবির রেগুলার দর্শক। আগে হলে দেখতাম এখন টিভিতে দেখি। যার ছবি হউকনা কেন।

০২ রা জুলাই, ২০১২ রাত ১০:১৬

দিপ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাকে। ভালো সমালোচনার জন্য।

আপনি কি কোরিয়ান মুভি দেখেন ?

ওরা কিন্তু প্রচুর ওভার একটিং করে।

এটাও একটা আর্ট।

কিন্তু সত্যি বলতে কি সাকিবের ষ্টাইলগুলো আকর্ষনিয় কিছু না

৭৫| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:১৫

আসফি আজাদ বলেছেন: “ইন্ড্রাটি তাদের যারা নিয়মিত হলে যান। যাদের এক টাকা বেশি দিতে গিয়ে আমরা থাপ্পর মারি। যারা পাডেলের পর পাডেল মেরে সেই টাকা দিয়ে ইন্ড্রাটি টিকিয়ে রেখেছে। যেহেতু তারা সংখ্যায় বেশি এবং আপনার আমার থেকে তাদের অভিজ্ঞতা বেশি সেহেতু তারাই ইন্ড্রাটি । আর তারা যা বলবে সেটাই হবে কথা। কথার কথা না। সত্য কথা” - আপনার এই কথাগুলি আপাতঃ দৃষ্টিতে সত্য কথা। নিদেন পক্ষে তত্ত্বীয় বিচারে এই মন্তব্যের সাথে দ্বিমত পোষণের বেশ কিছু সুযোগ আছে।

মনে রাখতে হবে এর বাইরেও যারা আছে, তাদের অনেকেও ছবি দেখতে চায়। এটা কি তবে বলা যায় না, ইন্ডাষ্ট্রি তাদের অবহেলা করছে। এমনকি যারা এখন হলে যাচ্ছেন, তারাও যে শুধু বর্তমান ধাঁচের সিনেমাই দেখতে চান, তার কি কোন অব্যর্থ প্রমাণ আছে, এই বিষয়ে কি কোন গবেষনা হয়েছে? এটা কি বলা চলে না, তাদের অন্য কোন সুযোগ নেই বিধায় তারা বাধ্য হয়েই এই সিনেমাগুলি দেখছেন? অর্থাৎ ইন্ডাষ্ট্রির প্রযোজকেরা তাদের নিজেদের পছন্দ, ব্যর্থতা অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন।

আচ্ছা আরো একটি প্রসঙ্গে আলোচনা করা যাক। ৭০ বা ৮০ –এর দশকে যে বাংলা সিনেমা আমাদের এই ইন্ডাষ্ট্রি উপহার দিয়েছে, তখন কি এই বর্তমান সময়ের বৃহৎ দর্শকশ্রেণী সিনেমাহলমুখী ছিল না। নাকি তখন তাদের জন্য কোন দাতা হাতেম তাঈ ছিল যে তাদের সিনেমা দেখার টিকিটের পয়সা দিত? কোন দাতা হাতেম তাঈ কোন কালেই এই বঞ্চিত শ্রেণীর জন্য ছিল না। সেই কালেও তারা প্যাডেল ঠেলেই পয়সা আয় করে সিনেমা হলে যেত।

তার মানে কি এই নয়, যে ইন্ডাষ্ট্রির হর্তাকর্তারা এই শ্রেণীটাকে তাদের সুযোগের অভাবের সুযোগ নিয়ে নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন আর বলছেন এই প্যাডেল ঠেলনেওয়ালারাই দর্শক এবং এই দর্শক এই সিনেমাই চায়!!! আমি অন্তঃত তা মানতে রাজি নই। ৭০ বা ৮০ –এর দশকের চলচিত্র যদি তাদের বিনোদন দিয়ে থাকতে পারে, তবে তা এখনও পারবে। রুচির কিছু যে বদল হয়নি তা অবশ্যই নয়। কিন্তু তা বর্তমান কালের বাংলা সিনেমামুখী বিনোদনের দিকেই ধাবিত হয়েছে আমি তা নির্দিধায় আস্বীকার করতে পারি।

বরং বলা চলে, প্যাডেল ঠেলনেওয়ালাদের রুচিকে বন্দী করে বর্তমান দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই নয় কি?

ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১২ রাত ১০:৩২

দিপ বলেছেন: প্যাডেল ঠেলনেওয়ালাদের রুচিকে বন্দী করে বর্তমান দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই নয় কি ?

আমার কিন্তু তা মনে হয়না, কারন আপনার আমার মতো প্যাডেল ঠেলনেওয়ালা্রা সাকিবকে কতখানি পছন্দ করে সেটা বোধহয় আপনি জানেন না।

আমি ধরে নিলাম, আপনি আমার মতো নিয়মিত হলে গিয়ে বাংলা ফিল্ম দেখেন। সেক্ষেত্রে আপনি তাহলে এটাও জানেন যে কি পরিমান মানুষ সাকিবকে পছন্দ করছে।

হলের সামনে সাকিবের বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে পোষ্টার বানানো হয়,১৫-৩০ টাকে মুল্যে সেগুলো বিক্রি করা হয়।

সাধারন দৃষ্টিতে সেগুলো আমাদের চোখে লাগে। বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। আপনি জানেন কি, অনেক প্রেমিক জুটির কাছে এটা একটা গ্রহনযোগ্য উপহার।

আপনি দেখেছেন, হলে ঢোকার আগে তাদের একটা নতুন ফিল্ম উপভোগের প্রবল ইচ্ছা।

আপনি জানেন, ফিল্মি তে সাকিবের মৃত্যু একটা হল ভাঙ্গার কারন হয়ে ওঠে।

জোর করে তাদের রুচি বদলালেও,সেই বদলে যাওয়া জিনিষটা তাদের কাছে ভালো লেগেছে। এখন হয়তো আমরা ফেসবুক বা ব্লগ দ্বারা জোর করে খারাপ লাগাবার চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে আমি গারান্টি আমরা হেরে যাব।


৭০-৮০ দশকের তুলনা সবাই দিচ্ছেন। বারবার আপনারা এই সময়কার ফিল্মগুলোর সাথে ৭০-৮০ দশকের ফিল্মগুলোকে টেনে আনছেন। ব্যাপারটা টম জ্রুজের সাথে সাকিবের তুলনা দেওয়ার মতো মনে হয় আমার কাছে।

কেননা, যুক্তির খাতিরে ৭০-৮০ দশকে চলে যাচ্ছেন, অথচ কেউই খোজ নিয়ে দেখছেন না ২০০১-২০০৭ অব্দি বাংলা ফিল্মের অশ্লীনতা থেকে সরে আসায় সাকিব।মান্নার হাত কতটা।

কেউ ভাবতে পারেনি, ওই অবনতি থেকে এই মিডিয়াকে কেউ বাচাতে পারে !!! কিন্তু সাকিব সেটা করে দেখিয়েছে। সেটার জন্য সাকিবকে কেউ মূল্যায়ন না করে সাকিবের সাথে ৭০-৮০ দশকের ফিল্মের তুনলা দিচ্ছে। অথচ ৫ বছর আগে ঘটে যাওয়া অবক্ষয়কে কেউ গননায় ধরছে না। এইটা অনেক বড় একটা কষ্টের কারন আমার কাছে।

৭৬| ০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১২:১২

আসফি আজাদ বলেছেন: না ভাই, সিনেমা দেখা হয় না। সর্বশেষ হলে সিনেমা দেখেছি ২০০২-৩ সালের দিকে। পরীক্ষা খারাপ হলে বন্ধুরা সবাই দল বেধে বাংলা সিনেমা দেখতে যেতাম, খানিকটা পানিশমেণ্ট হিসেবে। যেহেতু আপনি নিয়মিত সিনেমা দেখেন কাজেই বুঝতেই পারছেন কি ধরণের সিনেমা ছিল সেই সময়। আমি মূলত তত্ত্বীয় আলোচনা করেছি যেহেতু বর্তমান সম্বন্ধে নিজের সরাসরি ধারণা নেই।

সবাই ৭০-৮০ এর দশকের সাথে তুলনা করবেই কারণ সেটা ছিল সবার কাছে গ্রহণযোগ্য একটা সময়। আমি বলছি না সিনেমা সব আর্ট ফিল্ম টাইপের হতে হবে। আপনার হয়ত মনে আছে ‘বড় ভাল মানুষ ছিল’, ‘লাভ ইন সিঙ্গাপুর’ ইত্যাদি সিনেমাগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এগুলো কিন্তু পুরোপুরি বাণিজ্যিক সিনেমা।

সমাজের প্রত্যেকেরই সমাজের নিকট দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই প্রযোজক/পরিচালকেরা শুধুমাত্র বর্তমান ধারার সিনেমা বানাতে পারেন না। প্যাডেল ঠেলনেওয়ালাদের এই আবর্তে বেধে রাখতে পারেন না। কারণ এর সুদূর প্রসারী কুফল আছে।

আপনি অবশ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাকিবের অবদানের কথা বলেছেন - অশ্লীনতা থেকে সরে আসা। সেটা হলে তার অবদান অবশ্যই যে কোন মাপকাঠিতেই অনেক বড়।

ধন্যবাদ।

৭৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: পোষ্টে প্লাস দিলাম

৭৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.