নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ ভরে হাসুন, মন দিয়ে রাঁধুন।

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

ধরো মারো কাটো

এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...

ধরো মারো কাটো › বিস্তারিত পোস্টঃ

রাতের রান্না শেষ? শেষ না হলে এখুনি রেঁধে নিন বীফ ভিনদালো!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

অন্যদের কথা অবশ্য বলতে পারবো না তবে আমার রাতের খাবারের আয়োজন যদি একটা ভালো ভাবে না হয় তাহলে ভালো মতো ঘুম হয়না! রাতের খাবারে মাংশ থাকবেই, সেটা মুরগী, খাশি, কিংবা গরু কোন একটা হলেই হলো। মাংশের দিক থেকে পছন্দের শীর্ষে গরুর মাংশ! হুম, আজ রাতের আয়োজনে থাকবে গরুর মাংশ। আপনাদের রাতের রান্না কি শেষ? যদি শেষ না হয় তাহলে আমার সাথে রেঁধে ফেলুন বীফ ভিনদালো!



উপাদানঃ

০১. গরুর মাংশ (হাড় ছাড়া) - ১কেজি (কিউব কাট)

০২. পেঁয়াজ (ফালি করে কাটা) - ১টা বড়

০৩. তেল অথবা ঘি - আধা কাপ

০৪. দারচিন (১ইঞ্চি) - ৩/৪ পিস

০৫. লবঙ্গ - ৮টা

০৬. এলাচ (সবুজ) ৮টি

০৭. রসুন বাটা - ২টেঃ চাঃ

০৮. আদা বাটা - ২টেঃ চাঃ

০৯. ভিনেগার - আধা কাপ

১০. গুঁড়ো মরিচ - ১টেঃ চাঃ

১১. জৈত্রী গুঁড়ো - ১টেঃ চাঃ

১২. ধনে পাতা - ১টেঃ চাঃ

১৩. তেঁতুল - ২টেঃ চাঃ

১৪. চিনি - ২টেঃ চাঃ

১৫. কারী পাতা - ৬টি

১৬. ধনে গুঁড়ো - ২টেঃ চাঃ

১৭. লবণ - পরিমান মতো



এবার তবে দয়া করে প্রস্তুত প্রণালী জানতে এখানে ক্লিক করুন।

নিত্য নতুন রেসিপির আপডেট জানতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

েবনিটগ বলেছেন: :#)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

ধরো মারো কাটো বলেছেন: ;) ;)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

স্বপনচারিণী বলেছেন: পরে একসময় ট্রাই করে দেখবো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০

ধরো মারো কাটো বলেছেন: হুম, ট্রাই করলে জানাবেন (দাওয়াত দিবেন) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.