নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাপন এর দৃষ্টিকোন

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি

দোলন মাহমুদ

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি আপন করেই পেতে চাই। চাওয়া ও পাওয়ার মধ্যের সম্পর্কটা সম্পুরক আবার পরিপূরক...এতেই আশা নিহীত থাকে অর্জনের....হয়তবা....।..সময় হচ্ছে কাল স্রোত, আর সে স্রোতে যারা নিজেদের সমর্পন করে দেয়, তারা হয় কালের স্রোতের নিয়ন্ত্রীত ও পরিবর্তীত। আর যারা শক্ত মনোভাবে দৃরতার সহিত নিজেকে নিয়স্ত্রীত করে গন্তব্যের দিকে,, তারা থাকে অপরিবর্তীত এবং সাফল্য মন্ডিত।...দোলন মাহমুদ।।

দোলন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

::: কম দাম হলে পতিতা- বেশি দামী হলে মডেল ::: ===============================

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

::: কম দাম হলে পতিতা- বেশি দামী হলে মডেল :::

===============================

--দোলন মাহমুদ।



যেসব মেয়েরা সামান্য কিছু টাকার বিনিময়ে দেহ বিক্রি করে সমাজ তাঁদের বলে পতিতা ।

অপরদিকে, যেসব মেয়েরা হাজার টাকার বিনিময়ে লুকিয়ে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে সোসাইটি গার্ল ।

যারা আর একটু বেশী দামে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে পার্টি গার্ল ।



আর সবচেয়ে ভয়াবহ হচ্ছে তথাকথিত শিক্ষিত মেয়েরা যখন রাস্তা দিয়ে দেহ দেখিয়ে-দেখিয়ে হাঁটে TSC,NSU, KFC, ধানমণ্ডি লেকে বয়ফ্রেন্ডের কোলে বসে আড্ডা দেয়, মাঝে মাঝে, কিস খায় এবং মাঝে মাঝে সেই বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যায়, পয়লা বৈশাখে লাল-সাদা শাড়ী পড়ে হাজারটা ছেলের সাথে ডলাডলি করে, পান্তা খায়, আর রিক্সায় হুড তুলে দিয়ে ,,,,, আবার বলে আমরা শুধুই ফ্রেন্ড! সমাজ তখন তাঁদের বলে আধুনিক মেয়ে !



তাদের নিয়ে কথিত (!) দৈনিক পত্রিকায় লেখা হয় "দেশে নারীরা সমান অধিকার পাচ্ছে" ।

হাজার-হাজার মেয়েরা বছরে বছরে জিপিএ ৫ পাচ্ছে, আবার পরিমলের সাথে শুটিং (!) করতে পারছে ।



যারা আরও বেশী দামে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে মডেল গার্ল বা অভিনেত্রী (সব মডেল বা অভিনেত্রীকে বলছি না) । সমাজের অনেকের চোখে এরা আবার ড্রিমগার্ল ! তাদের আবার ভিডিও বের হয় ।



কিন্তু তারপরও তারা সমাজে সকলের নিকট সম্মানপ্রাপ্ত । অথচ দেহ ব্যবসায় যারা শুধুমাত্র পেটের দায় করে বা জোরপূর্বক তাদের করানো হয়, তারাই বেশ্যা বলে আখ্যায়িত । কিন্তু কেন ?

তাঁদের এত টাকা-পয়সা, পাওয়ার নেই বলে ? থুতু মারি চুশীলদের এই দ্বৈত নীতিকে ।



যারা পেটের দায়ে এই ঘৃণ্য কাজটি করে তাঁদেরকে আমি পতিতা বলি না, আমি পতিতা বলি তাদেরকে যারা অর্থ বা কাজের লোভে পর পুরুষের সামনে বিবস্ত্র হতে দ্বিতীয় বার ভাবে না।

===============================

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

আমি অতি সাধারণ বলেছেন: সত্য কথা। কেয়ামত এর আলামত শুরু হয়ে গেছে... নিজের কাছের মানুষদের সাবধানে রাখুন ...

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

বোকা_ছেলে বলেছেন: money talks.

islam is the only solution.

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

মুঘল সম্রাট বলেছেন:


সোসাইটি গার্ল।

কল গার্ল।

পার্টি গার্ল।

ড্রিম গার্ল।

মডেল র্গাল।


এগুলো কি কোন পণ্যের নাম ???

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

ভোরের সূর্য বলেছেন: ভাই,যেসব মডেলের ছবি দিয়েছেন তারা কি পতিতা বা সোসাইটি গার্ল বা পার্টি গার্ল? যদি হয় তাহলে ঠিক আছে। আর যদি না হয় তাহলে আপনার লেখার সাথে এদের ছবি দেয়াটা ঠিক হয়নি।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.