নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাপন এর দৃষ্টিকোন

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি

দোলন মাহমুদ

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি আপন করেই পেতে চাই। চাওয়া ও পাওয়ার মধ্যের সম্পর্কটা সম্পুরক আবার পরিপূরক...এতেই আশা নিহীত থাকে অর্জনের....হয়তবা....।..সময় হচ্ছে কাল স্রোত, আর সে স্রোতে যারা নিজেদের সমর্পন করে দেয়, তারা হয় কালের স্রোতের নিয়ন্ত্রীত ও পরিবর্তীত। আর যারা শক্ত মনোভাবে দৃরতার সহিত নিজেকে নিয়স্ত্রীত করে গন্তব্যের দিকে,, তারা থাকে অপরিবর্তীত এবং সাফল্য মন্ডিত।...দোলন মাহমুদ।।

দোলন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

''অগূঢ়ে আক্ষেপ''

০৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৬

.................দোলন মাহমুদ।

অবেলায় মন তুমি

খোঁজ কেন সুখ,

সুখ সে তো ধরা দেবে

শেষ হলে দুখ।



হৃদয়ও সঙ্গম হবে

প্রস্ফুটিত ভালবাসায়,

যার তরে আজও মন

অপেক্ষার অণু আশায়।।



ছল কর নিজের তরে

কষ্ট বৃক্ষে কূল,

দগ্ধ মগ্নে ভগ্ন আশা

মিছে সবে ভুল।



অম্ল ধায়ে অগ্নি পানে

তোমার সে পথ,

তবে ভুল পথে কেন গড়

সেই অবিলাসী রথ।।

=========

১৬,০০ ঘটিকা....০৪/১২/২০১৩..Paris,France.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.