নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাপন এর দৃষ্টিকোন

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি

দোলন মাহমুদ

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি আপন করেই পেতে চাই। চাওয়া ও পাওয়ার মধ্যের সম্পর্কটা সম্পুরক আবার পরিপূরক...এতেই আশা নিহীত থাকে অর্জনের....হয়তবা....।..সময় হচ্ছে কাল স্রোত, আর সে স্রোতে যারা নিজেদের সমর্পন করে দেয়, তারা হয় কালের স্রোতের নিয়ন্ত্রীত ও পরিবর্তীত। আর যারা শক্ত মনোভাবে দৃরতার সহিত নিজেকে নিয়স্ত্রীত করে গন্তব্যের দিকে,, তারা থাকে অপরিবর্তীত এবং সাফল্য মন্ডিত।...দোলন মাহমুদ।।

দোলন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

=।।বসন্ত দেখ, নীল কষ্ট দেখনা।।=

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

আজ আমি তাহার কথা বলতে এসেছি,,

যে কিনা আমাকে স্বপ্ন দেখাত স্বপ্ন গড়তে,

ছোট ছোট কষ্ট গুলোকে গিলে ফেলে

কি করে বাচতে হয় তা শিখাতো।



আজ আমি তাহার কথা বলতে এসেছি,,

যে কিনা আমায় প্রেম শিখালো

ভালবাসার হৃদয় ক্রোড়ে,

জীবনটাকে সাঁজিয়ে ছিল

বসন্তের ঐ শুভ্র ফুলের সমারোহে।



আজ আমি তাহার কথা বলতে এসেছি,,

যে আমাকে স্বপ্ন গড়ার স্বপ্ন দেখিয়ে

এক এক করে গলা টিপে হত্যা করেছে

আমার প্রত্যেকটি স্বপ্ন স্বত্বাকে,



যে আমার সততা ও বিশ্বাসকে দূর্বল ভেবে

বিশ্বাস ঘাতকতার চাবুক মেরে

ক্ষত-বিক্ষত করে দিয়েছে।



এখন আমার কিছু কথা তোমাদের বলতে এসেছি,,

তোমরা বসন্ত দেখ, উল্লাস কর

বসন্তে ফোটা ফুলের রেনুর গভীরের

নীল কষ্ট গুলো দেখনা।



তোমরা উৎসব কর, স্বপ্ন বুনো স্বপ্ন উড়াও

স্বপ্ন স্বত্বার মৃত্যুর চিৎকার শুনতে পাওনা,



তোমরা আবেগ আপ্লুত হয়ে উচ্ছাস কর উচ্চ স্বরে

কিন্তু এক একটি উচ্ছল হাসির আত্মহননের

বুক ফাঁটা চিৎকার শুনতে পাওনা,



স্বপ্ন ভরা চোখ কতটা কষ্টে গাঢ় নীল হয়

তা তোমরা দেখনা,

দেখ শুধু আত্ম কেন্দ্রীক সুখ

ভাব শুধু একক বৃত্তে স্বাথর্।



ভাবনা, কতটা দ্রোহে কতটা ঘৃনায়

এখন নিজেকে সৎ ভাবতে ভয় হয়

বড় ভয় হয় কাউকে বিশ্বাস করতে।



এখন আমি নিজের কথাই বলছি,,

এখন আমি বুঝতে শিখেছি, ভাবতে শিখেছি

চলতে শিখেছি এক একা,

স্বপ্ন গুলোকে বুনতে শিখেছি

নিজের করে আপন তরে।



কারন আমি কবি

কবিরা পরাজিত হতে পারেনা,

কবিরা জয়ী ও চিরঞ্জীব তার স্বত্বায় এবং সৃষ্টিতে।

আমার বড় পরিচয় আমি কবি এবং কবি,

আমার সৃষ্টিতে আমি একজন স্রষ্টা।



--দোলন মাহমুদ,

পহেলা ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ*

১৩ ফেব্রুয়ারী ২০১৪ ০৫:০০টা

প্যারিস, ফ্রান্স।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লাগলো...

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:০০

দোলন মাহমুদ বলেছেন: আপনাকে অভিনন্দন,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.