![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাম্বা তারেক সম্প্রতি লন্ডনে তার বক্তব্যে ১৯৭৫ থেকে বর্তমান পর্যন্ত অনেক কিছু অপব্যাখ্যা করলেও কৌশলে এড়িয়ে গেছে নিজের সকল দুর্নীতির কথা।
১। ৭/৮ বছর স্বপরিবারে লন্ডনে থাকা খাওয়ার খরচ চলে কিভাবে?
২। কর্নেল তাহেরকে দেশদ্রোহী করে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ফাঁসি দেয়াতে জিয়ার ভুমিকা কি ছিল?
৩। হাওয়া ভবন কি? কি হত সেখানে?
৪। তাকে কেন খাম্বা তারেক বলা হয়?
৫। ২১ আগষ্ট এর গ্রেনেড হামলা ও এর বিচার কাজে তারেকের ভূমিকা কি ছিল?
৬। জিয়া হত্যার বিচার না করা?
৭। মিঃ ১০% নামে পরিচিতি পাওয়া।
৮। এতিমের টাকা মেরে খাওয়া।
৯। সন্ত্রাস ও দুর্নীতি করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা।
এরকম অনেক বিষয়ে তারেক কখনো কথা বলে না, বলবেও না । একটা কথা সবাই জানি যে “একটা শিক্ষিত মা দ্বারা একটা শিক্ষিত জাতি সম্ভব”। মা স্বশিক্ষিত হলে ছেলে আর কত শিক্ষিত হবে? আর সেই ছেলের কাছ থেকে কি বা আশা করা যায় মাতলামি ছাড়া! ছেলে কি নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছে।
©somewhere in net ltd.