নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

তারেক জিয়া এই সময়ের বড় বাচাল

১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

গ্রামে-গঞ্জে বাচালের পাল্লায় পড়ে অনেক ভদ্র লোক নাজেহাল হয়ে থাকেন। মা-বাবা অভিভাবকদের কাছে নালিস করলে তারা ত্যাক্ত বিরক্ত হয়ে বলে আমরা ওকে ত্যাজ্জ করেছি। আপনি যে ব্যবস্থা নেন তাতে আমাদের কোন আপত্তি নেই। অগত্যা সেই ভদ্দ্র লোক আবার ছুটলেন থানায়। থানার পুলিশ কর্তা বিস্তারিত শুনে জানালেন ঐ বাচাল একবার আমার গায়ে থু থু দিয়েছিল। রাম ধোলাই দেওয়ার পর তাকে নাকে খত দেওয়া হয়েছিল। কিন্ত স্বভাব যায় না মইলে ইজ্জত যায় না ধুইলে। অবশেষে গ্রামের মাতবর শ্রেণী, থানার কর্তা এবং আমজনতা বৈঠক করে সিধান্ত নিলো ঐ বাচাল ছেলেকে মুচলেকা দিয়ে গ্রাম ছাড়তে হবে। যথারিতি গ্রাম ছেড়ে সুদূর লন্ডনে চলে গেল ঐ বাচাল। দেশের মানুষ হাপ ছেড়ে বাঁচল। কিন্ত কিছুদিন না যেতেই ঐ বাচাল তার স্বভাব-সুলভ আচরণে দেশের মানুষ কে জ্বালাতন দেওয়ার জন্য ইতিহাসের মীমাংশীত বিষয় নিয়ে আজগুবি মনগড়া কল্প- কাহিনী বলতে লাগল। দেশের মিডিয়াগুলো আবার সরব হয়ে ঐ তুতা পাখির বুলি প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করছে। দেশের মানুষ নিন্দা প্রকাশ করছে, ঘৃনা প্রকাশ করছে বাচাল খ্যাত তারেক জিয়ার এই অপকর্মে। লন্ডনে বসে হল ভাড়া করে আমাদের জাতির পিতা আমাদের স্বাধীনতা মুক্তিসংগ্রাম নিয়ে কটুক্তি করে যাচ্ছে। ইতিহাসের যে বিষয়গুলি মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়গুলো নিয়ে কটুক্তি করে বাংলাদেশের মানুষকে বিষিয়ে তুলেছে। দেশের মানুষ মনে করে সরকার এই বাচাল ছেলের বিষয়ে আইনগত ব্যাবস্থা নিবে। কারণ টট আইনে কুৎসা রটনাকারির শাস্তির বিধান রয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

খেলাঘর বলেছেন:

তারেক ইডিয়ট ছিল, যারা বুঝতো না এখন বুঝছে; অনেক ইডিয়ট কখনো বুঝবে না

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

এরশাদ বাদশা বলেছেন: এটা হল আলোচনায় থাকার একটা কৌশল। হীন কৌশল বললেই মনে হয় যথার্থ হয়। দল হিসেবে তো বিএনপি চরম ব্যর্থ, তাদের আন্দোলনও তথৈবচ। আর সিঁধেল চোর জনাব তারেক রহমান লন্ডনে বসে যে আবোলতাবোল বলে যাচ্ছে, এটা জাস্ট অ্যাটেনশন সিকিং। বঙ্গবন্ধু যদি রাজাকার হয়, তাহলে গোলাম আযম বীরউত্তম....কি বলেন?? :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.