নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

তারেক একটা গণ্ডমূর্খ, ঠিক তার মায়ের মতোই

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০


যে মানুষটি বাঙালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, যে মানুষ জাতির আজন্ম স্বপ্ন-সাধ, আপন জাতি-রাষ্ট্র পিতা, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে, তার আজীবন সংগ্রাম এবং দেশপ্রেম নিয়ে যে অর্বাচীন প্রশ্ন তোলে, তাকে উন্মাদ বলা হবে, না মাতাল বলা হবে, তারচেয়েও বড় কথা হলো সে একটা গণ্ডমূর্খ তার মায়ের মতোই। সেই উন্মাদের নাম হলো তারেক রহমান, অর্ধশিক্ষিত মিলিটারি জিয়া ও খালেদা জিয়ার জ্যৈষ্ঠ সন্তান। এই সন্তানের নামে তার মায়ের মতোই অনেক মুখরোচক কাহিনী আছে। এই গুণধর সন্তান শুনেছি সেন্ট জোসেফ স্কুল বা শাহীন স্কুল ডিঙ্গাতে পারছিল না বলে ঢাকার বাইরে কোন এক অখ্যাত স্কুল থেকে কোনরকমে ম্যাট্রিক পাস করেছে (তাও বাইরে থেকে খাতা সাপ্লাই), এরপর কোথায় লেখাপড়া করেছে কেউ জানে না। যেমন তার মা বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা কেউ বলে ‘৬ সাবজেক্ট ফেল ম্যাট্রিক পাস’ আবার কেউ দাবি করে কিছুদিন কলেজেও পড়েছেন? তবে মা-বেটার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেভাবে বিএনপি চলছে তাতে দলটি মূর্খ লোকে ভরে গেছে। নিজেদের মূর্খতা ঢাকতে ইতিহাস নিয়ে মন গড়া কথা বলছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

নীল আকাশ ২০১৪ বলেছেন: এই মুহূর্তে দরকার ছিল হাসিনা ও তার পাগলা চামচাদেরকে একটু চেতানো, তারেক সেই কাজ বেশ সফলভাবেই করতে পেরেছে বেশ ভদ্রতা বজায় রেখে।

বুদ্ধি আছে পোলাডার :-0 :-0 :-0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.