নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সন্তানের অপমৃত্যুতে কোন মায়ের বুক খালি হওয়ার যন্ত্রণা কি মা হয়ে সদ্য সন্তানহারা খালেদা জিয়া একটুও উপলব্ধি করতে পারেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

বেগম খালেদা জিয়া দেশে বিলাসী জীবন যাপন করছেন। অন্যদিকে এক সন্তান তারেক জিয়া স্বপরিবারে লন্ডনে উচ্চবিলাসী জীবন যাপন, আর এক সন্তান কোকো মালয়েশিয়ায় স্বপরিবারবে থাকতেন। তাহলে তিনি মাত্র কয়েক দিনের মধ্যে ৫০ জন মানুষ আগুনে পুড়ানোর যন্ত্রণা, ১৫ লাখ ছেলে মেয়ের এস এস সি পরীক্ষা বন্ধ, ৫ কোটি সন্তানের শিক্ষা কার্যক্রম বন্ধ, ১০০০ গাড়িতে আগুন, ১৮ কোটি মানুষের সম্পদ ধ্বংসের ও দেশকে পোড়ানোর যন্ত্রণায় কিভাবে মর্মাহত হবেন? তিনিতো শুধুমাত্র নির্দেশ দিয়েই তার লেলিয়ে দেয়া গুন্ডা, সন্ত্রাসী বাহিনী দ্বারা এ ধরনের নিকৃষ্টতম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন,ব্যাহত করছে দেশের ধারাবাহিক উন্নয়ন। তার ইচ্ছা বাংলাদেশকে তালেবানী রাষ্ট্রে পরিণত করা। জঙ্গিবাদ এপর্যন্ত বিশ্বে কখনো টিকেনি ভবিষ্যতেও টিকবেনা। এটুকু অন্তত আমাদের সকলেরই জানা। তিনি আজ ধ্বংসের লীলা-খেলায় মত্ত হয়ে জনগণের যন্ত্রণা, ব্যথা উপলব্ধি করতে চাইছেন না। মাত্র কয়েকদিন হলো কোকোর স্বাভাবিক মৃত্যুতে মা হয়ে তিনি কি বুঝেননি,সন্তানহারা মায়ের বুক ফাটা যন্ত্রণা? তাহলে যে মায়ের সন্তানের অপমৃত্যু হয় সে মায়ের যন্ত্রণা কি কোন মানুষের পক্ষে শুধু সান্তনা দিয়ে নিভানো সম্ভব? সর্বশেষ কথা আমরা জনগণ কেনই বা আপনার রোষানলের শিকার হবো?










মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

খেলাঘর বলেছেন:

" জঙ্গিবাদ এপর্যন্ত বিশ্বে কখনো টিকেনি ভবিষ্যতেও টিকবেনা। "

-জংগীবাদ আফগানিস্তানে ৪০ বছর, পাকিস্তানে ২০ বছর টিকে আছে।

জংগী টিকুক, না টিটুক সেটা বলে লাভ নেই, বাংলাদেশে জংগীরা সংখ্যায় বাড়ছে ক্রমাগতভাবে; যে ৫০ জন বাংলাদেশ প্রাণ হারিয়েছে, তাদের হয়ে কি করা দরকার?

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

খেলাঘর বলেছেন:

বোমাবাজ ও তাদের গুরুদের কমানোর পথ, ক্রস-ফায়ার।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

চলতি নিয়ম বলেছেন: উনি তো চোরের মা, মানুষের মা হইলে হইতো

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আরব বসন্ত ছিল জনগণের স্বতস্ফুর্ত আন্দোলন। তাদের আন্দোলনে সাধারণ মানুষ এই ভাবে পুড়ে মরে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.