![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে পেট্রোলের আগুনে পোড়া, তারপর চাকার নিচে ছিন্নভিন্ন দেহ, তারপর শুধুই রাস্তায় পরে থেকে পুড়ে পুড়ে কয়লা আর কয়লা হয়ে যাওয়া! মানব দেহ আজ জীবন্ত কাবাব; তারপর থ্যাথলা; তারপর কয়লা! খেটে খাওয়া নিরীহ গরিব মানুষগুলোর কেন এই নির্মম পরিণতি? কেন তারা হবে ২০ দলীয় জোটের লোভের বলি? কেন হবে তারা কারো ক্ষমতায় যাওয়ার ভিত্তি; ক্যাশ ডিপোজিট? ওদের গুলি করতে চাইলে আপনি বাধা দেবেন, অথচ নাশকতার আয়োজনে নিজেও শামিল হবেন— এ কেমন রাজনীতি আপনার। ক্রমাগত আমাদের শেষ করছেন কী আশায়? ভেবেছেন আমরা এসবে ভয় পেয়ে আপনাকে ক্ষমতায় নিয়ে আসবো? কেন আনবো আপনাকে ক্ষমতায়? ক্ষমতায় আশার জন্য এত মানুষকে পোড়াচ্ছেন, তাহলে ক্ষমতায় যাবার পর কি করবেন? ক্ষমতার নেশাই কি আপনি এতটাই আসক্ত?
©somewhere in net ltd.