![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস, দক্ষতা অথবা ইচ্ছা কোনটাই নাই। কেন যেন মনে হল চোরের মত সুন্দর সুন্দর পোস্ট গুলো পড়ে যাব। বিনিময়ে তার লেখার যোগানশক্তী হিসেবে ধন্যবাদ জানানো কর্তব্য। আর সেই সুবাদে আইডির আবির্ভাব। অন্য কোন মহৎ উদ্দেশ্য নেই।কিন্তু সাম্প্রতিক এবং রাজনীতিকমূলক পোস্ট ভাললাগা সত্ত্বেও চাকুরীর মায়ায় মন্তব্য করা থেকে এড়িয়ে চলি।\nযদি কখনো কুশল বিনিময়ের ইচ্ছা হয়- [email protected]\nfb/meekboyrr\nপ্রোফাইল দর্শনের জন্য ধন্যবাদ, \nভাল থাকুন।
আজ আমার ছোটবোনের বিবাহের দিন নীর্ধারন করা হইছে।
আমি বাড়ি ফিরে বোনকে বললাম
-রেডি হও শশুর বাড়িতে যাওয়ার জন্য।
বোন বলল
-আমি যাব না।
আমি কাছে গিয়ে গালের উপর এক চিমটি দিয়ে বললাম
-যাবি না মানে?
ও রেগে গিয়ে বলল
-চিমটি মারলা ক্যান?আর
চিমটি দেয়ার আগে কি ভাবতে ছিলা?
আমি বললাম
-তোকে একটা গল্প বলি। তুই যখন খুব ছোট ছিলি, মাটিতে থাকতি না। সারাক্ষন কোলে কোলে রাখতে হত। তাই স্বাভাবিক ভাবেই স্কুল থেকে আসার পর তোকে কোলে নেয়ার দায়ীত্ব আমার উপর থাকতো, তোর জন্য আমার খেলাধূলা সব বন্ধ হয়ে গিয়েছিল।মাঝে মাঝে যখন খুব বিরক্ত হয়ে যেতাম, তখন তোকে চিমটি দিতাম ।তুই তো কিছুই বলতে পারতি না শুধু কান্না করতি আর ওমনি আম্মু দৌড়ে এসে তোকে কোলে নিত, আমিও মুক্তি পেতাম। তোকে কোল থেকে নামানোর এটাই ছিল একমাত্র উপায়। আজ তাই বাড়ি থেকে নামানোর জন্য চিমটী মারলাম।
গল্প শেষ হতেই বোনটা আমার হেসে দিল। কিন্তু আমি হাসতে পারলাম না।
তখন ও চিমটি খেয়ে কাদতো অথচ আাজ আমি চিমটি দিয়ে কাঁদছি।
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭
বলেছেন: +++++++
০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১
ডাবলার বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪১
মুহাম্মদ তৌহিদ বলেছেন: ছোট বোনকে বিদায় দিয়ে আমিও কেঁদেছি। সবার গল্পগুলো মনে হয় একই রকমের।
০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
ডাবলার বলেছেন: জি ভাইয়া সংসারের বড় ছেলে হলে বোনের ভবিষ্যৎ নিয়ে একটা ভয় কাজ করে।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা
০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
ডাবলার বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ রায়হান ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
ফা হিম বলেছেন: প্লাস +++