নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউরন

সবাই আমরা সকলের তরে ।

ডাঃ মারুফ

যতটুকু সম্ভব ততটুকু সেবা মানুষকে দিতে চাই ।

ডাঃ মারুফ › বিস্তারিত পোস্টঃ

মওদুদীবাদী জামাতের বিক্ষোভে অভিনব ও অশ্লীল স্লোগান

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০



গতকাল অভিনব আর অশ্লীল স্লোগানে রাজপথ কাঁপিয়েছে ধর্মব্যবসায়ী মওদুদীবাদী জামাত-শিবির নেতা-কর্মীরা। মতিঝিল শাপলা চত্বরে এসে জড়ো হতে থাকা খ- খ- মিছিলগুলো থেকে তারা ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার’ শীর্ষক স্লোগান যেমন দিয়েছে, তেমনি দিয়েছে ‘ছাত্রলীগের কুত্তারা, হুঁশিয়ার সাবধান’ শীর্ষক স্লোগান। এমনকি ‘ভারতীয় ট্রাইব্যুনাল মানি না, মানবো না’ স্লোগানও শোনা যায় এসব মিছিল থেকে।

বুকে-পিঠে ‘সাইদীর কিছু হলে, জ্বলবে আগুন হাসিনার ঘরে’ লিখেও মিছিলে অংশ নিতে দেখা যাচ্ছে কাউকে কাউকে। তাদের স্লোগানের মধ্যে আরো ছিল হুমকিমূলক “সবাই জাগে বারবার, শিবির জাগে একবার’ শীর্ষক স্লোগান। আরো আছে ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ট্রাইব্যুনাল ঘেরাও হবে’, জেলের তালা ভাঙবো, সাঈদীকে আনবো’, ‘সবাই ধরে ধরে না, শিবির ধরলে ছাড়ে না’ ইত্যাদি স্লোগান।

যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে গতকাল সোমবার শরীফ সকাল দশটার বিক্ষোভে অংশ নিতে খ- খ- মিছিল নিয়ে মতিঝিলে আসে জামাত-শিবির নেতাকর্মীরা। গতকাল সকাল ৯টার পর আরামবাগ ব্রিজের দিক থেকে একটি মিছিল এসে শাপলা চত্বর ঘুরে জনতা ব্যাংক ভবনের সামনে অবস্থান নেয়। এরপর চারদিক থেকে আসতে শুরু করে খ- খ- মিছিল। শাপলা চত্বর ও এর আশপাশের মোড়ে মোড়ে পুলিশ-র্যা ব ও গোয়েন্দাদের সতর্ক থাকতে দেখা যায়

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

টাইটান ১ বলেছেন: শিবিরের ভন্ডামি যারা একবার ধরতে পারে তারা কখনো এদের সাপোর্ট করে না।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

জিললুর রহমান বলেছেন: জামাতিরা খারাপ সেটা সবাই মানে। কিন্তু " ছাত্রলীগের কুত্তারা, হুঁশিয়ার সাবধান’ " এখানে অশ্লীলতার কি আছে ? ছাত্রলীগকে তো সবাই কুত্তালীগ বলেই ডাকে।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

খুব সাধারন একজন বলেছেন: ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার’!
যদি গর্জে ওঠেই, একটা রাষ্ট্রীয় শত্রুকেও ছাড়া কি হবে? আমরা একাত্তর পাইনি- একাত্তরে তাদের শেষ করতে পারিনি, এবার?
বাংলাদেশে আর কতকাল সরাসরি দেশদ্রোহীদের থাকতে দেয়া হবে? মিছিল করতে দেয়া হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.