নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউরন

সবাই আমরা সকলের তরে ।

ডাঃ মারুফ

যতটুকু সম্ভব ততটুকু সেবা মানুষকে দিতে চাই ।

ডাঃ মারুফ › বিস্তারিত পোস্টঃ

জেগে ওঠো বীর বাংগালী -জামাত-শিবিরকে মাটির সাথে মিশিয়ে দাও ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

এই দেশের বিরোধীতা করে, এই দেশে খেয়ে-পরে জামাত-শিবির শুয়োরের পালের কত বড় স্পর্ধা যে এই দেশের স্বাধীনতার উপর আবারো আঘাত হানতে যাচ্ছে , গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে !!!



এরা কি ভুলে গেছে একাত্তরের কথা ? রাজাকারগুলোকে ক্ষমা করে জাতি যে ভুল করেছে এবার সময় হয়েছে তা শোধরাবার ।

এই রাজাকারগুলোকে নিশ্ছিন্ন করতে বাংগালী হাতে তুলে নিয়েছিল অস্ত্র । আবারও সময় হয়েছে সকল রাজাকার জামাত-শিবিরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দেশকে , জাতিকে কলংকমুক্ত করতে ।

জেগে ওঠো বীর বাংগালী। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আগুয়ান বলেছেন:


বিভেদ নয় , প্রতিহিংসা নয়
অপরাজনীতি নয়, দুর্নীতি নয়
অজ্ঞতা নয়, স্বার্থপরতা নয়
নয় জাতির আত্মহনন।

জেগো ওঠো, জেগো ওঠো
হে বাংলার জনগণ
হতে হবে এক
করতে হবে উন্নয়ন।

সর্বদলীয় ঐক্যজোট
সব যুদ্ধপরাধীর বিচার হোক।
বিচারের নামে প্রহসন
আর যেন না হয় কালক্ষেপণ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

সত্য সবার উপর বলেছেন: আপনি একটা দল গঠন করে ফেলুন তাড়াতাড়ি। তাবলীগ আর আওয়ামীলীগ কোন দিন সত্য চিনে না স্বীকারও করে না।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

আল মতিন বলেছেন: তা কোনদিনই সম্ভব নায়।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

মদন বলেছেন: কে মিশাবে???

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

কাজী মুস্তাহিদুজ্জামান বলেছেন: যত গর্জে তত বর্ষে না।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

কাজী মুস্তাহিদুজ্জামান বলেছেন: ঘরে বসে মুখে ফেনা তুলে লাভ নেই। সাহস থাকলে রাস্তায় আসেন তুলো ধুনা করা হবে। দেশ প্রেম একেবারে উতলে উঠছে দেখি! পদ্মা, সেতু, হলমার্ক, বিশ্বজিৎ হত্যা, সুরঞ্জিত(চোরঞ্জিত) বাবুর ৭০ লক্ষ টাকা ইত্যাদির তো কোন প্রতিবাদ দেখলাম না বীর বাঙালি তখনই বুঝতাম। আমরা আসলেই বীরবাঙালি তাই আবেগ আর উঠলে উঠবে না। আসলে আওয়ামীলীগ একটা ভণ্ড দল। জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বরাবরই তারা এই বিচারের নামে প্রহসনের আয়োজন করে জনগণের নাকের ডগায় মুলা ঝুলিয়েছে। তা ইতোমধ্যে প্রমাণিত।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

খুব সাধারন একজন বলেছেন: এরা কি ভুলে গেছে একাত্তরের কথা ? রাজাকারগুলোকে ক্ষমা করে জাতি যে ভুল করেছে এবার সময় হয়েছে তা শোধরাবার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.