নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউরন

সবাই আমরা সকলের তরে ।

ডাঃ মারুফ

যতটুকু সম্ভব ততটুকু সেবা মানুষকে দিতে চাই ।

ডাঃ মারুফ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলামী আর ইসলাম এক নয় ,জামাত-শিবিরের সাথে ইসলাম শব্দ নয় । এরা ইসলাম হইতে খারিজ , বাতিল ফিরকা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

অনেকেই জামাত -শিবির এর সাথে ইসলাম শব্দ দেখে জাশির সাথে সাথে ইসলাম কে দোষারোপ করে । কিন্তু নামের সাথে ইসলাম থাকলেই যে হয়না সাথে সাথে সে অনুযায়ী ঈমান- আমল থাকতে হয় তা কেউ বুঝেনা । জাশি নামে মুসলমান । ঈমানে-আমলে কাফির হইতেও খারাপ ।

কাদিয়ানী যেমন কাফির কিন্তু নিজেদের সাথে ইসলাম শব্দ ব্যবহার করে , সব আমল-ই করে ,তারপরেও কাদিয়ানি কাফির । জাশি আর কাদিয়ানি একই । নাম আলাদা হলেও এদের ঈমান-আমল একই । বাতিল ফিরকার অন্তর্ভুক্ত ।

তাই সবার উচিত জাশির সাথে ইসলাম শব্দ ব্যবহার না করা এবং এদের জন্য ইসলাম কে কটুক্তি না করা ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

মশামামা বলেছেন:


ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

ডাঃ মারুফ বলেছেন:
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

নিষ্‌কর্মা বলেছেন:
জামার-শিবির আর ১৪০০ বছর আগেকার মক্কার কাফেরদের ভেতরে কোনই তফাৎ নাই।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

পুংটা বলেছেন: তাহলে আপনাগে থিকা ওগোরে আলাদা করেন... সিম্পল B-))

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

যেড ফ্রম এ বলেছেন: জামাত শিবির ভন্ডের দল। ইসলাম ওদের ধর্মনা, বর্ম ঢাল।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

খুব সাধারন একজন বলেছেন: জাশি নামে মুসলমান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.