নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউরন

সবাই আমরা সকলের তরে ।

ডাঃ মারুফ

যতটুকু সম্ভব ততটুকু সেবা মানুষকে দিতে চাই ।

ডাঃ মারুফ › বিস্তারিত পোস্টঃ

পাপিষ্ঠ আবরাহার মতো সউদী বাদশাহও কি ধ্বংস হতে চায়?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে পবিত্র কা’বা শরীফ উনার বেমেছাল মর্যাদা-মর্তবার কথা উল্লেখ রয়েছে। যুগে যুগে যারা পবিত্র কা’বা শরীফ উনার প্রতি বিদ্বেষবশতঃ উনার মানহানী করার চেষ্টা করেছিলো, তারা ধ্বংস হয়েছে খোদায়ী আযাব-গযবে। যেমন পাপিষ্ঠ আবরাহা সে পবিত্র কা’বা শরীফ উনাকে ধ্বংস করার জন্য সৈন্য-সামন্ত হাতি ঘোড়া নিয়ে এসেছিলো। কিন্তু মহান আল্লাহ পাক তিনি চখের পলকে তার সৈন্য সামন্ত হাতি ঘোড়া তাকেসহ ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন, তাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাহলে সউদী সারকার কি এটা ফিকির করে না?

সাবধান! সাবধান! সাবধান! এখনো সউদী সরকারের সময় রয়েছে খালিছ তওবা ইস্তেগফার করে এ জঘন্যতম কাজ থেকে বিরত হওয়া; নচেৎ অতিশীঘ্রই তার উপর কঠিন খোদায়ী আযাব-গযব নেমে আসবে। সে ধ্বংস হয়ে যাবে- যেভাবে আবু জাহেল, আবু লাহাব তারা পবিত্র মক্কা শরীফ উনার মধ্যেই ধ্বংস হয়েছে। কাজেই সউদী সরকার যেন এটা মনে না করে- সে পবিত্র মক্কা শরীফ বা পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে আছে; তাই তার কিছু হবে না।

অতএব, সউদী সরকারকে বলছি সাবধান হওয়ার জন্য; অন্যথায় ধ্বংস অনিবার্য।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

ফাহিম আহমদ বলেছেন: সাউদি সরকারকে বলছেন সামু ব্লগে,,, ঠিক করেছেন, আমিও শোনেছি সাউদী সরকার মাঝ রাতে সামুতে এসে গুল্লাছুট খেলায়,,,,,,,,, ;)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

ডাঃ মারুফ বলেছেন: বান্দার দায়িত্ব হল হক বলা পুরন করবেন মহান আল্লাহ পাক ।

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬

আলতামাশ বলেছেন: দুরে গিয়া মর বাগি

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

ডাঃ মারুফ বলেছেন: হক কথায় কেবলমাত্র ইবলিশ এর শরীর জ্বলে নিজে নিজেই পুড়ে ।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

ইনফা_অল বলেছেন: বিষয় কি?.....

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬

ডাঃ মারুফ বলেছেন: বিষয় হল - পাপিষ্ঠ আবরাহার মতো সউদী বাদশাহও কি ধ্বংস হতে চায়?

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

পিওর গাধা বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.