![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেতের ফসল নষ্ট করায় ক্ষুব্ধ তিন কৃষক দুই ষাঁড়কে ফাঁসিতে ঝুলিয়েছে। ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার মায়াপুর গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে বলে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়।
খবরে বলা হয়, বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ওই গ্রামে গিয়ে ফাঁস থেকে ষাঁড় দুটি নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর দুজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মায়াগ্রামের বাসিন্দা দর্শন সিংকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে দর্শন সিং পুলিশকে জানায়, দুটি ষাঁড় তাঁর খেতের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করলে সে ক্ষুব্ধ হয়। পরে সে ওই গ্রামের আরও দুই আত্মীয়কে নিয়ে ষাঁড় দুটি আটক করে গ্রামের বিদ্যালয়ের একটি গাছে ফাঁসিতে ঝোলায়।
এই তিনজনের বিরুদ্ধে মধ্যপ্রদেশে গরুসহ গবাদিপশু সুরক্ষা আইনের ৪২৯ অনুচ্ছেদের ৪, ৬ ও ৯ ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
ডাঃ মারুফ বলেছেন: আলহামদুলিল্লাহ
আপনাকে স্বাগতম ।
২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
গরুবিক দৃষ্টি দেওয়া উচিত ছিল
৩| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
রওনক বলেছেন: ঠিকই আছে, খইতে যখন পারবো না তখন জবাই না করে ফাসি দেয়াই ভাল না?
৪| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শায়েরী বলেছেন: Hassokor
৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
েরজা১৩েহপী বলেছেন:
৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
রাতুল রেজা বলেছেন: জিজ্ঞাসাবাদের কথা পরে প্রথমে ভাবছিলাম ষারকেই বধহয় জিজ্ঞাসাবাদ করসে
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬
মুদ্রা সংগ্রাহক বলেছেন: আল্লাহ বাঁচাইছে কোন মুসলমান ভাই এ কামডা করেনি...তাইলে সেক্যুলার (!!!) হিন্দুস্তান এ তো দাঙ্গা শুরু হয়ে যেত....
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আজনবী বলেছেন: আজব দেশ ইন্ডিয়া, এখানে দেখি বিচিত্র রকমের সব ঘটনা।
কেমন আছেন? অনেক দিন পর আপনার ব্লগে এলাম।