| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি শুক্রবার রাত ১২টায় রেডিও ফুর্তির একটি জনপ্রিয় শো "ভূত এফ এম"।
আমার বন্ধুমহলে তো দেখি ভুত এফ এম শোনার মহাধুম।
অনেকেই হোস্টেলে আসর জমিয়ে, ঘরের বাতি বন্ধ করে ভুত এফ এম শোনে।
কয়েক জন তো রাতে প্রাকৃতিক কর্মসাধনও ত্যাগ করেছে ভূতের ভয়ে।
যা হোক বন্ধুদের পাল্লায় পড়ে আমিও কয়েকটা এপিসোড শুনলাম। এখানে আবার ভৌতিক টিম ও আছে...যার প্রধান আবার অর্থহীনের সুমন। যা হোক ভালোই লাগলো শুনে। ![]()
কিছু কিছু কাহিনী এতটাই বিচিত্র...যে একটা ৩ বছরের শিশুও বলতে পারবে এগুলো বানিয়ে বলা।
যা হোক এ নিয়ে কোন তর্কবিতর্কে আমি যাবো না। আমি ভাই এমনিতেই শান্তিপ্রিয় মানুষ। অযথা কোন ক্যাচাল জমাতে চাই না।![]()
যা হোক মূল কাহিনী যেটা হল যে...ভূতের কাহিনী এখানেই শেষ হয় না। বন্ধুদের কাছে আরো অনেক নতুন নতুন কাহিনী শুনি। বলতে গেলে ভূতের জয়জয়কার চলছে। তো আমিও ভাবছি এই সুযোগ....
এবার আমিও লিখবো ভূতব্লগ। বন্ধুদের কাহিনী, সাথে নিজের মনের মাধুরী মিশিয়ে ( নাইলে তো কেউ খাবে না
) চলবে আমার ভূতব্লগ.....প্রতি বৃহস্পতিবার রাত ( যেকোন সময়....)। তো সাথেই থাকুন....পড়তে থাকুন ভূতব্লগ......আর আপনাদের অসংখ্য অসংখ্য কমেন্ট ( যদিও কেউ পড়বে কিনা আমি সন্দিহান, তবুও নিজের ঢোল নিজে পেটাতে দোষ কই আর?
)............দেখা হবে তাহলে...সামনের বৃহস্পতিবার থেকে........
১২ ই মার্চ, ২০১১ রাত ২:৫৬
িরয়াজ মাহমুদ বলেছেন: আরে ভাই যুগের চাহিদা...বুজেন না কেন??
২|
১২ ই মার্চ, ২০১১ রাত ২:৫৮
টিয়া ময়না বলেছেন: Ami akhno suninai
১২ ই মার্চ, ২০১১ রাত ৩:০৪
িরয়াজ মাহমুদ বলেছেন: না শুনলে ভালো করছেন.....
৩|
১২ ই মার্চ, ২০১১ রাত ৩:০০
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: সহমত
ইশতিয়াক মাহমুদ বলেছেন: রেডিওতে যে ভুয়া বুতের কারবার চলে, সেই কারবার আপনেও শুরু করবার চান? মাজে মাজে আমার তো সন্দ লাগে, হেতেরা নিজেরাই না ভুত সাইজা আকাম কুকাম কইরা বেড়ায়... একটা দুইটা শো শুনসিলাম... বমি আসছে...
এইসব বন্ধ করা উচিৎ
১২ ই মার্চ, ২০১১ রাত ৩:০২
িরয়াজ মাহমুদ বলেছেন: সহমত...
৪|
১২ ই মার্চ, ২০১১ রাত ৩:২৩
জাহাজী পোলা বলেছেন:
ভুতের গল্প ভালা পাই, সাথে আছি
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৩
িরয়াজ মাহমুদ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ....আমিও আপনার লেখাগুলো নিয়মিত পড়ি.....
৫|
১২ ই মার্চ, ২০১১ ভোর ৪:৪১
আধাঁরি অপ্সরা বলেছেন: কিছু কিছু কাহিনী এতটাই বিচিত্র...যে একটা ৩ বছরের শিশুও বলতে পারবে এগুলো বানিয়ে বলা। :-< :-<
![]()
একটা পর্ব আমার ছোট বোনটি আর ভাইটির চাপাচাপিতে শুনসিলাম! অখাদ্য!! (বমি করে দেওয়ার ইমু হৈবেক)
আর আপনের লিখা...লেখেন...আছি...
গল্ফ শুনতে মন্ছায়!!!
কিন্তুক বূত বুই ফাই!!
ডর খাইলেই কিন্তুক আফনেরে মাইলাস!!!
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৪
িরয়াজ মাহমুদ বলেছেন: ডর খাইলেও খাইতে পারেন........তবে মাইনাস খাইতেও আপত্তি নাই......পড়িলেই আমি খুশি......
৬|
১২ ই মার্চ, ২০১১ ভোর ৫:০৪
রাষ্ট্রপ্রধান বলেছেন: হাসতে হাসতে মারা যাই কাহিনী শুনলে
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৫
িরয়াজ মাহমুদ বলেছেন: কিছু কিছু কাহিনী এতটাই বিচিত্র...যে একটা ৩ বছরের শিশুও বলতে পারবে এগুলো বানিয়ে বলা।![]()
৭|
১২ ই মার্চ, ২০১১ ভোর ৬:১৯
আশিকুর রহমান অমিত বলেছেন: কাহিনী শুনলে মনে হয় ভাই আমাকে আপনার বাসায় ডাকেন আমি নিজের খরচে যেয়ে দেখে আসব কত বড় ভুট(ভুত) আছে আপনার কাছে
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৭
িরয়াজ মাহমুদ বলেছেন: কিছু কিছু কাহিনী এতটাই বিচিত্র...যে একটা ৩ বছরের শিশুও বলতে পারবে এগুলো বানিয়ে বলা।
( যা হোক এ নিয়ে কোন তর্কবিতর্কে আমি যাবো না। আমি ভাই এমনিতেই শান্তিপ্রিয় মানুষ। অযথা কোন ক্যাচাল জমাতে চাই না।/
ভূত বলে হয়তোবা কিছু নাই...কিন্তু ধর্মে জ্বীনদের কথা বলা আছে....
৮|
১২ ই মার্চ, ২০১১ সকাল ৭:৫৪
১১স্টার বলেছেন: দেশটাই তো ভুতে ভরে গেছে আজ রেডিওতে কাল টিভিতে বৃহস্পতি বার সামুতে বাদ রইল কই। এ সকল ভুতের কান্ড দেইখা তালগাছের ভুত তো লজ্জা পাইয় সেই কবেই পালাইছে।
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৯
িরয়াজ মাহমুদ বলেছেন: ভাই ভূত ছিল কবে যে পালাইব....এহন তো মানবভূতের যুগ.....তাই....সাথেই থাকুন....পড়তে থাকুন.....ভূতব্লগ
৯|
১২ ই মার্চ, ২০১১ সকাল ৮:০৮
৭১৫০ বলেছেন: Hok na tbu kolpona.fm gulote rumantic gan sunte sunte bore lage.tar majhe voot fm valoi lage.
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৫
িরয়াজ মাহমুদ বলেছেন: বলতে গেলে ভূতের জয়জয়কার চলছে। তো আমিও ভাবছি এই সুযোগ....
এবার আমিও লিখবো ভূতব্লগ। বন্ধুদের কাহিনী, সাথে নিজের মনের মাধুরী মিশিয়ে ( নাইলে তো কেউ খাবে না
( ) চলবে আমার ভূতব্লগ.....প্রতি বৃহস্পতিবার রাত ( যেকোন সময়....)। তো সাথেই থাকুন....পড়তে থাকুন ভূতব্লগ......আর আপনাদের অসংখ্য অসংখ্য কমেন্ট ( যদিও কেউ পড়বে কিনা আমি সন্দিহান, তবুও নিজের ঢোল নিজে পেটাতে দোষ কই আর?
)............দেখা হবে তাহলে...সামনের বৃহস্পতিবার থেকে........
১০|
১২ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪০
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: আমিও একদিন শুনতে গেসিলাম। অর্ধেক শুইন্যা ঘুমায়া পড়সিলাম।
:-<
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৭
িরয়াজ মাহমুদ বলেছেন: যাক তাও বৃহস্পতিবার আপনার ঘুমাতে সমস্যা হবে না আশা করি.....ভূত ব্লগ পড়ে ঘুমিয়ে যাবেন........
১১|
১২ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫৫
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ভালই মজা নিলেন সবাই,কিন্তু কেউ একবারো চিন্তা করলেন না আমদের চারপাশে অনেক প্যারানরমাল,সুপারন্যাচারাল জিনিষ ঘটে,আমাদের আশে পাশের যে কারও কাছে এ ধরনের কিছু জানতে চাইলা তারা কিছু না কিছু বলতে পারবে,আর সবচে বড় কথা আমাদের ধর্মেও জ্বীনের অস্তিত্বের কথা বলা আছে,তবে আপনারা কেন এ ফালতু রসিকতায় মেতেছেন,
আর যারা এ সবনিয়ে ঘাটাঘাটি করছে "ভৌতিষ্ট" টিম মেম্বারস্,অল অফ দেম আর এনাফ এডুকেটেড পারসন্....
পারলে আমার এ পোষ্টাO দেখে আসবেন....সাথে ট্রেলারটাও
‘ভৌতিস্ট’ নিয়ে সুমন
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৭
িরয়াজ মাহমুদ বলেছেন: কিছু কিছু কাহিনী এতটাই বিচিত্র...যে একটা ৩ বছরের শিশুও বলতে পারবে এগুলো বানিয়ে বলা।
( যা হোক এ নিয়ে কোন তর্কবিতর্কে আমি যাবো না। আমি ভাই এমনিতেই শান্তিপ্রিয় মানুষ। অযথা কোন ক্যাচাল জমাতে চাই না।/![]()
ডিসকভারী চ্যানেলেও আগে বৃহস্পতিবার রাত ১১.৩০ এ একটা প্রোগ্রাম হত....নাম "এ হন্টেড হাউস".......সেখানেও এ ধরণের একটি টিম ছিল যারা সুপারন্যাচারাল এর অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করত নানান ধরণের আধুনিক প্রযুক্তির মাধ্যমে.....যেমন ইনফ্রারেড ক্যামেরা, হাই পাওয়ার মোশন সেন্সর, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড রেকর্ডার....ইত্যাদি।
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৪
িরয়াজ মাহমুদ বলেছেন: এখুনি দেখছি আপনার পোষ্ট.....
১২|
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২১
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: অসামাজিক ব্রাদার, ওরা সব এনাফ এডুকেটেড, আর আমরা সব ম্যাট্রিক ফেল, তাই না?
এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যবসা ছাড়া কিছুই না। বানোয়াট কত গুলা ঘটনা ওরা প্রচার করে, আর সেগুলার গাঁজাখুরি কিছু ব্যাখ্যা দেয়। আর সেগুলা শুনেই আপনারা প্যান্ট খারাপ করে ফেলেন।
এই ধরনের প্রোগ্রাম দেখায়/শোনায় দোষের কিছু নাই। কিন্তু আপনাদের মত যারা সেগুলা শুনে গাধার মত বিশ্বাস করেন, আর "আমদের চারপাশে অনেক প্যারানরমাল, সুপারন্যাচারাল জিনিস ঘটে" এই ধরনের বুলি ছাড়েন, তাদেরই শিক্ষাগত যোগ্যতা আর বুদ্ধিবৃত্তিক বিকাশ নিয়ে আমার সন্দেহ আছে।
১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৩
িরয়াজ মাহমুদ বলেছেন: লেখক বলেছেন: কিছু কিছু কাহিনী এতটাই বিচিত্র...যে একটা ৩ বছরের শিশুও বলতে পারবে এগুলো বানিয়ে বলা।
( যা হোক এ নিয়ে কোন তর্কবিতর্কে আমি যাবো না। আমি ভাই এমনিতেই শান্তিপ্রিয় মানুষ। অযথা কোন ক্যাচাল জমাতে চাই না।/![]()
ডিসকভারী চ্যানেলেও আগে বৃহস্পতিবার রাত ১১.৩০ এ একটা প্রোগ্রাম হত....নাম "এ হন্টেড হাউস".......সেখানেও এ ধরণের একটি টিম ছিল যারা সুপারন্যাচারাল এর অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করত নানান ধরণের আধুনিক প্রযুক্তির মাধ্যমে.....যেমন ইনফ্রারেড ক্যামেরা, হাই পাওয়ার মোশন সেন্সর, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড রেকর্ডার....ইত্যাদি।
আর ব্যবসায়িক উদ্দেশ্যে বানানো হোক আর যাই হোক....আনন্দ পাবার জন্য দেখা/শোনা আর তাতে বিশ্বাস করা বা না করা যার যার ব্যক্তিগত ব্যপার বলেই আমি মনে করি....এ নিয়ে অযথা পরষ্পর ঝগড়াঝাটির কোন অবকাশ পাই না.......
১৩|
১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪২
গোবর গনেশ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫২
িরয়াজ মাহমুদ বলেছেন: জ্বি ভাই...কিন্তু কোনটা বা কে ঠিক বলল একটু খোলাসা করে বলেন না ভাই.......
১৪|
১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০০
বাদ দেন বলেছেন: নিয়ম ভাঙার কারিগর er ++++++++++++++++
১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০৩
িরয়াজ মাহমুদ বলেছেন: কিছু কিছু কাহিনী এতটাই বিচিত্র...যে একটা ৩ বছরের শিশুও বলতে পারবে এগুলো বানিয়ে বলা।
( যা হোক এ নিয়ে কোন তর্কবিতর্কে আমি যাবো না। আমি ভাই এমনিতেই শান্তিপ্রিয় মানুষ। অযথা কোন ক্যাচাল জমাতে চাই না।/![]()
ডিসকভারী চ্যানেলেও আগে বৃহস্পতিবার রাত ১১.৩০ এ একটা প্রোগ্রাম হত....নাম "এ হন্টেড হাউস".......সেখানেও এ ধরণের একটি টিম ছিল যারা সুপারন্যাচারাল এর অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করত নানান ধরণের আধুনিক প্রযুক্তির মাধ্যমে.....যেমন ইনফ্রারেড ক্যামেরা, হাই পাওয়ার মোশন সেন্সর, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড রেকর্ডার....ইত্যাদি।
আর ব্যবসায়িক উদ্দেশ্যে বানানো হোক আর যাই হোক....আনন্দ পাবার জন্য দেখা/শোনা আর তাতে বিশ্বাস করা বা না করা যার যার ব্যক্তিগত ব্যপার বলেই আমি মনে করি....এ নিয়ে অযথা পরষ্পর ঝগড়াঝাটির কোন অবকাশ পাই না.......
১৫|
১৫ ই মার্চ, ২০১১ রাত ৩:৩৫
নীরব 009 বলেছেন: সেদিন ভর দুফুরে চৌহাট্টা পয়েন্টে ভুট দেখসি।দেখলাম লম্বা করে,বেশ নাদুস নুদুস একটা নোক পুরা সাডা পুশাক পড়ে দাঁড়ায় আসে ।পরে বুঝলাম হেডা মেদিকেলের ভুট।
১৫ ই মার্চ, ২০১১ রাত ৩:৪৪
িরয়াজ মাহমুদ বলেছেন: বাই কিতা করুইন?? সিলোটি নি??
১৬|
১৫ ই মার্চ, ২০১১ রাত ৩:৪৭
িরয়াজ মাহমুদ বলেছেন: @সাইফুল ইসলাম নিপু --- অপ্রাসঙ্গিক মন্তব্যের কারনে মুছে দিলাম। আশা করি আহত হবেন না।
১৭|
০৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৮
জাহাঙ্গীর কবীর বলেছেন: অসামাজিক ভাইয়ের সাথে আমিও একমত।বিজ্ঞান প্যারালাল ওয়ল্ডের কথা বলে যদিও প্রমান করে পারে নাই।এটা কি আপনাদের বিশ্বাস হয়।আপনারা তো ডিসকভারির a hunting কে বিশ্বাস করবেন না।বারমোডা টাংগলের কথাও কি গাজাখুরে,হতেও পারে।বিজ্ঞান কি এসব প্যারা নরমাল কে ভুল প্রমান করতে পেরেছে কি?মানুষের মাঝে জোয়ার ভাটার যে ব্যাখ্য প্রচলিত ছিল তা বিজ্ঞান আজ জেনেছে,যা তারা পূর্বে মিথ বলতো।বিজ্ঞান বলছে কিছু সর্ত মানলে অতীতে বা ভবিষ্যতে যাওয়া যাবে,এখানেও গ্রান্ডফাদার প্যারাডগ আছে।এগুলো কি ঠিক নাকি ভুল তা হয়তো আপনারা অনেক তো ম্যাট্রিক পাশ,আরও অনেক পাশ করেছেন।আশা করি বারমুডা ট্রাংগলের মত গাজাখুর প্যারানরমাল ঘটনা আপনারা হয়তো বের করতে পারবেন।
এরকম ভৌতিক ঘটনার সাক্ষি আমার চেনা কিছু মানুষ।বিশ্বাস করুন বা না করুন।
১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০৭
িরয়াজ মাহমুদ বলেছেন: সহমত...।
১৮|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৬
সৌম্য রাউত বলেছেন: http://www.bhooterblog.com থেকে ঢু মেরে আসতে পারেন
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১১ রাত ২:৫২
ইশতিয়াক মাহমুদ বলেছেন: রেডিওতে যে ভুয়া বুতের কারবার চলে, সেই কারবার আপনেও শুরু করবার চান? মাজে মাজে আমার তো সন্দ লাগে, হেতেরা নিজেরাই না ভুত সাইজা আকাম কুকাম কইরা বেড়ায়... একটা দুইটা শো শুনসিলাম... বমি আসছে...