নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

গান ভালোবেসে গান-৪ : দুপুরের খামোখা খেয়াল (ঁ)

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

গানের শিরোনাম: দুপুরের খামোখা খেয়াল

আ্যলবাম: আর জানি না (শুনতে পারেন এখান থেকে)

ব্যান্ড: চন্দ্রবিন্দু

.......................................................



দুপুরের খামোখা খেয়াল

ভাঙা তাক, পুরোনো দেয়াল ।।



খুঁজে পাওয়া বই জানতে চায়

বান্ধবী আছে কে কোথায়? ।।



ধূলো লাগা চেনা বই সব

হাত্রাই কেনা শৈশব

ধূলো লাগা চেনা বই সব

ভালোবাসে কেনা শৈশব



এক আকাশ ভর্তি অভিমান

কোনদিন গাইবো না যে গান ।।



খুঁজে পাওয়া বই

রাত জাগা চোখ

আমি পড়বোই

যন্ত্রনা হোক ।।



কখনোই পাত্তা দাওনি যাকে

গোপনীয় আজও বইয়ের ফাঁকে ।।



ভালবাসা বিবর্ন পালকে।।



ভালো থেকো শুভ জন্মদিন

লেখাগুলো আজও অমলিন ।।



বেখেয়ালে খুঁজে পাওয়া বই

ভাল আর থাকতে দিচ্ছে কই?।।



বৃষ্টির জলে ধোয়া ছাদ

ভুল করে ছুঁয়ে দেওয়া হাত ।।



এখনো কি ভুল করে তুই

একা একা ভাব্বোনা কিছুই ।।



শুধ আদরের ছিল অঙ্গীকার

যদি একটুও আর একটি বার ।।



একদিন গোধূলী আলোকে

খেলেছিল উদাসী বালকে ।।



সেদিনের সোনালী পালকে .....





গান ভালোবেসে গান-৩

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

শায়মা বলেছেন: বাহ!:)

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

dream111rocks বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

আরজু পনি বলেছেন:

আপনার সিরিজটা দারুন হচ্ছে ! লিংকে দেয়া গান শুনছি...

শুনতে ভালো লাগছে বেশ ।


........................

আপনি ঋতুপর্ণ ঘোষের তো অনেক সিনেমা দেখেছেন, মনে হলো রিভিউও বেশ দিতে পারবেন...

দিবেন নাকি ?

শুভেচ্ছা রইল।।

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

dream111rocks বলেছেন: গান গুলো আসলেই ভালো, আমি একেবারে তন্ময় হয়ে শুনি

................................

এক সময় মনে হত, যা দেখছি-পড়ছি এই নিয়ে দুই লাইন লিখি, আলস্যের কারণে তা আর হয়ে ওঠে নি ! ইচ্ছা আছে এর পর যা পড়ব-দেখব তা নিয়ে দু লাইন লিখে রাখব। ইচ্ছে হলে এখানেও দিয়ে দেবক্ষণ! রিভিউ হল কি হল না তা নিয়ে আর মাথা ঘামামু না।

গান সিরিজের পরে (মাঝেও হতে পারে) বই রিভিউ-মুভি রিভিউ পোশ্ত করার ইচ্ছা রাখি। দেখি কি হয়।

৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

নষ্ট কাক বলেছেন: বাহ ! গানটা তো চমৎকার ।

যদিও এই এ্যালবামের অনেক গুলি গান শুনছি এইটা নতুন শুনলাম ।
ভালো লাগল ।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

dream111rocks বলেছেন: এই অ্যালবামের গান গুলো- (দেখে নিন আর কোনটা শুনেন নি, না শুনলে শুনে নিন, ভালো লাগবে আশা করি)

সুইটহার্ট
মৌনমুখরতা
মঙ্গল গ্রহ
এভাবেও ফিরে আশা যায়
অফিস টাইম
কন্ডাক্টর
কেউ ভালবেসে যায়
যদি ভাবো পাবে তাকে
দুপুরের খামোখা খেয়াল

৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

ঝরাপালক বলেছেন: চন্দ্রবিন্দু গান গুলো বেশ ভালো লাগে । ভাই কি মধ্যবিত্ত ভীরু প্রেম এর লিঙ্ক দিতে পারবেন। এই একটা গান খুঁজে পাচ্ছি না।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২

dream111rocks বলেছেন: আমার প্রথম পোস্ট টাই এই গানটা নিয়ে। নিচের মন্তব্যে লিঙ্ক দিচ্ছি

৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

dream111rocks বলেছেন: @ ঝরা পালকঃ গানের ইউটিউব লিঙ্ক

৬| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

বৃতি বলেছেন: গানটা খুব ভালো লাগলো । প্রিয়তে নিয়ে গেলাম আরও কয়েকবার শুনব বলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.