![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
গানের শিরোনামঃ একটা ছেলে
শিল্পীঃ শাহানা বাজপেয়ী
.........................................
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা-দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে ।।
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে ।।
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সে যে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে ।।
সেই ছেলেটা হঠাৎ এল মনে ।।
ছোট্ট আমি দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়সড়
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুকভরা আবেগ টুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়
বন পাহাড়ী ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে ।।
©somewhere in net ltd.