নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে বই পরতে আর ব্লগ নিয়ে ঘাটাঘাটি করতে

শরফুদ্দিন মাহমুদ

সহজ ভাবে কথা বলতে চাই, চারিদিকের দুর্নীতি ভাবিয়ে তুলছে আমায়।

শরফুদ্দিন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মিসকিনের খাবার নষ্ট :(

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

পুলিশ ছেয়ে গেছে আমাদের এলাকা । বাসায় আসার সময় একটা কমুনিটি সেন্টার পরে । বিয়ে হবে । আমার পাশ দিয়ে দুইজন মুরুব্বী টাইপের মানুষ দাড়ায়ে কথা বলছে । তাদের থেকে একটু তফাতে গিয়েই দাঁড়ালাম ।



পাকা দাড়িআলা মুরুব্বীঃ এখন কি হবে বলেনতো । খানার ইসটিমেট করলাম ৭০০ জনের । এখন আসছে ১৫০ জন । আরতো মানুষ আসবে না । এত গুলু খানা , করি কি ।



কাঁচাপাকা দাড়িআলা মুরুব্বীঃ নামাজ পড়ে আসবে । একটু অপেক্ষা করেন ।



পাকা দাড়ি আলা মুরুব্বী( জোরে জোরে মাথা নেড়ে )ঃ আসবে না , আসবে না । সবায় ডরাইতেসে ।



কাঁচাপাকা দাড়িআলা মুরুব্বীঃ তাইলে আর কি । খাবার নষ্ট ।



পাকা দাড়ি আলা মুরুব্বীঃ না না খাবার নষ্ট করবো না । কিছু মিসকিন দেখেনতো । মিসকিনদের খাওয়ায় দিবো ।



কাঁচাপাকা দাড়িআলা মুরুব্বীঃ চলেন নিয়া আসি ।



দুইজনেয় হাঁটা দিল , মিসকিন খুঁজার উদ্দেশ্য । মনে হয় না মিসকিন পাবে । আজকে নামাজের পর কোন মিসকিন টাকা চাইতে আসে নি । মিসকিনেরও জানের ভয় আছে ।



নীতি কথাঃ আন্দোলন এমন ভাবে কর যাতে মিসকিন এর কপালে খাবার জুটে । নিজ দায়িত্তে নীতি কথা বুঝে নিবেন ।

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

আখিলিস বলেছেন: হে হে হে

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

শরফুদ্দিন মাহমুদ বলেছেন: হাইসলেন ক্যান আখিলিস সাহেব ।

২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

আজিজ বাংলাদেশী বলেছেন: ;) ;) ;) ;)

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

শরফুদ্দিন মাহমুদ বলেছেন: আপ্নারেও একটা চোখ টিপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.