![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কি পরিমান আতঙ্কে আছে । আজকে হাড়ে হাড়ে টের পাইসি । পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্য গতকাল এক বন্ধুর বাসায় বাধ্য হয়ে থাকতে হলো। সকালে ঘুম থেকে উঠে গৃহশিক্ষক এর প্রধান দায়িত্ব পালনের জন্য আন্দরকিল্লা হয়ে নিউ মার্কেট এর দিকে যাত্রা । আন্দরকিল্লা মসজিদ থেকে তখন জোহরের আযান । মুসল্লি আসছে গুটি গুটি পায়ে । মাঝে মাঝে এদিক সেদিক তাকাচ্ছে । তারপর লম্বা একটা সাহস ভরা দম নিয়ে সোজা মসজিদে ।
আচম্বিক কে বা কাহারা " অই দোকান বন্ধ গর , আয়ির আয়ির " বলে ত্রাহি ত্রাহি রব ।
নিজেকে ভিতু বলতে লজ্জা লাগলেও অই মুহূর্তে আমার চাইতে ভয় দুনিয়াতে আর কেও পাইসে বলে মনে হয় না । চারপাশে তাকাই দেখি দোকান গুলুর শাটার বন্ধ । ভ্রাম্যমাণ চায়ের দোকানি তার জিনিস নিয়ে কই জানি ভাগসে । একজন কাস্টমার চা খাচ্ছিল । ভ্যাবাচ্যাকা মেরে দাঁড়ায় আছে । পুরা রাস্তায় আমি আর সে ।
তারপরে দিলাম দৌড় ,দৌড়্ ,দৌড় , দৌড় ।
কিছুক্ষন দৌড়ানোর পড় খেয়াল হোল আমি বোস ব্রাদার্স এর কাছাকাছি এবং আমার পাশে ভ্যাবাচ্যাকা খাওয়া কাস্টমারটা । আশেপাশে ধ্বংস যজ্ঞ সৃষ্টি করবে এমন কোন মানুষ খুজে পেলাম না । ভেবে নিলাম নেহায়েত আজ মায়ের দোয়া সাথে ছিল বলে এই যাত্রা রক্ষা ।
খুব বেশি দৌড়ানোর জন্য আস্তে আস্তে আবার হাঁটা দিলাম , একটু পরেই গগন বিদারি চিৎকার " ভাঙ্গের ভাঙ্গের । সরি য গোয় , ধায় যো তারতারি " ( ভাংছে ভাংছে। সরে পড় , পালাও তারাতারি ) । পিছনে ৫-৬ জন লোক লুঙ্গি তুলে দৌড়াচ্ছে।
এক মুহূর্ত লাগে নাই চিন্তা করতে আবার মারলাম , দৌড় দৌড় দৌড় দৌড় । পায়ে পায়ে গিটটু লেগে হাল্কা একটা ডিগবাজির মতো খেলাম । যখন ডিগবাজি শেষ তখন সব কিছু শান্ত । নিজের উপর শুধু রাগ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না । রিকসার চাকা ফুটে গেলেও আমাদের থেকে এখন ককটেল মারসে বলে মনে হয় । সাহসী হয়ে যে দাড়িয়ে থাকবেন সেই উপায় নাই । আপনার পা চিৎকার শুনার সাথে সাথে দৌড়াইতে থাকবে । আর এই বিশেষ
মুহূর্তের মজা নিচ্ছে বলদ টাইপের কিছু মানুষ ।
যায় হোক এত দৌড়ানি আর ডিগবাজি খাওয়ার পর বেশ আফসোস হচ্ছে সামনে কারো মাথা ফাটা অবস্থায় দেখতে না পেয়ে । একটা ককটেল মারার আওয়াজ তো শুনতে পেতাম । কিংবা নিজের হালকা করে ছিরে গেলেও তো পারত ( বন্ধুদের দেখাতাম ) । কিংবা নিদেনপক্ষে মারামারির সময় কারো হালকা ঘুসিতো খেতে পারতাম ।
অনেক আফসোস এইসবের কিছুই হয় নাই । আমি বহাল তবিয়তে বাসায় বসে আছি আর টিভিতে হতাহতের সংখ্যা গুনছি ।
উপরআলা জানে আর কত দিন এই দৌড়ানি আর হালকা ডিগবাজির উপর থাকতে হয় ।
আমরা আমজনতা , আম পাতা খাই ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৩
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: কথা সত্য । তবে আমজনতার জন্য আম পাতা । কিচ্ছু করার নায় ভাই এইটাই নিয়ম । নিয়মের উপ্রে কিচ্ছু নায়
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৮
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: ভাইজান সাবধানে থাইকেন
তয় এখনকার এই বিনা দৌড় কিন্তু পরে কামে দিব!
কি আর করা আমরা আম জনতা
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৮
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: জী ভাই । সাবধানে থাকনের চেষ্টায় আছি । তয় এইবার অলিম্পিকে আমরা দৌড়ে যে ফাস্ট হমু এই ব্যাপারে পুরা নিশ্চিত
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২০
ফারজানা শিরিন বলেছেন: হাহাহাহহাহাহাহাহা
কেন হাসলাম জানি না !
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩১
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: মজা লন আপনে । এইডা একটা চিরিয়াস টপিক ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
ফারজানা শিরিন বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪২
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: কাইন্দেন না আমি এখনো মরি নাই । বাইচ্চা আচি । আরি আমারো কান্দন পাই ক্যান
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৬
মামুনুর রশী২৪৩৭ বলেছেন: দেশে এখন তো কোত পাতা আছে তাহলে আম পাতা কেন? অন্য কোন পাতার সন্ধান করা যাই না যার ডিলার হবে অমুক দলের?