নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে বই পরতে আর ব্লগ নিয়ে ঘাটাঘাটি করতে

শরফুদ্দিন মাহমুদ

সহজ ভাবে কথা বলতে চাই, চারিদিকের দুর্নীতি ভাবিয়ে তুলছে আমায়।

শরফুদ্দিন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একজন ছেলে, তার আত্মহত্যা ও আসিফ এর গান

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

ফেসবুকে আসলেই আপনার মাথা গরম হয়ে যাবে । চারিদিকে সব গরম গরম পোষ্ট । পোষ্ট পড়ে হোক কিংবা পোলাপাইনের কাণ্ডকীর্তি দেখে হোক , আপনার চান্দি টগবগ টগবগ করে গরম হবেই ।



অথবা দুঃসংবাদ পেতে পেতে আপনার এমন অবস্থা হয়ে গেসে , সুসংবাদ পেলেও মিনিট খানেক আগাপাশ তলা চিন্তা করে দেখেন এইডা কি আসলে সুসংবাদ নাকি দুঃসংবাদ ।



রাজনীতি , সমাজনীতি , অর্থনীতির মত ভারী ভারী বিষয়গুলু নিয়ে অনায়াসে কেউ একজন হতাশা নিয়ে অর্থপূর্ণ পোষ্ট দিবে আর আপনি সেই পোষ্ট পড়ে নিজে অর্থহীন হতাশায় ভুগবেন । এবং রাগে দুঃখে গা চিড়বিড় চিড়বিড় করবে আপনার ।



বিচিত্র কিছু না যদি আপনি সেই মুহূর্তে আত্মহত্যা করতে চান ।



এমন এক পরিস্থিতির কথা একজন হতাশায় আক্রান্ত ছেলে বাসার সামনের টং এর দোকানে চা খাইতে খাইতে বলতেসিল ।

এই হতাশার জীবন থেকে বের হওয়ার জন্য তারে গম্ভীরস্বরেব ললাম " তুমি গান শুন "



ছেলেটিঃ শুনি ।



আমিঃ যে টাইপের গান শুন সেইসব গান আজকে থেকে শুনবা না । আজকে রাত থেকে শুনবা আসিফ এর গান । সাউনড বড় করে দিবা । প্রথম দিকে মাথায় যন্ত্রনা হতে পারে । দুইদিন শুনার পর তোমার আর আত্মহত্যা করতে ইচ্ছা করবে না । আসিফ এর গানের মধ্য রক্ত ঠাণ্ডা করার জিনিস আছে ।



ছেলেটি একটু থতমত খেয়েঃ বড় ভাই আসিফ আমার প্রিয় গায়ক । আমি পেরতকদিন আসিফ এর গান শুনি ।



আমি তার চাইতেও বেশি থতমত খেয়েঃ ও আচ্ছা । তাইলে আত্মহত্যার সিদ্ধান্তটা নিয়া নাও ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.