![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি প্রায় সময় দেখবেন রাস্তার পাশে ক্যানভাসার তার জিনিস পত্র নিয়ে বসে আছে । একটা মাইক্রোফোন দিয়ে সমানে বকে যাচ্ছে । বেশিরভাগ সময় মানুষের জটিল থেকে জটিলতর রোগের ঔষধ প্রায় বিনা মূল্য বিক্রি করে । পশ্চাতদেশে ফোঁড়া থেকে শুরু করে ক্যান্সার এর মত ভয়াবহ রোগেরও ঔষধ তাদের কাছে পাওয়া যায় । ভুলেও ভাব্বেন না এই ঔষধ বেচা হয় না । মিনিট খানেক ক্যানভাসার এর কথা শুনলে আপনি পুরাপুরি হিপনোটাইজ হয়ে যাবেন । আপনার মনে হতে থাকবে এই ঔষধ গুলু আসলেই কাজের ।
আজকে গ্রামের বাড়ি থেকে আসার সময় বাস দেরি করায় এমন একজন ক্যানভাসার এর বকা বকি শুনছিলাম । কিছুক্ষন শুনার পড় মনে হলো অই গুটি গুটি কাল মত বিচি আর সবুজ সুগুন্ধি পাতাটা দৈনিক নিয়ম করে খেলে ফোঁড়া, ডায়রিয়া , জন্ডিস এমনকি ক্যান্সার এর মত রোগ আপনাকে দেখলে ভয় পাবে । ধারের কাছেই আসবে না । অই সময় মোবাইলটাতে রিং বেজে না উঠলে ১০ টাকা খরচ করে ঠিকই ক্যান্সার এর ঔষধ কিনে এনে হাসতে হাসতে বাসায় আসতাম ।
আমাদের দেশেও এখন এই অবস্থা । দেশে ক্যান্সার হয়সে বলব না , তবে পশ্চাতদেশে বিষ ফোঁড়া হইসে এইটা নিশ্চিত । অচিরে ক্যান্সারেও আক্রান্ত হবে । আফসোস দেশেকে রোগমুক্ত করার জন্য কোন ক্যানভাসার পেলাম না ।
রাজনীতিবিদদের বলছি, একবার কি আমজনতার দিকে একটু নজর দেওয়ার সময় হবে । আমরা সবায় ১০ টাকা হাতে নিয়ে অপেক্ষায় আছি ।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: ভাইএই জিনিস এইখানে ক্যান ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
তুহিন আল মামুন বলেছেন: প্রতিবাদ
বিদ্র:ঃ এই লেখার জন্য সামহোয়ারইন ব্লগ এ আমার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে । ১৪ দিন স্থগিত থাকার কথা থাকলেও্ এখনো খুলে নি ।
থাবা বাবার মৃত্যুতে আমি ব্যাক্তিগত ভাবে শোকাহত । তার এই অকাল মৃত্যু কোন ভাবেই কাম্য নয় । আমি কিছু ক্ষণ আগে থাবা বাবা এর পেইজ ওপেন করেছিলাম । এবং সেখানে তার একটি পোস্টে কমেন্টস করতে চাইলাম কিন্তু পারলাম না, আমার কমেন্ট লেখার জন্য যতটুকু সময় লেগেছে এর মধ্যেই তার সেই পোস্টটি ডিলিট করা হয়েছে । আমাকে কমেন্টসও করতে দিল না ।
আমি মনে করি মডুর উচিত হবে না তার পোস্ট গুলো ডিলিট করা । কারন এর মাধ্যমে সে তার চিন্তা চেতনা কে সবার মাঝে বিলিয়ে দিতে চেয়েছেন । আমি তার একটি লেখা পড়ে যতটুকু বুঝেছি তিনি একটু নাস্তিক টাইপের ছিলেন ।
আর অনেকেই হয়তো ধারণা করেছেন যে এই কারণেই তাকে খুন করা হয়েছে । কিন্তু যারা হত্য করেছে তার নিশ্চয় জানে না যে প্রত্যেক হত্যাই জঘন্য ।
আর প্রয়াত থাবা বাবা কে বলতে চাই- যদি তার অত্মা অবিনশ্বর হয়,- আমার মতে নাস্তিকতা মানে হলো কোন ধর্মকে কুটুক্তি করা নয়, এক্ষেত্রে বিশেষ কোন ধর্মকেতো নয়ই । যখন ধর্মীয় সমালোচনা হবে তখন তা হতে হবে সকল ধর্মের সামালোচনা । বিশেষ কোন ধর্মকে উদ্দেশ্য করেতো নয়ই ।
আমি থাবা বাবার জন্য দোয়া প্রর্থনা করছি আমার সৃষ্টি কর্তার কছে । যাতে তিনি তাকে ক্ষমা করে দেন ।