নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে বই পরতে আর ব্লগ নিয়ে ঘাটাঘাটি করতে

শরফুদ্দিন মাহমুদ

সহজ ভাবে কথা বলতে চাই, চারিদিকের দুর্নীতি ভাবিয়ে তুলছে আমায়।

শরফুদ্দিন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

"একরাশ ঘৃণা আর ওয়াক থুঃ ।"

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি । ভ্রূ কুঞ্চিত হয়ে আছে , যখন থেকে বুঝতে পারছি জীবন নামের এই ভেলাটা অতীব জটিল একটা বিষয় । মধ্যবিত্তরা ভ্রূ কুঞ্চন করতে করতে কপালের মাঝে ভাঁজ ফেলবে আর উচ্চবিত্তদের কপাল সবসময় চকচকে থাকবে এইটাই নিয়ম । অন্য সব মধ্যবিত্ত অনুভুতির মতো আমারও ভাবুক টাইপের অনুভূতি আছে । মাঝে মাঝে বেশ ভাব নিয়ে কবিতা লিখে নিজের লেখা নিজে পড়েই মুগ্ধ হয় । জোর করে সে অখাদ্য ছোট বোনকে গিলানোর বেশ বড় ধরনের প্রয়াস থাকে , যা প্রায় সময় ব্যর্থ হয় ।



এতদিন জীবনের মানে আমার কাছে অন্যরকম ছিল । এক দুইটা দামী গাড়ি , দামী পারফিউম , অযথা কাপড় কেনা কিংবা অকারনে ফাস্ট ফুড খাওয়া । সবসময় ভালো ব্র্যান্ড এর সিগারেট ফুঁকা , এবং কারনে অকারনে দামী মোবাইল টা বের করে বলা " দোস্ত এই এপ্লিকেশনটা অনেক কাজের । " জীবন মানে পহেলা বৈশাখে ইলিশ মাছ কিনে এনে পান্তা ভাত খাওয়া । এতসব বড়লোকিপনা গুলু করে আশে পাশের মানুষ গুলুর দিকে "আমাকে চেয়ে চেয়ে দ্যাখ " টাইপের করে তাকানো।



কিন্তু গতকাল থেকে জীবনের সংজ্ঞা পালটে গেছে হটাৎ করে । কোন কংক্রিটের তলায় না পরে বুক ভরে পৃথিবীর অক্সিজেন নিয়ে টং এর দোকানে পাঁচ টাকা দামের চা খাওয়া হচ্ছে জীবন । বন্ধুর সাথে মাসের শেষ দিকে স্বস্তা সিগারেটটা খুব যত্ন করে আধাআধি করে ফুঁকা । ঘামে ভেজা শরীর রাস্তার ফিল্টার পানি খেয়ে তৃপ্ত , চনা মুড়ির দোকানে হিসাব করে খেয়ে আধপেটা হয়ে সবায় মিলে ভাগ করে টাকা দেওয়া, স্বস্তা মোবাইলে নতুন রিংটোন লাগানো । জীবন মানে বাঁচার আকুতি না , অন্যকে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখানো। মাসের শুরু তে হাসি মুখে থলে ভরে বাজার করা ।



আমি ভালো আছি , অনেক ভালো আছি । রানা প্লাজায় আটকে থাকা ওইসব হতভাগা মানষ গুলুর থেকে ,ওই মায়ের থেকে যার স্বন্তান প্রসব হয়েই দুনিয়ার নির্মমতা দেখে ফেলেছে । আমি ভালো আছি এই ভেবে আমার লাশ এর দাম ২০০০০ টাকা না অন্তত । আমি ভালো আছি , আমি যেমন আছি তেমন ভাবেই ।



সোহেল রানা তুই আমারে জীবনের মানে বুঝাইলি , তাই তোকে একরাশ ঘৃণা আর ওয়াক থুঃ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

মিজভী বাপ্পা বলেছেন: :( :( :(

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

শরফুদ্দিন মাহমুদ বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.