নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মাজহার আই খান

Nothing to say....

ডাঃ মাজহার আই খান › বিস্তারিত পোস্টঃ

বাড়ন্ত ক্যাকটাস এবং রক্তাক্ত হৃদপিণ্ড

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

আজকাল আমার পৃথিবীটা
আর বর্ণিল হয় না,
বর্ণাঢ্য হয়ে উঠে না যাপিত সময়।
পৃথিবীটাকে রঙহীন, ঘ্রাণহীন,
বড় বেশী স্বাদহীন লাগে।


হৃদপিণ্ডের ঠিক পাঁশেই গজিয়েছে
ক্ষুদ্র কিছু ক্যাকটাস।
বাড়ন্ত ক্যাকটাসের খোঁচায়
খোঁচায় রক্তাক্ত হৃৎপিণ্ড।
প্রবাহমান রক্তে
ভেসে যাচ্ছে স্বপ্নের পানকৌড়ি।


আমার শহর জুড়ে থাকে
দিনমান অবিরাম অবরোধ।
আমার শহরে আজ
অবরোধ স্নিগ্ধ সুপ্রভাতের,
অবরোধ শিশিরের,
অবরোধ বৃষ্টিস্নাত আলিঙ্গনের।


সবকটি জানালায় বসে
ডাকছে কর্কশ কাঁক।
তোমার পদধ্বনি দিনকে দিন
হয়ে আসছে ক্ষীণ থেকে ক্ষীণতর ।
হারিয়ে যাওয়ার পূর্বাভাসটুকুও
জানা হয়ে উঠে নি ।


কারো চলে যাওয়া
কীরূপে এতো শক্তিমান হয়,
কীরূপে হয় এতো ভাবলেশহীন,
কীরূপে তছনছ করে দিতে পারে
ফুলেল সৌরভে ভঁরা অন্য প্রান্ত,
আমার জানা নেই।
আমার জানা ছিল না ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.