![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফালি চাঁদ
সারা রাত থাক
দু'টো নীল পাখী
কত মাখামাখি
হাঁতে হাত রেখে
ভালোবাসা মেখে
মৃদু হিম হাওয়া
কিছু গান গাওয়া
শিউলি বকুল
হয় হোক ভুল
জুঁই হেনা বেলি
খেলি জল কেলী
চল চলে যাই
অসীমে হাঁরাই
তুমি আর আমি
আমি আর তুমি ।।
©somewhere in net ltd.