নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মাজহার আই খান

Nothing to say....

ডাঃ মাজহার আই খান › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিত নার্গিস ও নির্লিপ্ত জাতী

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭

শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন, বাঁ পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে চামড়ার সঙ্গে কোনো রকমে আটকে রয়েছে, ডান হাত কাঁধ থেকে ভাঙা, দুই স্তনই কেটে ফেলা হয়েছে, কেটে বেড় করে নেওয়া হয়েছে দুটি চোখ ও কিডনি।
বলছিলাম ভারতে ধর্ষণের পর হত্যার শিকার হতভাগ্য নার্গিস বেগমের কথা যাকে নরপশুরা কেবল ধর্ষণ করে ক্ষান্ত হয়নি করেছে মধ্যযুগীয় কায়দায় খুন ।

বিস্ময়কর হলেও সত্য এই ঘটনা নিয়ে আমাদের (বাংলাদেশি) ভেতর তেমন কোন প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। রাষ্ট্রীয় ভাবে জানানো হয়নি কোন প্রতিবাদ বা নিন্দা। মানবাধিকার সংগঠন গুলো যারা বিভিন্ন উছিলায় মানবতার বুলি আওরিয়ে মুখে ফেনা তুলে ফেলে তাদেরকেও এই বিষয়ে মিনিমান কোন শব্দ করতে দেখলাম না। ফেইসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের সেলিব্রেটি যারা হাজার হাজার ফলোয়ার বেষ্টিত হয়ে জীবন যাপন করে তাদেরকেও এই বিষয়টিতে আগ্রহী মনে হলও না। কোথায় আমাদের নারীবাদী সংগঠন, কোথায় গণজাগরণ মঞ্চ, কোথায় জাতির বিবেক!! অদ্ভুত ভাবে সর্বত্রই একই নির্লিপ্ততা কাজ করছে নার্গিস বেগমের এই ঘটনাটিতে। কিন্তু কেন ??

চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কাজে আমাদের নারীদের ভারত যেতে হয়। নার্গিস বেগমের এই ঘটনাটি সে সকল নারীদের জন্যে সতর্কতা সংকেত।

আমাদের উচিৎ এই বিষয়টিতে উদ্বিগ্ন হওয়া, প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো। বাংলাদেশ সরকারের উচিৎ ভারত সরকারের নিকট এই ঘটনার জবাব চাওয়া, এমনকি বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমনের উপর সতর্কতা জারি হওয়া উচিৎ বলে আমি মনে করি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়কর হলেও সত্য এই ঘটনা নিয়ে আমাদের (বাংলাদেশি) ভেতর তেমন কোন প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। রাষ্ট্রীয় ভাবে জানানো হয়নি কোন প্রতিবাদ বা নিন্দা। মানবাধিকার সংগঠন গুলো যারা বিভিন্ন উছিলায় মানবতার বুলি আওরিয়ে মুখে ফেনা তুলে ফেলে তাদেরকেও এই বিষয়ে মিনিমান কোন শব্দ করতে দেখলাম না। ফেইসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের সেলিব্রেটি যারা হাজার হাজার ফলোয়ার বেষ্টিত হয়ে জীবন যাপন করে তাদেরকেও এই বিষয়টিতে আগ্রহী মনে হলও না। কোথায় আমাদের নারীবাদী সংগঠন, কোথায় গণজাগরণ মঞ্চ, কোথায় জাতির বিবেক!!

হায় কার কাছে আরজি জানাচ্ছেন???

ভারত বলে কথা!

পররাষ্ট্রনীতি যেখানে মাথা ঠেকিয়ে দিয়েছে পায়- আপনি কার কাছে বিচার চান!!!

দু:খ লাগে তারাই আবার মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে!

নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা নামধারীদের ভন্ডামীতো বহু আগেই প্রমাণীত নার্গিস ইস্যুতে তাদের নিলিপ্তর্তা তাতে আরও পালক যোগ করল মাত্র!

মানবাধিকার সংঘঠন! সেতো জি হুজুরীতে ব্যস্ত পদ টিকিয়ে রাখতে!

অনলাইন এক্টিভিস্টরা! তারাও সব ভারত প্রেমি হয়ে গেল!!!!

এই দেশের একজন সন্তান একজন নারীর অপমান, ধর্ষন, মৃত্যু তাদের গায় কোন শিহরণ তুলল না।!! ধীক শত ধিক চেতনা ব্যবসায়ীদের!!!

নার্গিস আমাদের ক্ষমা করো।

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

বিপরীত বাক বলেছেন: যাদের বা যে জাতির সবকিছু আসে ভারত মাতার উদর থেকে তাদের উচিত ভারতমাতার সব কর্মকান্ড কে পূণ্য মনে করা।

কি দেয় না ভারতমাতা আমাদের?

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: নিন্দা জ্ঞাপন করলাম ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

আনোয়ার ভাই বলেছেন: নার্গিস কে নিয়ে ভারতের মানবাধিকার সংগঠন, মিডিয়া আমাদের রাজনীতিকগণ, মিডিয়া, ডান-বাম, হুজুর সবাই কেমন নীরবতা দেখাল। বুঝলাম না, নার্গিস কে নিয়ে সরকারের পক্ষ থেকেও কোন প্রতিবাদ পাঠানো হলনা ভারতে । কেন ?

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০২

সানোয়ারুল ইসলাম বলেছেন: প্রগতিশীল নাম ধারী আবালেরা ,গণ জাগরন মঞ্চের খিচুরী লোভী কামলারা সব খালি পারে ইসলামের বিষদ্গার করতে .....

৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: যেখানে আমরা বিজিবি বা বিএসএফ এর মন্তব্যের পার্থক্যই খুজে পাই না,সেখানেতো এটা নিতান্তই তুচ্ছ!!

৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩

শফিকুল বলেছেন: ki ar bolbo. Ara jatigoto vabe kharap।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩

সাদিকনাফ বলেছেন: ডিষ্টার্ব কইরেননা তো সিরিয়াল দেখছি .... এগুলা সরকার দেখবে .... আমি কি করতে পারি ... ?

৯| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৮

নতুন বলেছেন: মিডিয়াতে আসেনাই...সবাই জানে না...

এরকমের জঘন্য কাজের সাস্তি দাবি করছি..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.