![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ ছুঁয়ে দিব্যি দিলাম
তোমায় আমি চাই,
তোমার জন্যে রাখছি বাজী
আমার আকাশটাই ।
আকাশের নীল পকেট পুরে
নিলাম তোমার জন্য,
তোমার খোজে রাজপথে আজ
ঘুরছি হয়ে হন্যে ।
তোমার জন্যে আকাশ নীলে
বাধবো একটা ঘর,
থাকবো আমি থাকবে তুমি
ইচ্ছে জীবনভর।
রংধনুর ওই সাতটি রঙ্গে
সাজবে তুমি প্রিয়,
দেখবো আমি নয়ন জুড়ে
এইটুকু সুখ দিও ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।