![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্বেতাঙ্গিনীর শ্বেত বাহুতে
আমার মরণ লিখা,
এক বাহুতে হাজার মরণ
প্রেম লেলিহান শিখা।
দুঃখবোধের সখ বিচরণ
নীল সাগরে ডুব,
কড়কড়া সুখ মনকাড়ে না
ভাল্লাগেনা খুব।
হাপিত্যাশের মূর্ছাধ্বনি
রোজ তের বার বাজে,
সুখ পথে হায় পা বাড়ি না
অনিচ্ছা আর লাজে।
ঘুমের দেশে চোখ বেচেছি
তন্দ্রাচ্ছন্ন দিন,
একটু একটু করে তৃণের
কাছে বাড়ছে ঋণ।
ঘুম চোখে হায় হয়না দেখা
জানলা চেরা রোদ,
রোদ মাখি না,গা জ্বলে যায়
চাইছি শীতল বোধ।
উষ্ণ গর্ভে জন্ম আমার
শীতলতার আশ,
শীতলতা,শীতলতা,
নিদারুণ হাসফাস।।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।