নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মাজহার আই খান

Nothing to say....

ডাঃ মাজহার আই খান › বিস্তারিত পোস্টঃ

গীতিকাব্য

২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৫

তোমার ঠোট ছোয়া
হাওয়া কানে কানে,
কি কথা কয়ে যায় লোকে
কি তা জানে!

জানে না.. জানে না..

তোমার আঙুল ডগা
নখ ভাঙা কোনে,
আমার বেচে থাকা
খুজে পায় মানে।

বাসি ভালো.. ভালো বাসি

হাওয়ার দোলাচল তার
খোলা চুলে,
চুলেরা উড়ে উড়ে কার
কথা বলে?

জানো কি.. তুমি জানো কি..

হাওয়ারা চুম্বন
ফেরি করে ফিরে,
ফেরারি মন মোর
ভনভন ঘোরে।

থামে না.. থামে না..

শরিরী হাতছানি
শিহরণ তোলে,
খোকাটা ছোটে যায়
নাওয়া খাওয়া ভুলে।

মানে না.. বাধা মানে না

আকাশ নীল ছবি
পাহাড়ি বাকে,
পাহাড়ি কন্যা
ভীরু চোখে ডাকে।

শুনি না.. শুনবো না

আমার তোমার কথা
ছাপা হয় গানে,
বিলাসি স্বপ্ন পায়
খুজে মানে।

ভালো লাগ.. কি যে ভালো লাগ

তোমার কোলের ভাজে
মাথা ঠাসা আমি,
তুমি আমার কাছে
কট্টুকু দামি।

বোঝোনা.. বোঝো না..

আবার চল যাই
চাঁদ ভেজা পথে,
তুমি আমার হবে
ঘুম হারা রাতে।

ঘুমুবো না.. জেগে রবো..

(গীতিকাব্যটি আরো দীর্ঘ করা সম্ভব ছিল কিন্তু
নিতান্ত অনিচ্ছা কাজ করায় থেমে গেলাম)

রচনাকাল - ১লা কার্তিক ১৪২৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.