![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল টিপ তার শুভ্র জমিন
সিদূর লাগা কেশ,
ছুঁইছি ললাট,ছুঁইছি অধর,
হইছি নিরুদ্দেশ।
ওষ্ঠে ওষ্ঠে তীব্র জ্বলন,
লালা রসের বাণ।
নিঃশ্বাসে হায় ঝর উইঠাছে,
দূরন্ত সাম্পান।
কোমর ভাজে হাত মিইলাছি
মৃদু লয়ের তাল,
তনু মন তার মানিছে না আর
হইয়াছে বেহাল।।
রচনাকাল
১৪ আশ্বিন ১৪২৩
©somewhere in net ltd.