নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মাজহার আই খান

Nothing to say....

ডাঃ মাজহার আই খান › বিস্তারিত পোস্টঃ

আমি তাহার সবটা লাগি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

অনেক দেখেছি লাল,নীল,
সাদা,বেগুনী,হলুদ।
তন্দ্রা ঘোরে কিচ্ছুটি তার ঠিক লাগেনি,
রঙ লাগেনি,ঢং লেগেছে।

চোখ বুজে তার সুখ সয়েছি,
দুঃখ কাটার ঘাত সয়েছি,
চিমটি কাটার নখ বিধেছি,
অরণ্যতে পোষ মেনেছি।

তার বাহুতে হার মেনেছি,
বোতাম খোলা বুক শুকেছি,
হিম জলেতে স্নান সেকেছি,
আকাশ পাতাল হাস হেসেছি।

আমি তাহার কেউ লাগি না,
লাগি তো কেউ,সেও জানে না,
সুখ লাগি তার,দুঃখ লাগি,
খুব রোদে তার বর্ষা লাগি।

লাগার বল আর কি লাগে,
ধুত্তুরি ছাই আর কি লাগে,
আমি তো তার সবটা লাগি,
একলা থাকার দুকলা লাগি।

রচনাকাল
১৪ আশ্বিন ১৪২ড

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.