নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

কামের কথা কন!!

কামের কথা কন!! › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে মোবাইল অপারেটর দের প্রতারনা, বলছে ৩জি প্যাকেজ আসলে কি ৩জি প্যাকেজ??

০৪ ঠা মার্চ, ২০১৬ ভোর ৫:২০




WTF, ইটস সো শকিং

আমি আজকে বেশ অবাক হলাম যখন একটা সনামধন্য মোবাইল অপারেটর এর ওয়েব পেজ এ গিয়ে তাদের ৩জি ইন্টারনেট প্যাকেজ এর ২ টা সর্ত দেখে। আমাদের মাথা মোটা "বি টি আর সি" কি দেখে না এগুলো না কি ? ৩ জি লাইছেন্স দিয়ে কি শুধু দেখানো যে বাংলাদেশে এখন ৩ জি পাওয়া যায় আর মোবাইল অপারেটর দের পকেট ভারি করা যে আমরা ৩জি এর জন্য ইনভেস্ট করছি অনেক। ১ এম বি পি এস (1Mbps) স্পিড দেয়ার জন্য ইনভেস্ট?!!

এরা রীতিমত বাংলাদেশের জনসাধারণ এর সঙ্গে প্রতারনা করছে। যদি ভলিউম এ বিক্রি করা হয় তা হলে কেন স্পিড লিমিট করে প্যাকেজ ৩জি বলে দেয়া হচ্ছে ১ এম বি পি এস (1Mbps)।

ভলিউম বিক্রি করলে সেখানে কোন ভাবেই স্পিড ক্যাপিং/লিমিট করতে পারবে না আনলেস ডাটা প্যাকেজ শেষ না হওয়া পর্যন্ত। আর যেহেতু বলে দিচ্ছে ৩জি প্যাকেজ সেখানে তো প্রশ্ন ই আসে না স্পিড লিমিট ১ এম বি পি এস (1Mbps) করার।

এখন মিলিয়ন ডলার প্রশ্ন হচ্ছে যেখানে ৩জি লাইছেন্স দিয়ে ৩জি সেবা দিতে পারছে না সেখানে ৪ জি লাইছেন্স দিয়ে "হোয়াট দা হেল দে উইল ডু"

// তাদের দেয়া শর্ত এর স্ক্রিন শট




নোট// বাংলিশ লেখার জন্য চরম ভাবে দুঃখিত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোবাইল অপারেটররা ভীষণ ধূর্ত ও ধোঁকাবাজ। এদের ব্যাপারে আমার খুব তিক্ত অভিজ্ঞতা আছে। কিন্তু বি টি আর সি দেখেও না দেখার ভান করছে।
ধন্যবাদ লেখক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.