নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁ গালের তিলটা নতুন সাজে সেজেছে ! প্রাকৃতিক সৌন্দর্য সাথে সাথে এ কী সৌন্দর্যের মায়া! হালকা আকাশি রং ধারন করেছে কামিজের সাথে মিল রেখে। ইস ! সেটা নিজে দেখতে পাচ্ছে না ভেবে খারাপ লাগছে।
আমার এটাও ভেবে ভালো লাগছে যে, দেখলে সুন্দরের দেবতা নার্সিসাসের মতো হতো। যে নিজের রূপ-লাবণ্যে মুগ্ধ হয়ে সৌন্দর্য ছুঁতে ছুঁতে আপনভোলা হয়ে ডুবে মরে। কিন্তু এ যেন জীবন্ত নার্সিসাস।
সকালের সোনালী আভা ঝকমক করছে ছোট্ট নাকফুলের উপর। মুখের উপর যেন একটা সুভাষ ছাড়া ফুল আপন মনে খুশিতে দোল খাচ্ছে। আর সেই সাথে তাল দিচ্ছে দূরে বসা এই পথচারীর মন। বারবার চোখ ফেরালেও মন ফেরাতে ব্যর্থ।
জ্যামের অসহ্য অসুভূতি নেই আজ। মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, ভালোই হতো। কাজী নজরুলই তো বলেছিলো প্রিয়! তুমি সুন্দর তাই চেয়ে থাকি একি মোর অপরাধ।
তবে হঠাৎ নাতিদীর্ঘ এ পথের যাএা শেষ হলো গাড়ির মধ্যে থাকা সৌন্দের্যের আঁধার ঐ অপরিচিতাকে রেখে।
২| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩
ওমেরা বলেছেন: ভাল !!
৩| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০
আখেনাটেন বলেছেন: আপনি দেখছি একবছর পর এসে একদিনে পোষ্টের বিস্ফোরণ ঘটায়ে ফেলেছেন। তবে এভাবে পরপর পাঁচটা বোমা না মেরে সবগুলো একত্রে করে একটি মাদার বোমা মারলে ক্ষয়ক্ষতি বেশি হত না।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
ধ্রুব বাদল বলেছেন: বোমাগুলো শক্তিশালী করতে কয়েকদিন লাগে তাই দেরি করে করেই ছাড়ি। ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: হুম।