নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ যদি তাঁর পায়ে শেকল জড়াতে চায় তাহলে শেকলকেও জাতে উঠতে হয়। উচু-নিচু মান বিবেচনা করে তাকে পায়ে জড়ানোর সৌভাগ্য অর্জন করতে হয়। এক্ষেত্রে শেকলের জন্ম উৎসও বিবেচনাধীন। মান বিচারের নানা দ্যোদুল্যমান পর্যায় অতিক্রম করেই কেবল সেটি জাতে উঠতে পারে।
ঠিক তেমন করে মন দিয়ে স্বপ্ন ফুলের মালা গলায় জড়ানোর জন্য জাতের পরীক্ষার মুখোমুখি হতে হয়। পাগল মন হয়তো গলায় মালা পরানোর জন্য অস্থির কিন্তু সে জানে না যে, সে জাত্তোর্ণ পরীক্ষাধীন অবস্থায়।
পরীক্ষাকাল দীর্ঘ হয়, মনের বয়স বাড়তে থাকে। পরিপক্কতা আসে বুদ্ধি বিবেচনায়। বাস্তবতায় জড়িয়ে পড়ে ভাবনার জগৎ।
আর গুন গুন করে মন হিমু ..
“যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।”
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২২ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: কিছু বুঝতে পারলাম না।